আজ আপনাদের সাথে একটি জটিল চায়না মোবাইল সেট এর পরিচয় করিয়ে দিব। সারা বিশ্ব কে তাক লাগিয়ে দিতে উঠে পরে লেগেছে CHINA BRAND MOBILE কোম্পানি গুলো, আগে অনেকের কাছে অপরিচিত থাকলেও মোবাইল এর ভাল কোয়ালিটি কারনে ধারনা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে মোবাইল জগতে সারা বিশ্বে একতছত্র অধিপতি হচ্ছে চায়না মোবাইল কোম্পানি গুলো । আজ একটি মোবাইল নিয়ে আলোচনা করব যার নাম XIAOMI REDMI NOTE 2। আসুন এর বিস্তারিত দেখে নেয়া যাক,
XIAOMI REDMI NOTE 2 তে অপারেটিং সিস্টেম হল MIUI V7 । এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে :MTK X10 eight-core 64-bit processors,Standard Edition MTK X10 eight-core 2.0 GHz processor,High version MTK X10 eight-core 2.2 GHz processor
Power VR G6200 graphics processor
XIAOMI REDMI NOTE 2 তে রয়েছে ডুয়েল সিম। দুই সিমেই ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে।
XIAOMI REDMI NOTE 2 তে রয়েছে 5.5 inches Full HD 1920 x 1080 ডিসপ্লে, যার রেজুলেসন ১৯২০x১০৮০, ৪০০ পি.পি.আই যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা।
XIAOMI REDMI NOTE 2 তে ব্যবহার করা হয়েছে সব চাইতে ভাল মানের ১৩ মেগা পিক্সেল Samsung ক্যামেরা । সামনে 5 Megapixel যা দিয়ে ভিডিও কল করতে পারবেন।
XIAOMI REDMI NOTE 2 এর বডি 152 x 76 x 8.3 mm মিলিমিটার তার মানে 152 মিলিমিটার উচ্চতা, 76 মিলিমিটার প্রস্থ, আর মাত্র 8.3 mm পুরত্ত।
XIAOMI REDMI NOTE 2 সেট এ বিল্ট ইন ১৬ /৩২ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আর ও আছে ২ গিগাবাইট DDR3 র্যাম। যা আপনাকে যেকোনো ভাল মানের গেম খেলার নিশ্চয়তা দিবে।৩২ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে।
XIAOMI REDMI NOTE 2 সেট এ ব্যবহার করা হয়েছে ৩০৬০ মিলিএম্পিয়ার ব্যাটারি। এতে আরও ব্যবহার হয়েছে, আই আর রিমোট কন্ট্রোল। যা দিয়ে টিভি, এসি সহজে চালানো যাবে।
সেট এর দাম মাত্র ১৬ জিবি ১৬০০০ ও ৩২ জিবি ১৮২০০ টাকা।
আরও জানতে, http://www.facebook.com/jotilmobile2013
আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
good mobile for low cost 😉