আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকদের বেশ কটা ‘ক্যাটাগরি’ আছে। যার মধ্যে কিছুটা ‘বাড়তি’ সুবিধা পান স্টার গ্রাহকরা। একজন স্টার গ্রাহক হতে চাইলে আপনাকে একটি উল্লেখযোগ্য সময় পর্যন্ত ন্যূনতম মাসিক ব্যবহারসহ গ্রামীণফোনের গ্রাহক হতে হবে।
আপনি একজন স্টার গ্রাহক নির্বাচিত হলে তা তিন মাসের জন্য কার্যকর থাকবে। প্রতি ৩ মাস অন্তর আপনার স্টার স্ট্যাটাস পর্যালোচনা করা হবে। প্রতি মাসেই কোনো গ্রাহক স্টার স্ট্যাটাস-এর আওতায় আসছেন কী না তা পর্যালোচনা করা হয়। গ্রামীণফোন-এর স্টার গ্রাহক প্রোগ্রামটি মূলত ৪টি শ্রেণীতে বিভক্ত - প্লাটিনাম প্লাস, প্লাটিনাম, গোল্ড এবং সিলভার।
স্টার গ্রাহক নির্ধারণ প্রক্রিয়া
আগেই বলেছি, নূন্যতম মাসিক খরচেই নির্ধারণ হয়, কে কোন ক্যাটাগরির। এছাড়া সিমকার্ডে মেয়াদেরও বিষয়টাও পর্যালোচনায় রাখা হয়।
কীভাবে একজন গ্রামীণফোন গ্রাহক সিলভার, গোল্ড, প্লাটিনাম অথবা প্লাটিনাম প্লাস স্টার হতে পারবেন এজন্য নিচে একটা তালিকা দেয়া হল–
তবে জিপি পাবলিক ফোন, পল্লীফোন, বিপিও, ইআরএস গ্রাহকরা স্টার প্রোগ্রামের আওতাধীন নন।
স্টার গ্রাহকরা যেসব সুবিধা পান
নিচের তালিকায় স্টার গ্রাহকদের শ্রেণীভেদ অনুযায়ী সুবিধা সমূহ উল্লেখ করা হল -
স্টার স্ট্যাটাস চেক
আপনি দুভাবে আপনার স্টার স্ট্যাটাস চেক করতে পারেন:
এসএমএস-এর মাধ্যমে কিওয়ার্ড পাঠিয়ে: STAR লিখে পাঠিয়ে দিন 9000 নম্বরে
ইউএসএসডি-র মাধ্যমে: কল করুন *১১১*৯*১#
ফ্রি স্টার কার্ড
আপনার ফ্রি স্টার কার্ড পেতে ডায়াল করুন *১১১*৯*২# (আপনার হ্যান্ডসেটে অবশ্যই GP-MMS সেটিংসটি অ্যাক্টিভেটেড থাকতে হবে)
এন্ড্রয়েডের জন্য ক্ষুদ্র এই ব্লগটি ভিজিট করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
janlam