ফ্রি ২০/৪০ টাকা FlexiLoad নিন মোবিক্যাশ থেকে (Updated)

এটা কোন হ্যাকিং বা অবৈধ পন্থা নয়। কেউবা মনে করেন যে এটা Emergency Balance হিসেবে ২০ টাকা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। এটি একটি সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই অফারের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ একবারে ২০/৪০ টাকা ফ্রি নিতে পারবে। আর ফ্রি ২০/৪০ টাকা দিয়ে সে তার নিজের নম্বর কিংবা অন্য যেকোন জিপি প্রি-পেইড নাম্বারে FlexiLoad করতে পারবেন। তবে একাধিক MobiCash একাউন্ট তৈরী করে (ভিন্ন ভিন্ন নাম্বার থেকে) যতবার ইচ্ছা একই নাম্বারে কিংবা আলাদা নাম্বারে রিচার্জ করা যাবে। তবে একই নাম্বারে দ্বিতীয়বার বা পরবর্তী বার রিচার্জের জন্য নুন্যতম ১০ মিনিট অপেক্ষা করতে হবে। কেননা FlexiLoad এর নিয়ন অনুযায়ীে একই নাম্বারে দ্বিতীয়বার রিচার্জের জন্য অন্তত ১০ মিনিট দেরি করতে হয়। যাইহোক এবার দেখে নিন কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন এবং ২০/৪০ টাকা রিচার্জ করবেনঃ-বিকল্প পদ্ধতী (৪০ টাকারর জন্য)

পদ্ধতী-১

১. মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন "Tket" আর পাঠিয়ে দিন 1200 নাম্বারে।

২. এরপর *777# ডায়াল করে ৩ নম্বর থেকে 3.My Mobicash থেকে 3.Balance Enquiry নির্বাচন করুন, ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 0000 চারটা শূন্য দিন। ব্যাস ২০ টাকা এসে গেছে মোবিক্যাশ একাউন্টে।

৩. এবার আবার *777# ডায়াল করে পিনকোড পরিবর্তন করুন, ও আবার ব্যালেন্স চেক করুন  আরো ২০ টাকা পেয়ে যাবেন।

৪. এবার *777# ডায়াল করে FlexiLoad করুন সর্বোচ্চ ৪০ টাকা।

বিঃদ্রঃ অবশ্যই ব্যালেন্স চেক করতে হবে নাহলে ফ্রি টাকা আসবে না! প্রতিটা কাজের পর অবশ্যই ব্যালেন্স চেক করুন, অতপর FlexiLoad করুন।

পদ্ধতী-২

১. প্রথমে আপনার জিপি নাম্বার থেকে ডায়া করুন *777#

২. এবার নতুন একাউন্ট তৈরীর জন্য ১ (এক) নির্বাচন করুন। (কোন টাকা কাটবে না)

৩. চার সংখ্যার একটি পিনকোড দিন, নিশ্চিত হওয়ার জন্য পুনঃরায় পিনকোড দিন।

এবার দেখুন আপনার নম্বরটি MobiCash এ রেজিঃ হয়ে গেছে সাথে মোবাইল নম্বরের শেষে ১ টি ডিজিট যুক্ত হয়েছে।

“Your GP MobiCash Account 017xxxxxxxX is created successfully. Do not share your PIN with anyone. Dial *777# to avail services. Call 1200 for help.”

এছাড়াও ফ্রি হিসেবে আপনার MobiCash একাউন্ট এ ২০ টাকা দেওয়া হয়েছে, যা দ্বার আপনি আপনার নাম্বার কিংবা অন্য যেকোন নাম্বারে রিচার্জ করতে পারবেন। ফ্রি ২০ টাকার জন্য নিচের মেসেজটি আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন। মেসেজ আসার পর ঐ টাকা রিচার্জ করা যাবে।

“Congratulations! Bonus amount 20.00 BDT has credited to your wallet for Registration With MobiCash.”

