উইনডোজ মোবাইল কেনার সামর্থ নেই? তাতে কি হয়েছে? তাই বলে কি মোবাইলে উইনডোজ ব্যবহারের স্বাদটা থেকে বঞ্চিত হতে হবে? কখনই না। এখন নোকিয়া তাদের মোবাইলগুলি খুব কমদামেই দিচ্ছে। এজন্য মোবাইলের সফট্ওয়ার ডেফলপাররা তৈরী করে আসছে অভিনব সফট্ওয়ার। তবে বাজারে এই ধরণের সফট্ওয়ারগুলির বেশিরভাগই কিনতে হয়। কিন্তু পৃথিবীতে তো আর হ্যাকারের অভাব নেই! তাই এই সফট্ওয়ারটি প্যাচসহ বিনামূল্যে ডাউনলোড করার লিংক দেব।
মূলত My Phone নামের এই সফট্ওয়ারটি, ৫টি সফট্ওয়ার-এর একটি প্যাকেজ।
তাহলে আসুন দেখা যাক কি কি সফট্ওয়ার দিয়ে এটিকে সাজানো হয়েছে।
আমার মনে হয় বর্ণনা করার প্রয়োজন নেই Screenshot গুলা দেখলেই টের পাবেন।
১। Win7 :
২। M1 :
৩। iConsole :
৪। iXP :
৫। My Phone :
সবতো দেখা হল এখনশুধু ডাউনলোডের পালা ঃ
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সবশেষে ইন্সটল করার নিয়মাবলী ঃ
১। প্রথমে MYphone 4 সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করুন।
2। তারপর “MYPHONE 4 PATCH by Rayanmobile” ফাইলটা sign করুন এবং ইন্সটল করুন।
3.Enjoy!
বিঃদ্রঃ আপনার মোবাইলটি যদি হ্যাক করা থাকে তাহলে “MYPHONE 4 PATCH by Rayanmobile” ফাইলটা সাইন করার কোন প্রয়োজন নেই। আর যদি হ্যাক করা না থাকে তাহলে এই টিউনটিতে একটু চোখ বুলান।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
হুম বাল জিনিস। কিন্তু মোবাইলের স্ক্রীণ কি এত বড় হয়!
————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.