আমি বরাবরই শুধুমাত্র নোকিয়ার Touch মোবাইল নিয়ে টিউন করি। কিন্তু আজ আমি আপনাদেরকে নোকিয়ার S60 V3 এবং S60V5(Touch Mobiles) এর একটি অতি প্রয়োজনীয় সফট্ওয়ার উপহার দিব। যার নাম Heart Lock। এই সফট্ওয়াটির দ্বারা আপনি মোবাইলের যেকোন অ্যাপ্লিকেশনকে, গোপনীয় ডাটা ইত্যাদি নিয়ন্ত্রন করতে অর্থাৎ পার্ডওয়ার্ড দিয়ে রাখতে পারবেন।
প্রথমে সফট্ওয়ারটি ইন্সটল করার পর চালু করুন। তাহলে নিচের মত একটি উইনডো আসবে।
এখন আপনি যেকোন পাসওয়ার্ড দিয়ে Ok তে ক্লিক করুন।
এখন আপনার মোবাইলে যে যে অ্যাপ্লিকেশগুলি ইন্সটল করা আছে সেগুলো প্রদর্শিত হবে। নিচের স্কিনশর্টটির মত
এখন যে যে এপ্লিকেশনগুলি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান সেগুলিকে ক্লিক করুন তাহলে মার্ক হবে। নিচের স্কিনশর্টটি দেখুন
তারপর Options এ ক্লিক করে Lock এ ক্লিক করুন। নিচের স্কিনশর্টটির মত
এপ্লিকেশনটির উপরে লক্ষ্য করুন দুইটি ট্যাব আছে যথাঃ
১। Locked
২। Unlocked
এখন locked ট্যাবে যান এবং দেখুন আপনি যে যে এ্যাপ্লিকেশগুলিকে সিলেক্ট করে Lock করেছিলেন সেগুলি ঠিকমত সম্পন্ন হয়েছে কিনা। নিচের স্কিনশর্টটি দেখুন
এখন আপনি সফট্ওয়ারটি থেকে বেরিয়ে আসুন এবং যে এপ্লিকেশনটি লক করেছিলেন সেটা চালু করুন। ধরুন আপনি আপনার File Manager লক করেছিলেন। দেখবেন নিচের মত একটি উইনডো আসবে।
হয়ে গেলোতো এখন লক এবং আপনার পার্ডওয়ার্ড দিলে Ok করুন তাহলেই আপনি ওই এ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার অনুমতি পাবেন।
পূনরায় Heart Lock সফট্ওয়াটি চালু করুন এবং Locked ট্যাব এ ক্লিক করুন। আর অপ্রোয়জনীয় এপ্লিকেশনগুলিকে মার্ক (Select) করে Options এ ক্লিক করে Unlock এ ক্লিক করুন।
আমার দেওয়া সফট্ওয়ারটি একদম ফুল ভার্সন এবং ক্রাক করা তাই নিশ্চিন্তে ব্যবহার করুন। তবে সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার জন্য সাইন করতে হবে। সাইন বা হ্যাক করার জন্য নিচের টিউনগুলো দেখতে পাবেন।
আমার ইমেইল- [email protected]
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
থাকলে একটা S60V3 এর জন্য Call Recorder (Full Version) এর সন্ধান দাও…