সকাল বেলা পেপার হাতে নিয়েই তো চোখ ছানাবড়া মোবাইলের দাম নাকি এত হয় ???????????????>>>
বলা হচ্ছে, এটি বিশ্বের সব চেয়ে দামি মোবাইল ফোন। অ্যাপলের এই আইফোন৪ সেটটির দাম ধরা হয়েছে ৫০ লাখ পাউন্ড। ১পাউন্ড=১.৫৯ USD=১১১.৩ BDT, তার মানে ৫০ লাখ পাউন্ড=৫৫,৬৫,০০০০০ টাকা (পঞ্চান্ন কোটি পয়ষট্টি লক্ষ টাকা মাত্র)। ব্রিটিশ ডিজাইনার স্টুয়াট হগসের ডিজাইন করা মোবাইলটিতে মোট ১০০ ক্যারেট ওজনের ৫০০টি হীরা দিয়ে মোড়ানো । এর হোম বাটনে পরিবরতন যোগ্য দুটি হিরকখন্ড রয়েছে । এর একটির ওজন ৭.৪ ক্যারেট ও অপর টির ওজন ৮ ক্যারেট । সেট ব্যবহারকারী চাইলে এ দুখন্ডের যে কোন একটিকে বাটানে ব্যাবহার করতে পারবে।কেবল এই দুটি হিরকখন্ডের দাম ৪০ লাখ পাউন্ড । মোবাইলের পেছনে ৫৩ টি হীরক খন্ড দিয়ে বানানো হয়েছে অ্যাপলের লগো।
ভাই যদি কেউ কিনতে চান তবে অ্যাপলের সাথে যোগাযোগ করুন
আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com
এটা কিনলে আবার জান নিয়ে খেলা করতে হবে নাতো, যত কম দামি হয় তত মঙ্গল বাংলাদেশে।