পাল্টে ফেলুন আপনার নোকিয়া S40 সিরিজের সেটের যেকোন থিম নিজের ইচ্ছেমত!!!!(আপডেটেড স্ক্রিনশটসহ)

অবিশ্বাস্য! এই মহা অকৃতজ্ঞের প্রথম টিউনটিকে এতটা গুরুত্ব দেয়ার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

আজ আমি আপনাদেরকে থিম এডিট সম্পর্কে বলব। এজন্য আপনার দরকার একটি কম্পিউটার, একটি আনজিপার সফট যেমনঃ Winrar, কার্ড রিডার অথবা ডাটা ক্যাবল আর আপনার নোকিয়া S40 সিরিজের সেট(হাঃ হাঃ)। প্রথমেই আপনি যে থিমটি এডিট করতে চান সেটি কম্পিউটারে Save করুন। এবার Folder Options এ গিয়ে “Hide extensions for known file types” Option টির চেকমার্ক তুলে দিন। এবার আপনার টার্গেট থিমটিকে .zip এ রিনেম করুন।

মনে করি, থিমটির নাম Amir&Arman.nth তাহলে এর নাম করতে হবে Amir&Arman.zip । দেখবেন এর আইকন পাল্টে গেছে। এবার Amir&Arman.zip এ Right ক্লিক করে Extract files এ ক্লিক করুন।


তাহলে Amir&Arman নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। ফোল্ডারটিতে প্রবেশ করুন। কি দেখলেন... থিমটিতে ব্যবহার করা সব ছবি, টোন আছে ফোল্ডারটিতে।

বুঝতেই পারছেন এখন আপনার করণীয়। শুধুই প্রতিস্থাপন(Replace), তবে মনে রাখবেন নাম পাল্টাতে পারবেন না কোন কিছুর (তাহলেই হয়ছে! আপনাকে theme_descriptor.xml ফাইলটি এডিট করতে হবে। সে আরেক মহা ঝামেলা। পরবর্তীতে আমিই বলব এটার কেরামতি)। আরেকটা কথা, ছবি গুলোর Dimension আপনার মোবাইলের Resolution অনুসারে পাল্টে নিতে হবে। এটা mspaint  দিয়ে খুব সহজেই করা যায়।


ছবিটিকে mspaint এর মাধ্যমে খুলুন>Resize সিলেক্ট করে horizontal(যেমনঃ ২৪০) এবং Vertical(যেমনঃ ৩২০) সাইজ সেট করে নিন (ও Maintain Aspect Ratio আনচেক করে দিবেন)>এরপর Save As এ ক্লিক করে কাঙ্কিত .jpg ইমেজটি Replace করুন।

প্রতিস্থাপন পর্ব শেষ হলে ফোল্ডার এর ভেতরের সব ফাইল একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন, লিস্ট থেকে Add To Archive এ ক্লিক করুন Archive Format এ Zip সিলেক্ট করে ok করুন।

যে জিপ ফাইলটি তৈরি হল তাকে আবার .nth এ রিনেম করে ফেলুন এবং আপনার মোবাইলে নিয়ে Apply করুন।

ওহ, আপনার তৈরি থিমটির এবার একটি নামকরন করে ফেলুন মোবাইল থেকে। ব্যাস।

প্রথম টিউনের মত ছোট শর্টকাট দিব এবার...। আপনার যদি আনলিমিটেড(!)ইন্টারনেট থাকে তবে OwnSkin.Com থেকে পছন্দ মত থিম তৈরি করতে পারবেন। সাইটটিতে আপনার ছবি আপলোড করে থিম বানাতে পারবেন (সাইটটি এত সোজা যে যে কেউই এটি ব্যবহার করতে পারবেন। আলাদা করে বলার কিছু নাই। তবে কারো সমস্যা হলে বলবেন।)

আমি নোকিয়া ৫১৩০ এক্স.মি. ব্যবহার করি তাই আমার টিউন গুলো জাভা সাপোর্টেট S40 সেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেজন্য আমি দুঃখিত। তবে আমার বিশ্বাস প্রায় সব নোকিয়া সেটে এটি কাজ করবে।

Level 0

আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

স্বপ্ন দেখতে ভাল লাগে। স্বপ্ন দেখি একদিন বিখ্যাত হবো। লোভ নেই, আশা আছে। চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ভালোবাসতে জানি, ভালোবাসি হাসিমুখ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    কাজে লেগেছে কি লাগে নি বললেন নাতো। আগে থেকেই জানতেন মনে হয়।

যদি স্কিন শর্ট দিতেন তবে আরত্ত সহজে বুঝতে পারতাম। …………..

এতে সবাই বুঝতে ভাল হত।
তবু জটিল একটা জিনিস শিখিয়েছেন……..এর জন্য ধণ্যবা……

মন্তব্য দেত্তয়ার পর আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তৈরী করতে। আপনি যদি “theme_descriptor.xml ফাইলটি এডিট করতে হবে। সে আরেক মহা ঝামেলা।”
এই নিয়ে বিস্তারিত জানানঅতি তাড়াতাড়ি তাহলে অনেক ভাল হত।
আর যদি স্কিন শট দিলে আরত্ত ভাল করে বুঝতে পারব । আশা করি আপনি তা করবেন

    স্ক্রিনশট দিলাম। কেমন হল বলবেন। ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবাদ।

চমৎকার হয়েছে..ভাই……..
আমাকে একটু ,ms paint এর ডাউনলোড লিংকটা দেন। ্এই সফটটা খুজে পাচ্ছি না…..

    ভাই ডাউনলোড কেন করবেন। এটাতো বাই ডিফল্ট আপনার পিসিতে আছে। Windows হলে start > Progams > Accessories > paint এ গেলেই পেয়ে যাবেন। ধন্যবাদ।

আরে তোমরা দুজনই একসাথে যে। আর টিউনটা দারুন হয়ছে।

    আপনাকে ধন্যবাদ।আমরা আমাদের বন্ধুতের জন্য সব সময় একসাথে কাজ করি

দারুণ হয়েছে