বাংলা লিংকের এসএমএস চেইন – মজাই মজা!

আজকে বাংলালিংকের (Banglalink) মজার একটা জিনিস খুঁজে পেলাম যার নাম আমি দিয়েছি এসএমএস চেইনিং ( SMS Chaining)। যার মাধ্যমে আপনি মজার মজার এসএমএস পেতে পারবেন আপনার মোবাইলে একদম ফ্রি।

কিভাবে?

  • প্রথমে যে কোন বাংলালিংক নম্বর থেকে 01924 420 420 নম্বরে ডায়াল করুন।
  • ডায়াল করলে শুনতে পাবেন "আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে..."
  • কলটি কেটে দিন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
  • দেখবেন আপনার মোবাইলে একটি মজার এসএমএস এসে পড়েছে।
  • এবার এই এসএমএস এর ভেতরে একদম শেষের দিকে পেয়ে যাবেন একটি নম্বর। এবার এই নম্বরে ডায়াল করুন।
  • আবার আগের মত  "আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে..." শুনতে পাবেন।
  • কলটি কেটে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে ফরতি এসএমএস এ পেয়ে যাবেন আরও একটি নম্বর।

এভাবে একের পর এক এরকম মজার এসএমএস আসতে থাকবে আপনার কাছে। যার প্রতিটির শেষে থাকবে একটি নম্বর আর সেই নম্বরে ডায়াল করে লাইন কেটে দিলে পাবেন আর একটি মজার এসএম এস... এভাবে চলতে থাকবে।

তবে..

  • এসএমএস এ সবসময় সরাসরি  নম্বর নাও থাকতে পারে। কোন নম্বরে ডায়াল করবেন তার ক্লু থাকতে পারে। যেমন আমার একটা এসএমএস এ কিছু বাইনারি নম্বর দিয়েছিল যার ডেসিমেল ভ্যালু বের করে আমাকে নম্বর টি বের করতে হয়েছিল।
  • নম্বর ডায়াল করতে করতে একসময় গিয়ে আর এসএমএস আসবে না। তখন বুঝতে হবে যে আপনার মোবাইল নম্বরের জন্য এসএমএস চেইনিং (SMS Chaining) শেষ হয়ে গিয়েছে। আমি ভিন্ন ভিন্ন বাংলালিংক নম্বর থেকে ডায়াল করে দেখেছি একএক নম্বর একএক সময়ে চেইনিং বন্ধ হয়ে যায়। যেমন: আমার নম্বর থেকে ১৭ টি SMS আসার পর আর আসে নি। আবার আরেকটি বাংলা লিংক নম্বর থেকে ২১ টি এসএমএস আসার পর আর আসেনি।

আমি জানি না বাংলালিংক কেন বা কীভাবে এই সার্ভিসটি দিচ্ছে। বাংলালিংক এই সার্ভিসটি যে কোন সময় বন্ধ করে দিতে পারে। তাই আপনার ক্ষেত্রে কাজ না করলে, কাজ হয় না, হচ্ছে না এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন।

তো বাংলালিংকওয়ালারা শুরু করে দিন এসএমএস চেইনিং আর সংগ্রহ করুন মজার মজার সব এসএমএস। জানান আপনার কতটি এসএমএস পাবার পর এসএমএস চেইনিং (SMS Chaining) বন্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই মন্তব্য করুন।

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

i got 5 SMS..

Level 0

Ring হয়!

ring hoi

Level 0

ভাই কল দিলে রিং হয় কেন?
আমি এই প্রসেস টা নিয়ে আমি খুব আগ্রহী একটু ব্যাপারটা জানান প্লিজ।

Level 0

আমি কল করেছিলাম। sms আসা শুরু করছে। অনেক ধন্যবাদ ।

Level 0

sms আসা শুরু করছ……………….

pls bainary sms tar desimal aktu dia den [email protected]

Level 0

বাইনারী নাম্বার টা হল 01919459612. ভাই আমি 31 টা পাওয়ার পর যকন 32 তম নাম্বারে ফোন দিলাম, সেটাতে রিং হয় এবং সেখান থেকে callback করে একটা মেয়ে……………………………………………………..

KOTIN EKTA POLICY…………

ami 28 ta pailam. ar mone hoi sobai soman sms e paben jodi clue theke thik vabe number ber korte paren karon amar binary naumber ta sakil vaier number er sathe match korche jate mone hoi sob code eki skail vai ki 15AIP15H15ET theke ki number a call disen janaben ba eai sms paisen kina? O bosso amar vul o hoite pare.

ami code ta theke phone disi 01916185520 soho aru bes koekti number a.

Bai, Ami to Bidese aci. Bides theke kivabe SMS paite pari. Aktu janale kusi hobo.

আমি 5টা পাইছি….আর পঞ্চম এস.এম.এস হইতে প্রাপ্ত নাম্বরে কল দিয়ে দেখি রিং হয়….

Level 0

মাত্র 5টা এসএমএস পেলাম।

Level 0

ভাই আমি 36 টা এস.এম.এস পাওয়ার পরে লাস্ট এস.এম.এস. একটা নাম্বার সরসরি দেয়াছিল তাতে ফোন দেবার পর একজন ভদ্র লোক রিসিভ করে নাম্বার টা হল 01920166433। এটাই লাস্ট নাম্বার। এটার পর আর এমন হবে না। আর এটা বাংলালিংকের কোন সার্ভিস না সীমের মালিক এটা করে রাখছে তার বিভন্ন নাম্বার দিয়ে। তার বতর্মান নাম্বারটা হল 01920166433। তাই এই রহস্য এখানে ই শেষ।

15AIP15H15ET কোড পাইছি এর নাম্বারটা হল 1916080520

দারুণ একটা ব্যাপার। আমি একটা পেয়েছি। নাম্বারও পেয়েছি।

ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য। তবে এটা নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো। নাহয় আবার বন্ধও হয়ে যেতে পারে 🙁

Level 0

Stupidity!!! আমাদের মানিষকতা কোথায়!!!

Level 0

Apner tune ta kore khub moja pelam..thank you..5 ta sms er por notun number e ring hoisilo,but tarporo sms aseche…

আজব!! ওই নাম্বরে কল দিলাম .. কেটে দিয়ে ব্যক করেছ . হ্যলো বল্লাম .. কেটে দিল !!! মানেটা কি ??

Level 0

এটা বাংলালিংক এর মিসড কল এলার্ট অপশন এর Out of office notification. যে কেউ ইচ্ছা করলে এটা করতে পারে…. শুধু বাংলালিংক থেকে কল দিলেই এটি পাওয়া যাবে।

কল যেয়ে সংযোগ কেটে যায় কিন্তু কোন এস এম এস আসেনাই 😐

try kori dekhi ki hoy….tobe tune korar jonno thanks…

আমিও পেয়েছি :-))

Level 0

taka kate naki….

ভাই এখনো আসে।