আজকে আমি আপনাদেরকে আরও একটি কাজের সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ারটি বেশির ভাগ লোকেরই কাজে নাও লাগতে পারে। তো সফট্ওয়ারটির নাম হল Resistors। এটি দিয়ে আপনি রেজিষ্টর পরিমাপ করতে পারবেন।
যারা রেজিষ্টর সমন্ধে জানে তারা দেখলেই বুঝতে পারবেন যে এটি দিয়ে কিভাবে পরিমাপ করতে হয়। তবুও আমি নতুনদের জন্য বলছি এটির ব্যবহার
ডাউনলোড করার পর সফট্ওয়ারটিকে চালু করুন। তারপর কালারগুলিকে উপরে/নিচে (রং) টেনে প্রয়োজন অনুয়াযী পরিবর্তন করুন। নিচে দেখুন স্কিনশর্টঃ
*******************************************************
উপরের স্কিনশর্টগুলোর মত কালারগুলি কমবেশি করলে সবচেয়ে উপরে লক্ষ্য করুন এর পরিমাপ হচ্ছে।
ব্যস এবার আপনি নিজেই মেকারের বস হয়ে গেলেন। (যদিও মেকাররা আপনার থেকেও বস কারণ তারা এটিকে মুখস্ত করে রাখে)
*************************************************************************
আমার ইমেইল- [email protected]
ফেসবুকঃ http://www.facebook.com/crazzzzzzyboy
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
ভাল টিউন হয়েছে, কাজে লাগবে ।:)