দেখে নিন আপনার হাতের মোবাইলটি অরজিনাল না নকল

 

ধন্যবাদ টেকটিউনস কতৃপক্ষকে। এই প্রথম আমি টেকটিউনসে টিউন করছি। যানিনা এটা দিয়ে আপনাদের কত  টুকু উপকার হবে।আমি আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে।

শুরু করা যাক আমার প্রথম টিউন।  আমরা অনেকেই নামি দামি কোম্পানির মোবাইল ফোন কিনে থাকি। ভালো একটা কোম্পানির মোবাইল কিনতে মোটামুটি টাকার অংক গুনতে হয়। আর আমাদের কে ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্প্রকে সন্ধেহ থেকেই যায়। বাজারে যে ভাবে নকল বা কপি বা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনতে সমস্যা হয়ে যায়। যা হক আজ আমি আপনাদের শিখাবো কিভাবে অর্জিনাল কম্রানির ফোন বের করবো।

 

 

 

nokia.samsung.iphone,xpreria,lg,htc etc যে কোন ব্রান্ডের ফোন কিনে যাতে আপনাকে ধরা খেতে না হয় সে জন্য আপনাকে অনেক কিছুর আশ্রয় নিতে হয়। কিন্তু আমার এ টিপ্স এ সেটার আর প্রয়োজন হবে না। আপনের imei number দিয়েই সহজেই মোরাইলের যাবতিয় তথ্য বের যাবে।যদি  ফোনের সকল তথ্য বের হয় তা হলে সেটা হবে অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে এটার মাঝে ভেজাল আছে। প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে।তারপর এই লিংকে যান  এখানে যান এর উপরে যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন।

নিচের ছবিটির মতো;

 

 

 

তারপর আপনার মোবাইলের যাবতিয় সকল তথ্য বের হবে। যদি তথ্য  না আসে তাহলে আপনার মোবাইলটি  অর্জিনাল নয়।   আমার এ টিউনটি যদি আপনার উপকারে আসে তাহলে জানাতে ভুলবেন না। দোয়া করবেন পরবর্তিতে আপনাদের কাছে মানসম্যত  টিউন দিতে পারি।

 

প্রথম টিউনার হিসেবে আপনাদের কোন উপকার হলে আমার লেখা সার্থক হবে।

এই গরিবের একটা ফেসবুক আইডি আছে   ফেসবুকে আমি

Level New

আমি আব্দুর রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub sundor post vai

আপনাকে অনেক ধন্যবাদ। ফরহাদ উজ জামান@

কোন লাভ নাই ব্রো, এখন হাইব্রিড কপি বের হইছে, imei ও ম্যাচ করে ইন্টারনেট এ সার্চ দিলে… কপি ফোন ধরা এখন অনেক টাফ…

আচ্ছা কপি ফোনের IMEI চেক করলে কি আসবে সেতা জানা থাকলে আমাকে জানায়েন প্লিজ।