ছোট পরিসরে ব্যক্তিগত মোবাইল অপারেটর (Personal GSM Network)

ব্যক্তিগত মোবাইল নেটওয়ার্ক কি?

এমন একটি মোবাইল নেটওয়ার্ক যার সকল কন্ট্রোল আপনার হাতে থাকবে। কেউ আপনার তথ্য ইচ্ছা করলেই নিতে পারবে না। নিজের পছন্দ মত নাম্বার নেয়া। বিনা পয়সায় কথা বলা । আপনার ইচ্ছা মত প্রায় সবই করতে পারবেন।বাজারে প্রচলিত মোবাইল অপারেটর এর মত (বাংলা লিঙ্ক , জিপি, রবি) আপনি চাইলে খুব ছোট আকারে নিজের একটি অপারেটর বানাতে পারেন বাক্তিগত মোবাইল নেটওয়ার্ক এর মাধ্যমে ।

ভিডিও

এই বিষয়টি ভাল ভাবে বুঝার জন্য আপনি চাইলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন

এই নেটওয়ার্ক এর মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে

প্রচলিত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আরো সহজলভ্য হবে, মোবাইল যোগাযোগ খরচ অনেকাংশে কমে আসবে, স্বলমূল্যে মোবাইল ল্যাব উপকরণ পাওয়া যাবে, কমিউনিটি মোবাইল যোগাযোগ গড়ে তোলা যাবে, প্রচলিত PABX-কে সহজ, ঝামেলাহীন ও তারবিহীন করতে এটি ব্যবহার করা যাবে।

যেভাবে কাজ করে এই সিস্টেম

এখানে আমরা একটি সম্পূর্ণ জি এস এম নির্ভর (GSM system) BTS এবং controller তৈরি করেছি। যেখানে একটি কম্পিউটার (computer) ব্যবহার করা হয়েছে সার্ভার (server) হিসেবে যা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু দিয়ে চালানো হয়। ছোট বেস ট্রানসিভার স্টেশন (Base transceiver station[BTS]) এর জন্য ব্যবহার করা হয়েছে সফটওয়্যার ভিত্তিক রেডিও সিস্টেম । যেখানে একটি আর-এক্স (Rx) ও একটি টি-এক্স (Tx) এন্টেনা এর সাহায্যে মোবাইল (mobile phone) সংযোগ করা হয়।

প্রকল্পটির বর্তমান অবস্থা

এটার সাহায্যে ইতি মধ্যে আমরা ৩০ টি মোবাইল (mobileডিভাইস, phone) সংযোগ করেছি এবং একসাথে ১০ টি ফোন কল (Phone call) এ কথা বলেছি। রেডিও পাউয়ার (Power) এম্লিফাই করে এটিকে ইচ্ছে মত বেশি রেঞ্জ (range) পরিবর্তন এবং ১০০০ এরও বেশি মোবাইল সংযোগ (Phone connection) খুব সহজেই করা সম্ভব

জাতীয় দৈনিক এ প্রকাশীত সংবাদ সমূহ

যা যা প্রয়োজন হবে

এর জন্য যে তিনটি বিষয় আপনাকে জানতে হবে তা হল

  • ১। লিনাক্স কার্নেল ভিত্তিক যে কোন একটি অপারেটিং সিস্টেম
  • ২। সফটওয়্যার ভিত্তিক রেডিও সিস্টেম
  • ৩। যে কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হলে ভাল ।

বিষয়টি মূলত EEE,ETE, অ্যান্ড Telecommunication Engineering স্টুডেন্টদের জন্য একটু সহজ হবে। কি ভাবে টিউন করলে বিষয়টি সবার জন্য বোধগম্য হবে এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি ।

https://www.facebook.com/habibur333

Level New

আমি হাবিবুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Vai ami vicidial & Goautodial 2.0 & Goautodial 3.0 Config korte pari..Ata diya ki hobe?

    @nightflower33: আমি দুঃখিত যে (Ata diya ki hobe?) মানে কি বুঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি। তবে আপনি যদি vicidial & Goautodial 2.0 & Goautodial 3.0 এই টেলিফোন ইঞ্জিন গুলো ব্যাবহার করতে চান SDR বোর্ড এ তবে আপনাকে BTS software হিসেবে OpenBTS use করতে হবে।মতামতের জন্য ধন্যবাদ

Level 0

সিম এর ব্যাপারে কোন ব্যাখ্যা নাই।

    @Ashequl I.: সিমের দরকার নেই। করন প্রতিটা মোবাইলেই আলাদা আলাদা IMEI থাকে। Algorithm এর মাধ্যমে বড় IMEI নাম্বার থেকে ছোট একটা নাম্বার বের করে নেয়া হয়। সিম রিডার দিয়ে সিম রিড করে ব্যাবাহার করতে পারেন। মতামতের জন্য ধন্যবাদ

bro eitar range koto hobe???
R koto tk khoroch lagbe??
Picture soho tune dile vlo hbe
sathe full video tune o
asa kori ans diben plz

    @Ahasan Habib: পাওয়ার আমপ্লিফ্যাই করে ইচ্ছামত রেঞ্জ পরিবর্তন করতে পারেন। খরচের ব্যাপার টা নির্ভর করে গ্রাহক সংখ্যার উপর। মতামতের জন্য ধন্যবাদ

      Level 0

      @হাবিবুর: thanks for sharing the idea. half kilometre er moddhe 15-20 ti mobile er jonno koto khoroch hobe?

