গতকাল রাতে টিভিতে খবর দেখলাম গ্রামীণফোন ইন্টারনেট এর নতুন প্যাকজ আনছে সাথে সাথে আমি ইন্টারনেটে ঢুকলাম দেখলাম গ্রামীণ ৪০০০ টাকায় ইন্টারনেট মডেম + ৪০০ টাকায় ইন্টারনেট সীম (ইন্টারনেট সীম কি এখনো বুঝতে পারি নাই এটা কি বিশেষ কোন সীম) =৪৪০০ টাকার প্যাকেজ দিচ্ছে আর আপনি এই প্যাকেজ কিনলে প্রথম ৩ মাস ৭০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমি ভাবলাম ভালো প্যাকেজ.কিন্তু কিছুক্ষন পরেই বুঝতে পারলাম এই ভালো প্যাকেজের কারসাজি ৭০০টাকা=৩ জিবি আনলিমিটেড নয় কিন্তু এই কথাটা গ্রামীনফোন ওয়েবসাইটে খুব ছোট করে অন্য একটি পেজে লেখা আছে যা খুব সহজে বুঝা সম্ভব নয়। শুধু ওয়েবে নয় বিজ্ঞাপন ও পোস্টারিঙ এর ক্ষেত্তে ও গ্রামীন এই কারসাজি করেছে আজ মোবাইল মার্কেটে গিয়ে দেখলাম সব জায়গায় এই প্যাকেজের পোস্টারিং এবং সকল পোস্টারিং এ লেখা আছে এই প্যাকেজ কিনলে ৭০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিন্তু কোথাও লেখা নেই ৭০০ টাকায় আপনি ৩ জিবি পযর্ন্ত ব্যবহার করতে পারবেন। শুধু লেখা আছে শর্ত প্রযোজ্য। এভাবে শর্তের আড়ালে আর কত কারসাজি করবেন।
সুতরাং আপনারা সর্তক থাকুন ভালো করে জেনে প্যাকেজ কিনুন না হয় শর্তের বেড়াজালে পড়ে যাবেন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ধন্যবাদ এই ধরনের একটি সত্য ঘটনা সবার সামনে তোলার জন্য । আসলেই অনেকেই না বুঝে এদের প্রতারণায় পা বাড়ায় । যারা ক্যাবল দিয়ে লাইন দিয়ে থাকে তারা কিন্তু ঠিকই আনলিমিটেড লাইন দিয়ে থাকে। এই ধরনের ঘটনা ক্যাবল অপারেটরদের সমস্যা সুষ্টি করে।
আসলে ওরা আমাদের দেশের মানুষকে বোকা পেয়েছে। আমাদের দেশের মানুষের সরলতা আর অজ্ঞতাই ওদের পুঁজি। ধন্যবাদ অন্যরা নিশ্চয়ই সতর্ক হবে।
I think Citycell is fair enough about their postpaid packages.they have several options regarding Data Plan (like 2/3/5 GB) with different price per month.
I have worked in grameenphone. They don’t cheat with only Bangladeshi peoples, they also cheat with their entry level & mid level employees also. Pakistan Telenor was sized by pakistani peoples. We have to size GP too. But meadias are with GP. When I saw the add I told to my friends that 3 GB 700, citycell 5GB 500. Buy an EDGE modem 5000 TK & a Postpaid GP or BL SIM which is more better than this stupid offer. There is a team in GP who are making this kind of offer for our country.Be alert about GP.
agula dekle maje maje amar mone hoi akta twr boshai! ami akta phn cmpny hoie jai! sudo taka ar taka. aha
সব বিজ্ঞাপনেইতো এ রকম দেখিছ। আসলে মিথ্যে এবং প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের সুযোগ না থাকলে সব ধান্ধাবাজই সুযোগ নিতে চাইবে।
গ্রামীণফোন মানেই ধোকা দেয় । শুধু ডিজুস টু ডিজুস অফার দেয়
বাংলালিংক থেকে যে কোন মেবাইলে কলরেট সমান
সিটিসেল থেকে যে কোন মেবাইলে কলরেট সমান
একটেল থেকে যে কোন মেবাইলে কলরেট সমান
এখন বুঝেন
ভাই মামুন, আপনার কথায় একটু ভুল আছে, আপনি বোধহয় এ্যাডটা ভাল করে পড়েননি অথবা বুঝতে পারেননি। এখানে বলা হয়েছে, আপনি যদি গ্রামীন এর এই প্যাকেজটি কেনেন তবে প্রথম তিন মাস আপনাকে 700 টাকা/মাস দিতে হবে, তার বিনিময়ে আপনি 3জিবি ইউজ করতে পরবেন। প্রথম তিন মাস পর আপনাকে 850 টাকা/মাস দিতে হবে এবং আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। তো এখানে প্রতারনার কি দেখলেন? আপনি না বুঝে অযথা পাবলিকদের কেন ভুল বোঝান? আগে নিজে বুঝুন তারপর অন্যকে বুঝাতে আসবেন কেমন, আর দয়া করে এ্যাডটা ভাল করে পড়ুন। আশা করি আপনার ভুল ভাঙবে। ধন্যবাদ।
ভাই আমার মনে হয় মামুন ভাই ঠিক আছে কারণ আমি যখন পোস্টার দেখলাম তখন আমি বুঝলাম 700 টাকায় আনলিমিটেড পরে মামুন বাইয়ের লেখা পড়ে আমি gpc গিয়ে বুঝলাম আসল সত্য আর ইন্টারনেটে যেভাবে লেখছে সহজে বুঝা অসম্ভব
ভাই আপনারা কি দেখেছেন আর কি শুনেছেন আমি জানি না, তবে পত্রিকার এ্যাডটা দেখলে বুঝতে পরবেন। তাছাড়া আমি গ্রামীন এর গুলশান কাষ্টমার কেয়ার থেকে জেনেছি। তাছাড়া আমি web site এ দেখে confirm হয়েছি। নিচে আমি web site থেকে লেখা লিংক সহ কপি করে দিলাম।
“You will enjoy the campaign tariff of BDT 700 + 15% VAT for 24*7 monthly browsing for 3 consecutive months. If you want to continue, from the 4th month, normal tariff of P2 will be applicable. Else you can migrate to any of your desired package like P1, P3 or P4.”
Link: http://www.grameenphone.com/index.php?id=470
এখন নিস্চয় আপনারা বুঝতে পারবেন।
I am using GP internet unlimited package for more than two years now and really tired of their service. They are nothing but leeches… I hope we get some alternative soon and kick their bloody ass… Anything but GP… I hope Wimax or 3G will be availlable from other operators other than GP, so we can at least choose and get the value for our hard earned cash…
Citycell also a cheater. their net speed suck only 2-3 KB all time sometime disconnection. no unlimited offer. no network in remote area.
মামুন ভাই ঠিক কথা বলসেন।গ্রামীণ ফোন আমাদের সবসময় ঠকায়।আমাদের আর ও সতর্ক হতে হবে।
জিয়া ভাই আপনে অফ জান।আর আপনে কিসে জব করে ? ? ?
ভাই আমি নেওয়ার প্লান করছিলাম। আপনাকে ধন্যবাদ। আসলে মোবাইল অপেরেটররা শর্তের আড়ালে এভাবেই আমাদের ঠকাই।