এবার ফ্রি মোবাইল রিচার্জ করুন ১২৭ টি দেশে ৪২৫ অপারেটরে বিটকয়েন দিয়ে

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি আল্লাহর রহমতে অবশ্যই ভাল আছেন। অনেকে অসুস্থও আছেন, তাদের জন্য দোয়া রইল তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।  যাই হোক, আমি এখন আসল কথায় ফিরে যাই। আমরা বিটকয়েনের নাম হয়তো অনেকেই শুনেছি। বিটকয়েনে অনেকের অ্যাকাউন্টও আছে। বাংলাদেশ সরকার বিটকয়েন নিষিদ্ধ করেছি যেহেতু এই কয়েনের বাস্তব কোন রূপ নাই। কিন্তু বাংলাদেশে যাদের বিটকয়েন অ্যাকাউন্ট আছে এবং যারা বিটকয়েন দিয়ে আয় করছেন, তাদের বিকল্প একটি উপায় আছে। তারা বিটকয়েন দিয়ে ডোমেন কিনতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখন আপনারা বিটকয়েন দিয়ে মোবাইলও রিচার্জ করতে পারবেন। এই সাইটটি নতুন খোলা হয়েছে। এটি দিয়ে এখন বিশ্বের ১২৭ টি দেশের ৪২৫ টি মোবাইল অপারেটরে মানি রিচার্জ করা যায়। বাংলাদেশের ছয়টি অপারেটরেই রিচার্জ করা যায়। সর্বনিম্ন ৫০ টাকা এবং সবচেয়ে বেশি ১০০০ টাকা রিচার্জ করা যায়।

রিচার্জ করার পদ্ধতি আমি ছবিতে ধাপে ধাপে নিচে দিয়ে দিলামঃ

১। প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ Bitrefill

২। তারপর নিচের মত পেজ ওপেন হবে।

Top Up Your Mobile

৩। এবার রিচার্জ করার পালাঃ

Bitcoin Money

তারপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ এখন তাহলে একটি বিটকয়েন এর অ্যাকাউন্ট খুলে নিন এখান থেকে এবং ই-মেইল ও মোবাইল কনফার্ম করবেন, তাহলে আপনি ৩৬ ডিজিটের একটি অ্যাড্রেস পাবেন, এটিই আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস।

এখন এই অ্যাড্রেস ব্যবহার করে আপনি ফ্রি বিটকয়েন আয় করতে পারেন। ফ্রি বিটকয়েন আয়ের জন্য ১০০+ সাইটের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। এই সবগুলো থেকেই আমি পেমেন্ট পেয়েছি।

আপনারা চাইলে আমার ফানি ভিডিওর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেনঃ Kane Kane Headphone

সবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার টিউনটি পড়ার জন্য। আশা করি নিজেও ভাল থাকবেন, আশেপাশের সবাইকে ভাল রাখবেন।

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই FaucetBox এর বেপারটা বুঝলাম না,যদি এই সাইটটার কাজটা বলতেন।

thank u vai… 🙂 Amar kaj hoise…
ScreenShot…. for Proof…
https://www.dropbox.com/sh/mdg9otlirgnx1tq/AACNTJGRCDRkU9xpnyeW-87Ia?dl=0

security kototuku?

ধন্যবাদ শেয়ার করার জন্য। বাট আমার লেখাটাই বিভিন্ন সাইটে হুবহু কপি-পেষ্ট করা হয়েছে। বিট কয়েন আয়ের বিস্তারিত তথ্য এখানে https://www.techtunes.io/freelancing/tune-id/344775

    @ফেরী ওয়ালা: হ্যাঁ ভাই, আমি টেকটিউনসেই আপনার পোষ্ট প্রথমে দেখেছিলাম, এটার লিঙ্ক শেয়ার করতে চেয়েছিলাম । কিন্তু আপনার পোস্টটি খুঁজে পেয়েছিলাম না । হ্যাঁ, তবে একটি কথা, আপনার পোষ্ট পড়েই কিন্তু আমি বিটকয়েন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছিলাম । আপনাকে আবারও ধন্যবাদ ।

Nyc post Bro … but Bro,,,Is there any way to get this money directly not recharge …. Like Bkash etc ???

Level 0

vai amr kaj hoise,aro kisu bitcoin earn er formula dile khusi hobo.thnx

    @rif12: আপনার কাজ হয়েছে জেনে খুশি হলাম । তবে আপনি যদি এসএইও ভাল পারেন তবে আপনি প্রচুর পরিমাণে বিটকয়েন আয় করতে পারবেন ।
    আর একটি খবর হচ্ছে আমি নিজে একটি বিটকয়েন উপার্জনের সাইট খুলেছি । যার অ্যাড্রেস হচ্ছে Daily Bit