        @Magichian: খরচটা এখনও ওভাবে হিসাব করা হয়নি। তবে খুব একটা বেশি পরবে না কারণ দিন দিন সফটওয়্যার ভিত্তিক রেডিও সিস্টেমএর দাম কমে আসছে। মতামতের জন্য ধন্যবাদ

Level 0

আমি একা সারাবিশ্বের সাথে কথা বলতে চাই কি করতে হবে? আই মিন আমার কোম্পানির গ্রাহক আমি একাই কি করতে হবে?

    @backtrack5: সর্বনাশ সারাবিশ্বের সাথে কথা বলবেন? আমারা এতদূর যেতে পারিনি। আপাদত বাংলাদেশের ভিতর কথা বলার ট্রাই করা হচ্ছে। তবে যদি কখন পারি তবে আপনাকে অবশ্যই জানাবো। মতামতের জন্য ধন্যবাদ

Level 0

না এঈ নেটওয়ার্ক ব্যাবহার করে কি এলাকায় অবস্থিত আমার বন্ধুর রবি সিমে ফোন দিতে পারব?

    @backtrack5: হ্যাঁ করা যাবে। তবে তার জন্য সিস্টেমে একটি মডেম confihure করতে হবে।ধন্যবাদ

ভাই, এইটা বানাতে কত টাকা খরচ হবে, গ্রাহক ১০ জন হবে, উত্তরে অপেক্ষায় থাকব

    @কায়সার মাহমুদ: খরচটা এখনও ওভাবে হিসাব করা হয়নি । তবে আশার কথা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক রেডিও সিস্টেমএর দাম দিন দিন কমতেছে সে দিক থেকে আগামী এক বছর এর মধ্যে ডিভাইস গুলো সবার হাতের নাগালে চলে আসবে। মতামতের জন্য ধন্যবাদ

Level 0

ভাই সিম রিডার কোথাই পাওয়া যায়? এবং ব্লাংক সিম সহ দাম কেমন হতে পারে?

    @Badhan: eBAY থেকে সহজে নিয়ে আসতে পারবেন .3-5 $ মত দাম পরে। মতামতের জন্য ধন্যবাদ

Level 0

সার্ভারের বিষয়টা নিয়ে যদি বিস্তারিত টিউন করেন তবে উপকৃত হতাম।

    @biplob roy: সার্ভারটা মূলত লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেমে করা হয়। জেহুত উবুন্টুতে GUI বেশি টাই উবুন্টু বেছেনেয়া যেতে পারে। ব্যাপার টা আসলে বিগিনার লেভেল থেকে নাকি আদ্ভাঞ্চ লেভেল থেকে লিখব সঠিক বুঝতে পারতেছি না। মতামতের জন্য ধন্যবাদ

Personal GSM Network তৈরি করতে হলে কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর প্রয়োজন, তার একটা লিস্ট দিবেন? আপনারা যেটা তৈরি করেছিলেন সেটার হিসাবে লিস্টটা দিলে ভালো হয়। আপনাদেরটার রেঞ্জ কত ছিলো? আর খরচ কত পড়বে? উল্লেখ্য আমি একজন লিনাক্স ইউজার। আর নেটে কোন টিউটো থাকলে তার লিংকটা দিলে উপকৃত হতাম।

    @রাশেদুল ইসলাম: মতামতের জন্য ধন্যবাদ। একটু সময় নিয়ে আপনার প্রশ্ন গুলোর উত্তর দিতে হবে। আপনি লিনাক্স ইউজার শুনে ভাল লাগল।

এই বিষয়টা নিয়ে বছর দুয়েক আগে নেটে অনেক ঘাটাঘাটি করেছিলাম। কিন্তু হাতে-কলমে কোথাও কোনো টিউটো না পেয়ে বাদ দিয়েছিলাম। এখন আবার আপনার লেখা দেখে নতুন করে উৎসাহ পাচ্ছি। একটা টিউটো যদি পেতাম A to Z তাহলে আমার মত বিগিনারদের জন্য খুবই ভালো হতো। আমি আপনাকে ফেসবুকে (চেতনায় বাংলাদেশ) মেসেজ দিয়েছি। আপনার মোবাইল নাম্বারটা যদি রিপ্লাইয়ে দিতেন, তবে সরাসরি কথা বলতে পারতাম। ইভেন আপনি রাজি থাকলে দেখাও করতে পারি।

