মাইক্রোসফট্ অফিসের ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল এর ফাইলগুলি দেখুন Quickoffice সফট্ওয়ারটির দ্বারা নোকিয়ার S60V5 ভার্সনের সেটগুলোর জন্য।

আমি আপনাদেরকে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার দেব। তার নাম Quickoffice। এই সফট্ওয়ারটির দ্বারা আপনি মাইক্রোসফট্ অফিসের ডোকুমেন্ট, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট ফাইল তৈরী, সম্পাদনা ও দেখতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়টি হল আমার প্রদত্ত ভার্সসনটিতে মাইক্রোসফট্ অফিস 2007 ও 2010 সহ পুরোনো সব ভার্সগুলির ফাইলসহ সাপোর্ট করে। তৈরী এবং সম্পাদনা করার জন্য এটিতে কিনতে হয় কিন্তু আমি আপনাদেরকে এটির ফুল ভার্সন দেব। তবে ফুল ভার্সন ব্যবহার করার জন্য নিজের সবগুলি কাজ ঠিকমত সম্পন্ন করতে হবে। আর যদি ট্রাইল ব্যবহার করতে চান তাহলে লিংক দেওয়া আছে ডাউনলোড করে নিবেন। ট্রাইল ভার্সনটিতে শুধু  ফাইলগুলি দেখা যাবে কিন্তু এডিড বা নতুন কোন ফাইল তৈরী করতে পারবেন না।

যারা ঝামলা না করে ট্রাইল ব্যবহার করতে চান তারা নিচের লিংকটিতে ক্লিক করুন।

http://support.quickoffice.com/downloads/S60/QO/6_2/S6050/SA_PRO_EFIGS_QO_6.2.240_AM_S605.0.sis

ফুল ভার্সন এর জন্য ডাউনলোড করে নিন ‍ঃ

1। http://www.mediafire.com/?tna2dty1qiy

2। http://www.mediafire.com/?lztdainvhyz

আসুন তাহলে দেখা যাক ফুল ভার্সন ব্যবহার করার জন্য কিভাবে সফট্ওয়াটি ইন্সটল করতে হবে।

1। উপরের দেওয়া লিংকগুলি থেকে প্রতিটি সফট্ওয়ার ডাউনলোড করে সাইন করতে হবে (আপনার সেটটি হ্যাক করা থাকলে সাইন করার প্রয়োজন নেই।)

**  https://www.techtunes.io/mobileo/tune-id/35781/ (সফট্ওয়ার সাইন করার জন্য)

** https://www.techtunes.io/mobileo/tune-id/33596/ (হ্যাক করার জন্য)

2।  তারপর প্রথম এটাচমেন্ট থেকে Quickoffice  -এর 4  নম্বর Version - টি Install  করুন।

3। Version 4 ইন্সটল করার পর  আপনাকে version 6 টাও ইন্সটল করতে যা আমার ওই Attachment টাতেই দেওয়ার আছে।

4। 2 নম্বর লিংকটি থেকে আবার আপনাকে version 6.02 টি ইন্সটল করতে হবে। তানাহলে মাইক্রোসফট্ অফিস 2007 ও 2010 এর ফাইল সাপোর্ট করবে না। এবং ফুল ভার্সনও হবে না।

5। উপভোগ করুন।

সফট্ওয়াটির স্কিনশর্ট দেওয়‍ার কোন প্রয়োজন মনে করলাম না তাই কোন স্কিনশর্ট দেওয়া হল না।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ। সফট্ওয়াটির স্ক্রীণশট দিতে পারলে ভাল হত।

    চেষ্টা করেছিলাম। কিন্তু সময় পাইনি মোবাইল থেকে স্ক্রিনশর্ট নেওয়ার। ধন্যবাদ।

হুম সাইফুল ভাই, দেখলাম আপনার টিউনটা। আমি অবশ্য কোন ঝামেলা ছাড়াই সোজা ইন্সটল করার জন্য Quickoffice এর ২টা ভারসন দিয়ে টিউন করেছিলাম আগেই, চাইলে দেখতে পারেন।

https://www.techtunes.io/mobileo/tune-id/36576/

আপনার কাছে Adobe Reader LE টা ফুল ভারসন হবে? খুবই দরকার রে ভাই, থাকলে একটু শেয়ার করতে পারবেন?

    আচ্ছা আপনারটা কি ফুল ভার্সন ছিল?
    আপাতত আমার কাছে Adobe Reader এর ফুল ভার্সনটা নেই কিন্তু পেলেই এটি নিয়ে টিউন করব। আর হ্যা আপনি কোন ব্রান্ডের কোন মডেলের সেট ব্যবহার করেন?

    আমারো দরকার। আমি trial ভারশন use করি। খুব একটা ভালো লাগলো না Adobe Reader LE। মনে হয় অন্য কোন reader আরো ভালো ভাবে PDF read করতে পারে। Please একটু খোজ করেন।

    হুম ভাই সাইফুল, যেটা ২০০৩ এর জন্য, সেটা ভিউয়ার+এডিটর। আর যেটা ২০০৭ এর, সেটা হল ভিউয়ার, এডিটর নাই, তবে এডিটর খুব একটা দরকার আছে বলেও মনে হয় নাহ, দেখতে পারলেই অনেক ! দুটোর যেটা ইচ্ছা সোজা ইন্সটল করে নিলেই হবে, কোন ট্রায়াল না।

    আমার টা নকিয়া ৫২৩৩। আপনার টা কি নকিয়া ৫৮০০?

    আমি যেই ভার্সনটা 2007 এর জন্য দিয়েছি সেটাতে তৈরী, এডিট ও দেখতে পারবেন।
    আমারটা আপনার থেকে 3 (তিন) মডেল কম।

Level New

Thankss saiful vai…………

For latest symbian v3 and v5 software and game……

http://oveislam.blogspot.com/

সুন্দর টিউন সাইফুল ভাই।…………….
পরে কাজে লাগবে । তাই প্রিয়তে….

vai ata ki nokia 5800 te kaj korbe….thanks

Level 0

ধন্যবাদ ভাইয়া, সংগ্রহে রাখলাম।। প্লাগইনসটির Noiseware Professional Plugins V4.2 (build 4205) ক্র্যাক এর ডাউনলোড লিংক টা দেন তাহলে খুবই উপকৃত হব।

    দুঃখিত ভাইয়া আমার কাছে আপনার কাঙ্খিত সফট্ওয়ারটি নেই।

s60 v3 এর জন্য এটার ক্রাক আছে আপনার কাছে?