মোবাইল হয়ে যাক স্মার্ট ফোন !!

টেকটিউনস এ আমার প্রথম টিউন...
নকিয়ার সিরিজ৬০ ভার্সন ৫ এর একটি মোবাইল কিনলাম কয়েক মাস আগে, কিন্তু কিনেই কস্ট পেলাম, কারন সেখানে আমার সবচেয়ে দরকারি যে সুবিধাটি- মোবাইল অফিস এ্যপ্লিকেশন, সেটাই দেয়া নেই । তারপর থেকে রাতদিন বসে বসে কোথায় না খুজেছি এই সফটওয়্যার টি । আমি দেখলাম বিশেষ করে যারা ভার্সিটির স্টুডেন্ট, তাদের এই জিনিশটা দরকার হয় সবচেয়ে বেশি। অনেক খোজার পর শেষমেষ খুজে পেলাম সেই বহুল আকাংখিত সফটয়ার! তাও আবার একসাথে ২টা ভার্সন! আমি আনন্দে আটখানা !! যেহেতু জিনিশটা সবার মোটামুটি কাজে লাগে, আর অনেকের তো জরুরি দরকার হয়, তাই সবার জন্য মিডিয়াফায়ারে একাউন্ট খুলে আপ করে দিলাম দুটোই! কাজে লাগলে অনেক ভাল লাগবে।
১)  Office Suite for MS 2003 & Earlier.sisx
http://www.mediafire.com/?u189vp21f97v30i

২) Quick Office for MS 2007 & Earlier.sis
http://www.mediafire.com/?1gv4xi34lrpstlp

ছোট্ট অফটপিকঃ নতুন জয়েন করেছি তো, তাই বুঝতে পারছি নাহ । আমার প্রোফাইল পিকচার কিভাবে দিব টেকটিউনস এ?

Level 0

আমি asd wer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে স্বাগতম। টেকটিউনসে………
আশা করি আপনি সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন।

স্বাগতম টেকটিউনসে, প্রথম টিউন ভালোই হয়েছ ।

ভাল টিউন হয়েছে। ধন্যবাদ। প্রোফাইল পিকচার আগে টেকটিউনস থেকেই সেট করা যেত। এখন কোন একটা সমস্যা হয়েছে। আপনি সমাধানের জন্য আপাদত এই টিউন দেখুনঃ https://www.techtunes.io/webware/tune-id/36249/

সুন্দর হল, ভাল লাগল, দরকারী, কাজে আসবে ধন্যবাদ.
http://boutytips.blogspot.com/

আপনাকে অভিনন্দন জানাই!! টিউনের ঝুড়ি নিয়ে ঝাপিয়ে আসুন।

এই সফটওয়ার এর জন্য কোন অপারেটিং সিস্টেম লাগবে? Nokia 6303i তে কি এটা ইনস্টল করা যাবে?

    নকিয়ার সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের সিরিজ৬০ আর ভার্সন৫(টাচ ফোন) গুলোতে কাজ করবে সুধু।

ভাল হয়েছে । ছবি সমস্যার সমাধান আপাতত https://www.techtunes.io/webware/tune-id/36249/ এখানে

ভাই টিউনটা আশা করছি অনেকের কাজে লাগবে। কিন্তু ভাই টাইটেলটা ঠিক এ্যাপপ্রপিয়েট মনে হল না। কারণ আপনি যেটা দিয়েছেন সেটা কেবল স্মার্ট ফোনেই ব্যবহার যোগ্য। অর্থাৎ আপনার ফোনটি স্মার্ট ফোনই আছে। জাস্ট সেটা অফিসের কাজের উপযোগী হয়ে গেল এই সফ্‌টওয়্যারের সাহায্যে। তবে ভাই খুব কাজের একটা টিউন করেছেন যা অনেকের কাজে আসবে। আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। চালিয়ে যান।