    @রাশেদুল ইসলাম: আপনার উৎসাহ দেখে খুব ভাল লাগল। এমন উৎসাহিত মানুষ পেলে আমি নিজেকে পুনরায় উৎসাহিত করে নিতে পারি। আমার দিক থেকে যতটুক সম্ভব আমি করব বলে আশা পেষণ করছি। ভাল থাকবেন আমি শেষ রাতের দিকে ফেসবুকে যাব।ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর এবং তথ্য সমৃদ্ধ টিউন উপহার দেয়ার জন্য।

সবার বুজাব জন্য প্রথম থেকে শুরু করলে ভাল হবে । প্রয়জনে ধারাবাহিক টিউন করতে পারেন । কি কি লাগবে কিভাবে সেটআপ করতে হবে , সারভার সিস্টেম সব সম্পর্কে বিস্তারিত টিউন চাই ।

    @আমিরুল ইসলাম: দিক নির্দেশনা মূলক মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিস্তারিত টিউন এর চেষ্টা করব বলে ইচ্ছা পেষণ করছি।

সহজভাবে বিস্তারিত টিউন করবেন please. সবাই যেন বুঝতে পারে। আমরা সবাই রক্তচোষা ফোন কম্পানিগুলোকে বইকট করতে চাই। আপনার সুন্দর টিউনের অপেক্ষায়…

    @Mehedi Hasan&ltআপনার মতামতের জন্য ধন্যবাদ । সহজ ভাবে টিউন এর চেষ্টা করব বলে ইচ্ছা পেষণ করছি।

ভাই এটাতো দেখছি BTCL এর ধাওয়া খাওয়ার একটা সুন্দর উপায়। তবে অনুমোদনের ভিত্তিতে হলে ১০০ শতাংশ রাজি

Level 0

ভাই প্লিজ একটা পূর্ণাঙ্গ চেইন টিউন করেন।ফেবুতে এড দিন প্লিজ facebook.com/lazyfahim

@backtrack5: চেষ্টা করবো পূর্ণ টিউন করার জন্য। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

বাংলাদেশে কি সিম রিডার পাওয়া যায় না? গেলে কোথায় পাওয়া যাবে? আপনি কি দিতে পারবেন?

    @Badhan: এ ব্যাপারে আমি বলতে পারলাম না কারণ আমি একবার ইবে (ebay) থেকে নিয়ে এসেছিলাম। আমি এমন কিছু শুনেছিলাম যে গুলিস্তানের পাতাল মার্কেটে পাওয়া যায় কিন্তু সটীক ভাবে কাজ করে না। যে হুত শোনা কথা তাই সরাসরি পজিটিভ বা নেগেটিভ কিছু না বালাই শ্রেয় । মতামতের জন্য ধন্যবাদ

এই নিয়ে না হয় কয়েকটা চেইন টিউন করেন ভাইয়া, আমি এটা চালু করতে আগ্রহী

    @দ্বী ‘প: আপনি আগ্রহী শুনে ভাল লাগল।চেষ্টা করবো পূর্ণ টিউন করার জন্য। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

eta diye onno mobile operator-a outgoing and incoming hobe ?

    @রাজু: হ্যাঁ করা যাবে। তবে তার জন্য সিস্টেমে একটি মডেম confihure করতে হবে।ধন্যবাদ

      @হাবিবুর: configure করাটা কতটুকু সহজলভ্য ? আমি যদি পুরা সিস্টেম টা আপনার থেকে নিতে চাই , তাহলে কি ভাবে পাবো এবং আনুমানিক কত খরছ পরতে পারে ?

        @রাজু: হ্যাঁ সহজ লভ্যই । দুঃখিত আমার টা দিতে পারব না। সখের জিনিস তো ভাই। আপনি ডেভেলপ করতে চাইলে আমি হেল্প করতে পারি শুধু ইনফর্মেশন শেয়ার করে। আনুমানিক ৪০০ ডলার এর মতো লাগতে পারে। ধন্যবাদ

          @হাবিবুর: হাহাহা আমি আপনার টা চাই নি , আমি চাই আপনার সহযোগিতায় আমি নিজে নতুবা আপনি আমাকে কষ্ট করে একটি বানিয়ে দিতেন যদি । আপনার সাথে যোগাযোগের মাধ্যম টা কি পেতে পারি ?

@রাজু : টিউনের শেষে দেয়া আছে। সবচেয়ে ভাল হয় আপনি যদি গুগল থেকে basic ধারণটা নিয়ে নেন। ধন্যবাদ

@habib via total koto taka cost hobe ayta make korte. And ki ki tools lagbe? Plz bolen

    @মোঃ মাহির মোহাইমিন তাসিন: এই টিউনে হয়ত পর্যাপ্ত information না থাকায় আমি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারিনি এজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । আপনার মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

@হাবিবুর: ভাই পাতাল মার্কেট তন্নতন্ন করে খুঁজেছি পাই নাই। আমার নিজেরই একটা ছিল। হারিয়ে গেছে।