চার্জ সম্পন্ন হয়ে গেলে অটোমেটিক কথা বলে জাগিয়ে দেবে আপনার মোবাইল

উপরের শিরোনামটি শুনে অবাক হচ্ছেন?? এখ‍ানে অবাক হওয়ার কিছুই নেই । কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বললেই চলে। তাই আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর সফট্ওয়ার-এর সাথে পরিচয় করিয়ে দেব। সফট্ওয়ারটি একদম বিনামূলের আর মজার ব্যাপারটা হল এটিকে সাইন করে ঢুকানোর কোন ঝামলা নেই।

আসুন তাহলে দেখা যাক সফট্ওয়ারটির কিছু স্কিনশর্ট ‍ঃ

স্কিনশর্টগুলোতে দেখা হল এখন সফট্ওয়ারটি সম্পর্কে কিছু তথ্য ‍ঃ

এটি একটি ফ্রি সফট্ওয়ার। এটি মুলত আপনাকে আপনার ইলেকট্রিসিটির (বিদ্যুৎ) সাশ্রয় করার জন্য তৈরী করা হয়েছে। যখনি আপনার মোবাইলের চার্জ সম্পন্ন হয়ে যাবে তখনই সফট্ওয়ারটি আপনা-আপনিই একটা কন্ঠস্বরের মাধ্যমে আপনাকে জাগিয়ে দেবে এবং চার্জার আনপ্লাগ করতে বলবে। কি খুব সুন্দর না??

তাহলে নিচের লিংকটি থেকে ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/download.php?u6ebmrudd9c23ij

এই সফট্ওয়ারটি নোকিয়ার ‍s60v3 ও s60v5 - এর সবগুলো মোবাইল ছাড়াও নিম্নবর্ণিত সেটগুলোতে সাপোর্ট করবে ‍ঃ

Nokia : 3250 XM, 5230, 5233, 5320 XM, 5500, 5530, 5700XM, 5800XM, 6110Nav,  6120c,  6120s,  6122c,  6210Nav,  6220Nav,  6650F,  6124, 6290, E50, E51, E60, E61, E61i, E62, E63, E65, E66, E70, E71, E90, N71, N73, N75, N76, N77, N78, N79, N80, N81, N82, N85, N86, N91, N92, N93, N93i, N95, N96, N97, X6, X3, C6 ইত্যাদি।

Sumsung : I458, I450, I408, I400, I520, I550, I558, I560, I586, i7110, I8510, G818E, G810, L780, L788, L878E, innov8

Sony Ericsson : G702, M608c, P1c, P1i, P5i, P990, W950, W958c, W960, G900

Motorola : Z8,  Z10

*******************আমার সবগুলো টিউন দেখতে এখানে টোকা মারুন*********************

সবশেষে দুইটি এনিমেশন সহ উপদেশ ‍ঃ

gsmindiarulez8idyp5 Nokia Touch Mobile Game Review    এবারের গেম Infinite Dreams SkyForce II Reloaded | Techtunes

mujtabadz6re8 Nokia Touch Mobile Game Review    এবারের গেম Infinite Dreams SkyForce II Reloaded | Techtunes

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফটটি ভালই মনে হইতেছে কিন্তু ডাউনলোড করতে পারলামনা অনেক চেষ্টা করেও যদি পারেন মিডিয়া ফায়ারে আপলোড করে দেন।
ধন্যবাদ টিউনের জন্য।

    আপনি এখান থেকে ডাউনল্ড দিতে পারেন http://www.general-search.net/go/2945699703

    ধন্যবাদ আতাউর ভাইয়া। আসলে তখন মিডিয়াফায়ারে আপলোড করার খুব চেষ্টা করেছিলাম কিন্তু আপলোড করতে পারি নাই। তাই 4সেয়ার্ড এ আপলোড করেছিলাম।
    তবে এখন সমস্যা নেই তাই মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। ইনশাআল্লাহ ডাউনলোড করতে পারবেন।

    @আতাউর রহমান ভাইয়া, আপনি কোন ব্রান্ডের কোন মডেলের সেটটি ব্যবহার করেন তা কি জানতে পারি?
    জানালে আমার পক্ষে সুবিধা হত। কারণ আপনি খুবই ধার্মিক, তাছাড়া আপনি আমার বাবার বয়সী এবং আমার বাবাও আপনার মতই ইসলামিক মাইন্ডের, আমার বাবার জন্য আমি অনেক ইসলামিক সফট্ওয়ার ডাউনলোড করি, তাই আমার ইচ্ছা আছে আপনাকে নতুন নতুন ইসলামিক সফট্ওয়‍ারগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার।