    অভিযাত্রী ভাই, ধন্যবাদ কথাগুলো বলার জন্য। আসলে আমি নিজেও জানি কথাটা ঠিক হয় নি। কারন যেগুলো ইতিমধ্যে স্মার্ট ফোন, সেগুলোতেই এগুলো ব্যবহার করা যাবে। আসলে আমি একটু দুস্টু প্রকৃতির মানুষ তো, তাই দুস্টুমি করে এইরকম টাইটেল দিলাম আর কি! তবে আমার উদ্দেশ্য যাদের জিনিশগুলো আসলে দরকার, তাদের কাছে পৌছে দেয়া। টেকটিউনসে আছি অনেক আগে থেকেই, এখন সুধু সাইনাপ করে সবার জন্য টিউন করা শুরু করলাম আর কি ! দেখি সবার জন্য কি করতে পারি। এতদিন তো নিয়েছি, এখন দেয়ার পালা আমার।

টেকটিউনসে আপনাকে স্বাগতম। টিউন ভাল হইছে।sony ericsson k790i এর জন্য এই রকম কোন সফটওয়্যার আছে ? থাকলে জানাবেন?টিউনের জন্য ধন্যবাদ।

সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার টিউন এ। টিউন করার পর থেকে এই নিয়ে ৪বার মনে হয় আমি লগ ইন করে দেখলাম কে কি লিখেছে! নতুন টিউন করা শুরু করলাম তো, তাই উত্তেজনা টা একটু বেশিই আর কি! হাহাহাহাহাহা ! জিনিশ গুলো যাদের যাদের কাজে লাগবে, দিয়ে দিয়েন, আমি অনেক দরকার ছিলো তো, তাই আমি জানি যন্ত্রনা টা! আর সামনে আরো অনেক দরকারি জিনিশ নিয়ে আসবো ইনশাআল্লাহ।সবাই ভাল থাকুন। হ্যাপি টিউনিং !!

Level 0

দারুন জোশস একটা টিউন করেছেন।

প্রথম এ আপনাকে টেকটিউনসে স্বাগতম ।

দোয়েত আন্নাহাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সফটওয়্যার টা নামিয়ে রাখলাম কাজে লাগবে। আমার মোবাইল এ অফিস ভিউয়ার আছে।

কিন্তু আপনার টা কি এডিটর ? আর যদি হয় তাহলে এইতা কি cracked করা না , অ্যাক্টিভেসান কী লাগবে?

    ফাহাদ ভাই, প্রথম যে লিংকটা আছে, সেটা এডিটর এর কাজ করতে পারে, তবে সেটা সুধু অফিস ২০০৩ এবং এর আগের গুলোর জন্য। আর পরের টা সুধু দেখা যায়, এডিট করা যায় নাহ, পরেরটা অফিস ২০০৭ এর জন্য। ২টাই সবকিছু ঠিকঠাক করে দিয়েছি,কোন কিচ্ছু চাবে নাহ, সুধু মোবাইলে নেন আর ইনস্টল দেন! মজারু !!

@দোয়েত আন্নাহাল
ধন্যবাদ ভাই।

আপনাকে টেকটিউনসেস্বাগতম।
টিউন ভাল হইছে আশা করছি সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন পার আপনার কাছ থেকে।
আপানেক টিউনের জন্য ধন্যবাদ।

ধুর আর বলবেন না। এই mobile গুলোতে office নাই pdf reader নাই অথচ facebook, Hi5, Youtube, Amazon, MySpace etc application এ ভর্তি। অনেক খুজে adobe pdf reader install দিলাম। আর আপনার কাছে office পেলাম। ধন্যবাদ।

    ভাই, আমি আজতক পিডি এফ এর রেজিঃভারসন খুজে পাই নি, আপনার টা কি আমাকে একটু দেবেন? খুবই উপকার হত তাহলে।

টেকটিউনসেস্বাগতম।
সফটওয়ারটির জন্য মোবাইল এ কোন অপারেটিং সিস্টেম লাগবে? সিমবিয়ান না জাভা? nokia 6303i তে কি এটা কাজ করবে?