“কম দামে অসাধারন মোবাইল ফোন”(পর্ব -১৭)

আজ  আপনাদের  সাথে একটি জটিল  চায়না মোবাইল  সেট  এর পরিচয়  করিয়ে দিব । সারা বিশ্ব কে তাক লাগিয়ে দিতে উঠে পরে লেগেছে CHINA BRAND MOBILE  কোম্পানি গুলো , আগে অনেকের কাছে অপরিচিত থাকলেও মোবাইল এর ভাল কোয়ালিটি কারনে ধারনা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে মোবাইল জগতে  সারা বিশ্বে একতছত্র অধিপতি হচ্ছে চায়না মোবাইল কোম্পানি গুলো  । আজ একটি মোবাইল নিয়ে আলোচনা করব যার নাম  XIAOMI Mi4i ।   আসুন এর বিস্তারিত দেখে নেয়া যাক ,

xiaomi mi4i
xiaomi mi4i

হার্ডওয়্যার

XIAOMI Mi4i   তে অপারেটিং সিস্টেম হল   MIUI V6 based on Android L । এটার  সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে  :

Snapdragon™ 64-bit octa-core processor

2nd gen Snapdragon™ 615 CPU, 1.7GHz। গ্রাফিক্স  হিসাবে ব্যবহার করা হয়ে  Adreno 405 GPU ।

xiaomi mi4i
xiaomi mi4i

নেটওয়ার্ক

XIAOMI Mi4i তে রয়েছে ডুয়েল সিম । দুই সিমেই ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে।

ডিসপ্লে

xiaomi-mi4i  তে রয়েছে  JDI  / SHARP ৫  ইঞ্চি  ও, জি , এস টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১৯২০x১০৮০ ,  ৪৪১  পি.পি.আই  যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা ।

xiaomi mi4i
xiaomi mi4i

 

ক্যামেরা

XIAOMI Mi4i   তে  ব্যাবহার  করা  হয়েছে সব চাইতে ভাল মানের ১৩  মেগা পিক্সেল  Sony /  Samsung ক্যামেরা  ।  সামনে   5 Megapixel যা দিয়ে  ভিডিও কল করতে পারবেন।

xiaomi mi4i
xiaomi mi4i

 

বডি

XIAOMI Mi4i  এর বডি    ১৩৮.১  ×৬৯.৬ × ৭.৮   মিলিমিটার তার মানে ১৩৮.১   মিলিমিটার উচ্চতা, ৬৯.৬  মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৭.৮  মিলিমিটার পুরত্ত ।

 

xiaomi mi4i
xiaomi mi4i

মেমরি

XIAOMI Mi4i   সেট এ বিল্ট ইন  ১৬ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে,  আর ও আছে ২ গিগাবাইট  DDR3 র‍্যাম । যা   আপনাকে যেকোনো  ভাল মানের গেম খেলার নিশ্চয়তা দিবে।

xiaomi mi4i
xiaomi mi4i

 

ব্যাটারি

XIAOMI Mi4i  সেট এ ব্যবহার করা হয়েছে  ৩১২০  মিলিএম্পিয়ার ব্যাটারি । এতে  আরও ব্যবহার হয়েছে,

  • Gyroscope
  • Light sensor
  • Gravity sensor
  • Distance sensor
  • OTG
  • WIFI
  • GPS

    দাম

    XIAOMI Mi4i সেট এর দাম  মাত্র   ১৭০০০  টাকার কাছাকাছি  হবে

    আরও জানতে,   http://www.facebook.com/jotilmobile2013

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Set POWs have kothay?

Mobile ti powa jabe kotahy?

Level 0

boshundhara te khujle paite paren

দামের তুলনায় ফোন টা অনেক ভাল।

অসাধারণ একটা ফোন…এই সুবিধা দিয়ে অন্যকোন ভালো ব্র্যান্ড এই দামে আজ পর্যন্ত দেয়নি।

আসলেই অনেক ভাল ফোন।এত কম দামে অনেক ভাল ফোন এটা

Lawsteer

Level 0

এইটা কি বিডিতে পাওয়া যাবে??

Level 0

price 19700tk