    Level 0

    নিন Mediafire থেকে ডাউনলোড করে মনে শান্তি আনুন ।।

    http://www.mediafire.com/?obg9xizl3al

    ধন্যবাদ মিডিয়া ফায়ারে আপলোড করে দেওয়াতে,এখন ডাউনলোড করেছি,
    আমি বর্মানে Nokia N70 ইউজ করিতেছি,তবে নিকটেই আরেকটি মোবাইল কিনার সম্ভাবনা আছে এবং সেটাও নকিয়া হওয়ার সম্ভাবনাই বেশী,

    নোকিয়া X6 নিয়েন। Full Touch।

আল-আমিন says: ১ নভেম্বর, ২০১০ at 7:24 অপরাহ্ন
আমি কান ধরে তওবা করছি আমি আর এ্যাড দেবো না।আপ্নাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি।

*****কোনটা সত্যি??????????

এই সব পাগল ছাগল টেকটিউনসে আসে কেন ?

সুন্দর টিউন ভাই । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

ami eta onek aage theke use kori.
USEFUL EI SOFTWARE SOMPORKE SOBAIKE JANANOR JONNO OOSONKHO
THANKZZZZZZZZZZZZZZZZZZZZZ………………………………………………………………………

Level 0

the link is not working…. cant download…. …:(

ভাল লাগল…………..কিন্তু আমার ২৭৩০ সেটে মনে হয় কাজ হবে না তাই দু:খিত হলাম……………….পরবিতে s60 সেট কিনলে কাজে লাগবে। চালিয়ে যান। অনেক ধন্যবাদ…..

    আপনারটা S40 তাই 100% কাজ করবে না।
    পরবর্তিতে কিনলে ডাউনলোড দিয়েন। ধন্যবাদ।

মামা জটিল হইছে কিন্তু আমি তো এখন কোন নোকিয়া ব্রান্ডের মোবাইল ব্যবহার করতেছিনা তাই ডাউনলোড করলাম না। একটি মজার সফটওয়ারের সাথে পরিচয় করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ………….

    আচ্ছা ঠিক আছে। তুই মোবাইল কিনলে আমি সরাসরি তোর মোবাইলে ইন্সটল করে দিব। টেনসন করিস না।

যদিও টিটি তে আমি অতি নগন্য একজন মানুষ তবুও আমার মনে হয় টিটি একটা সেবামুলক প্রতিষ্ঠান। এখানে যারা পোষ্ট করে তারা অত্যন্ত মহানুভব ব্যাক্তি, তারা আমাদের মত মানুষদের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু এটাকে অনেকে ব্যাবসা হিসেবে দেখেন। অনেক কেই দেখি এড দিতে আবার অনেকেই দেখি ভুয়া বিভিন্ন বিষয় দিয়ে টাকা কামানোর ধান্দা করে। সবার কাছে বিনীত অনুরোধ দয়া করে টিটিকে একটি সেবামুলক প্রতিষ্ঠান মনে করেন, যদি ভাল কিছু দিতে পারেন দেন নয়তো চুপচাপ গ্রহণ করেন। অনেককেই দেখি বিভিন্ন পোষ্টে খুব গর্বের সাথে লেখে এটা তো আমি অনেক আগের থেকে ব্যাবহার করি, ভাই যদি আপনি আগেই জানতেন তাহলে আগে আমাদের ও দিতেন, আপনি একা খাবেন আর অন্য কেউ দিলে আবার মাতবরি করবেন এটা কেমন?

ওহ, ধন্যবাদ সাইফুল ভাইকে সুন্দর সফট টা শেয়ার করার জন্য, পরবর্তীতে কাজে লাগবে।

আতাউর ভাইকে সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

পরে কাজে লাগবে ।

চমৎকার টিউন

Level 0

কেরি অন, গুড গোয়িং

ভাই আমার মোবাইল java সাপোর্ট করে এটার কি java ফর্মেটে পাওয়া যাবে?

ভালো হয়েছে ধন্যবাদ সাইফুল ভাই।

Level New

এইটা দেখি অন্য লিঙ্ক

Sky Force II (reloded) by Saiful Islam.sisx

লিঙ্ক তা আপডেট করে দেন ভাই।

    আমি প্রচুর প্রচুর প্রচুর সরি।
    এইবার দেখেন লিংকটা আপডেট করা হয়েছে।
    ধন্যবাদ।

ভাই আমার মোবাইল java সাপোর্ট করে এটার কি java বা jar পাওয়া যাবে?

ডাওনলেডে করলাম ভালই লাগলো। ধন্যবাদ আপনাকে।

Level 0

vai apnake anek thanks khub ekta valo software amar khub valo laglo many many thanks

Level 0

saiful vai amar n 70 er jonno den ebong apanr email ta dento apnar sahte jogajoger jonno?? my mail [email protected]

Level 0

saiful bhai mediafire e soft ta delete ache jodi arekbar soft ta den to valo hoi

linkkkkkkkkkk

tnx