এবার ঐ ২০ টাকা দিয়ে FlexiLoad করার জন্য ডায়াল করুন *777#

১. তার পার FlexiLoad এর জন্য ১ চাপুন

২. প্রি-পেইড অপশন নির্বাচন করুন

৩. নিজের নাম্বারের জন্য "own" অথবা অন্য নাম্বারের জন্য other সিলেক্ট করুন।

৪. অন্য নাম্বারে রিচার্জের জন্য নাম্বারটি লিখুন

৫. টাকার পরিমান লিখুন। (অবশ্যই ২০ টাকার বেশি লেখা যাবে না)

৬. এবার MobiCash পেনকোড দিয়ে ওকে করুন আর ৩০-৬০ সেকেন্ড অপেক্ষা করুন। দেখুন রিচার্জ হয়ে গেছে ইনশ-আল্লাহ।

আর  MobiCash থেকে রিচার্জ করার জন্য আরোও পাচ্ছেন ৫% জিপি-জিপি টকটাইম। চেক করতে ডায়াল করুন *566*8#

Dear Customer, Thank you for purchasing Flexiload from MobiCash wallet. You have received 5% GP-GP bonus talk time. Please dial *566*8# to check bonus talk time.

২০ টাকা পেলে অন্তত ২০ পয়সার টিউমেন্ট চাই, হবে তো?

Level 0

আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Try kora dakhi. Kaj hola thanks

    ভাই মানবেন্দ্র মন্ডল, আসলে আমি নিজে ২ টা সিমে পাইছি তাই শেয়ার করলাম। ভূয়া তথ্য আমি কখনো শেয়ার করি নাহ

আমি পেয়েছি………..

বাহ, খুশির কথা @আলাউদ্দিন মামুন

gp ta chara onno oparator a ki ai tk load kora jaba?

    না ভাই অন্য অপারেটরে হবেনানে! কেননা মোবিক্যাশ জিপি’র নিজস্ব সার্ভিস।

আব্বে কয় কি? আপনিও দেখি পেয়ে গেছেন!

amio paisi, thanks 😀

kaj korche……………. Many Many Thanks

যাক, আপনিও তাহলে পেয়েছেন। তা কয়টা সিমে নিলেন ভাই?

Insurance service astese

Level 0

ধারুন তো! আমি এখন ও ট্রাই করিনি, আচ্ছা কতদিন থাকবে এই অফার?

ভাই আপনি বলছেন Mobi Cash, *777# ডায়াল করলে দেখায় Insurance service!! What’s the prob?

    Mobi Cash, *777# ডায়াল করলে দেখায় Insurance service!! What’s the prob

জিপি তাদের পদ্ধতী পিরবর্তন করায় বিপল্প পদ্ধতী দেওয়া হলো।

যাদের USSD মেনু হতে কাজ না হচ্ছে তাদেরকে ১ নং পদ্ধতী ব্যবহার করার জন্য বলা হলো, এতে আপনি ২০ টাকার ডবল মানে ৪০ টাকা পেয়ে যাবেন।

আচ্ছা এই টাকার কি মেয়াদ আছে?? মানে পরে রিচায করা যাবে??

পরে অফার নাও থাকতে পারে, তাই নগদ রিচার্জ করাই উত্তম।

আমার পাসওয়ার্ড পরিবর্তন হচ্ছে না । প্লিজ হেল্প……

    এই এসএমএস আসছে আমার…
    Congratulations! Bonus amount 20.00 BDT has credited to your wallet for Registration With MobiCash.

হ্যা এবার ওটা দিয়ে FlexiLoad করতে পারবেন যে কোন নাম্বারে।

অনেক অনেক ধন্যবাদ ।
সবগুলো সিম এ পাইছি

🙂

Level 0

vaia amar 1200 te sms failed dekhay r *777# dial korle registration er kono option ase na……plz help

ভাই একাউন্ট তৈরি হয়েছে কিন্তু কোন টাকা আসে নাই….

Offer was CLOSED!!!!
Offer was CLOSED!!!!
Offer was CLOSED!!!!
Offer was CLOSED!!!!
Offer was CLOSED!!!!
Offer was CLOSED!!!!