রবির ৯ টাকায় ১ জিবি সম্পর্কে কিছু বিষয়ে ধারনা থাকা আবশ্যক

TT তে এটাই আমার প্রথম টিউন, তাই সকলকে অনুরোধ করব ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। আপনাদের সহযোগিতা আমাকে নতুন নতুন টিউন করতে উৎসাহিত করবে। এবার আসল কথায় আসা যাক।

 

 

রবিতে এই অফার পেতে হলে আপনার সিমটা এই অফারের জন্য প্রযোজ্য কিনা তা আগে দেখে নিন। এ জন্য আপনাকে "A 018XXXXXXXX" লিখে এসএমএস করতে হবে ৮০৫০ নম্বরে। জেনে রাখা ভাল যে অনেক চালু সিমেও এই অফার পাওয়া যাচ্ছে। তাই সকলকেই ট্রাই করে দেখার জন্য বলছি। যদি প্রযোজ্য হয় তাহলে প্রথমে যেকোনো পরিমান টাকা রিচার্জ করে কিছু পয়সা খরচ করুন। মনে রাখবেন, পয়সা খরচ হওয়ার ৭২ ঘণ্টা পর আপনার সিমটা অফার নেওয়ার জন্য প্রস্তুত হবে। এই সময়ের আগে অনেকেই ডাটা কেনার ট্রাই করেছেন কিন্তু না পেরে হতাশ হচ্ছেন।

এবার আসি কলরেট অফারে। এখানেও মনে রাখবেন যে, প্রথমে যেকোনো পরিমান টাকা রিচার্জ করার পর কিছু পয়সা খরচ হওয়ার ৭২ ঘণ্টা পর আপনার সিমটা অফার নেওয়ার জন্য প্রস্তুত হবে। এরপর ঠিক ৯ টাকা রিচার্জ করলেই আপনি এই কলরেট অফার উপভোগ করতে পারবেন।

বি দ্রঃ ডাটা কেনার জন্য কোন নির্দিষ্ট পরিমান রিচার্জ করার প্রয়োজন নেই। অফারের আওতাভুক্ত আছেন কিনা তা চেক করার জন্য বন্ধ সিম থেকেও রিচার্জ করার পূর্বে ফ্রী এসএমএস করা যাবে।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর  শিশু রাজনের জন্য দোআ করবেন।

 

Level 2

আমি ssarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি বর্তমানে এই অফারে নেট ব্যাবহার করছি। মজাই আলাদা……………..

রবি তো খুব চিটার। আমাকে ম্যাসেজে জানিয়েছে আমি পাব ১ জিবি। কিন্ত ডায়াল করার পরও পেলাম না। হেল্প লাইনে ফোন করলাম ওরা বলল, সরি স্যার আপনার প্যাকেজের জন্য এই অফার না। আবার A 018XXXXXXXX লিখে ৮০৫০ তে সেন্ড করলাম আবার দেখালো আমি পাব। আবার *৮৬৬৬*০৯# এ ডায়াল করলাম দেখাল আমার কোড ভুল। :/

    আপনি 844490 ডায়াল করে দেখেন তো 1.18 টাকাতে 200MB পান কিনা । মেয়াদ ১ দিন । এর মধ্যে 100MB Facebool opera এবং 100MB যে কোন কাজে । আমি প্রতিদিন ৫ থেকে ১০ বার নিচ্ছি ।

    Level 2

    Amio erokom problem face koreci. Ager din dekhy j pabo, next din bole pabo na. Abar running sim e pelam.

    ধন্যবাদ ভাই…।

tnx

এই পর্যন্ত ১০ জিবি নিলাম । আরও নিবো ✨

মেয়াদ কয়দিন

সবাই 844490 ডায়াল করে দেখেন তো 1.18 টাকাতে 200MB পান কিনা । মেয়াদ ১ দিন । এর মধ্যে 100MB Facebool opera এবং 100MB যে কোন কাজে । আমি প্রতিদিন ৫ থেকে ১০ বার নিচ্ছি । আপনারাও নিন ।

    ডায়াল করলাম সরাসরি কল যাচ্ছে। এক সময় কল টা রিসিভ হচ্ছে কিন্ত কেউ কথা বলছে না।

      Ghajini ভাই , সকালে আমারও একই সমস্যা হচ্ছিল এবং বিকালে একাই ঠিক হয়ে গেছে । কাল সকালে আবার Try করেন । আশা করি হবে ।

      নূন্যতম একটা ১০ সেকেন্ডের কল করার ৭২ ঘণ্টা পর ৯ টাকায় 1GB অফার চালু হবে । যেমন ৭২ ঘণ্টা পর আজ রাতে আমি পেলাম ।

      ততক্ষণ 844490 ডায়াল করে 1.18 টাকাতে 200MB । মেয়াদ ১ দিন । এর মধ্যে 100MB Facebook opera এবং 100MB যে কোন কাজে ব্যবহার করেন ।

চলতি সিমে কি কেউ পাইছেন

Level 2

Vai Robi ektu matha pagla ache. Amio erokom problem face koreci. Ager din dekhy j pabo, next din bole pabo na. Abar running sim e pelam. Tai r risk na nia sob Robi sim er taka ak sim e transfer kore nia akta sim diai chalacci….

যে ছিমে পাইবার কথা সেটাতে পাইনাই ………আর জেটাতে না পাবার কথা সেটাতে পাইছি… আপ্নারাও এই কওড ডায়াল করে দেখতে পারেন…*৮৬৬৬*০৯# আমি পাইছি………।