আমি এক মহা চোর। এতোদিন টেকটিউনস এ আসতাম আর আপনাদের সবার জ্ঞান কোন কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই চুরি করে চলে যেতাম। (আসলে আমার পিসিতে নেট নাই, মোবাইল থেকে ভিজিট করি। তাই রেজিস্ট্রশন করতে পারি নাই। আজ আমার এক বন্ধুর বাসা থেকে এই পোস্ট করছি)। তাই সবাইকে প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞ্তা জানাচ্ছি।
যারা নোকিয়া ৫১৩০ বা এই প্রকারের সেট ব্যবহার করেন তারা জানেন এই সেটের সবচেয়ে বড় সুবিধা(অসুবিধা) হল এর Music Player । কোন গোপনীয়তাই রক্ষা করা সম্ভব নয় এর মাধ্যমে। কিন্তু এখন আপনার privacy শুধু আপনার। কিভাবে... বলছি শোনেন থুক্কু পড়েন।
প্রথমে ছবি, গেমস, সফটওয়্যার এবং ফোল্ডার এর কথায় আসি এর জন্য আছে FileExplorer। এই সফটয়্যার এর সুবিধা হল আপনি এটা পাসওয়াড দ্বারা লক রাখতে পারবেন। এর কাজ হল আপনার কাঙ্কিত ফাইলটি হিডেন করে রাখা। ডাউনলোড করুন এইখান থেকে।
এরপর আসি ভিডিও আর এম.পি.থ্রি এর কথায় থুক্কু লিখায়। এ কিভাবে সম্ভব...খুব সহজেই সম্ভব। এর জন্য FileLock সফটওয়্যারটি লাগবে আপনার। আর লক করে দিন প্রয়োজনীয় ভিডিও আর এম.পি.থ্রি টি। তাহলেই সেটি আর দেখাবে না Music Player এ।ডাউনলোড করুন এইখান থেকে।
এইবার পড়ুন সবচেয়ে মজার ট্রিক্সটি, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও আর এম.পি.থ্রি টি Rename করলেও Music Player এ। অর্থাৎ Amirsk.mp3 কে Rename করুন এভাবে Amirsk.mp3.zzz আবার Amirsk.3gp কে Rename করুন এভাবে Amirsk.3gp.zzz তাহলেও এগুলো আর Music Player এ শো করবে না। তবে এ ক্ষেত্রে ভিডিও আর এম.পি.থ্রি টি চালানোর জন্য পুনরায় সঠিক নামকরন করতে হবে।
আমি নিজেকে এইজন্যয় চোর বলেছি তার কারন আমি কোন কৃতজ্ঞ্তা প্রকাশ করিনি। কিন্তু উপরের জ্ঞানটুকু আমার নিজের তবু কারো জানা থাকলে কিংবা আগে কোথাও প্রকাশিত হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।
আমি আমির হামজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বপ্ন দেখতে ভাল লাগে। স্বপ্ন দেখি একদিন বিখ্যাত হবো। লোভ নেই, আশা আছে। চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। ভালোবাসতে জানি, ভালোবাসি হাসিমুখ।
ভাল হইছে