এমন একটি মোবাইল নেটওয়ার্ক যার সকল কন্ট্রোল আপনার হাতে থাকবে। কেউ আপনার তথ্য ইচ্ছা করলেই নিতে পারবে না। নিজের পছন্দ মত নাম্বার নেয়া। বিনা পয়সায় কথা বলা । আপনার ইচ্ছা মত প্রায় সবই করতে পারবেন।বাজারে প্রচলিত মোবাইল অপারেটর এর মত (বাংলা লিঙ্ক , জিপি, রবি) আপনি চাইলে খুব ছোট আকারে নিজের একটি অপারেটর বানাতে পারেন বাক্তিগত মোবাইল নেটওয়ার্ক এর মাধ্যমে ।
এই বিষয়টি ভাল ভাবে বুঝার জন্য আপনি চাইলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন
প্রচলিত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আরো সহজলভ্য হবে, মোবাইল যোগাযোগ খরচ অনেকাংশে কমে আসবে, স্বলমূল্যে মোবাইল ল্যাব উপকরণ পাওয়া যাবে, কমিউনিটি মোবাইল যোগাযোগ গড়ে তোলা যাবে, প্রচলিত PABX-কে সহজ, ঝামেলাহীন ও তারবিহীন করতে এটি ব্যবহার করা যাবে।
এখানে আমরা একটি সম্পূর্ণ জি এস এম নির্ভর (GSM system) BTS এবং controller তৈরি করেছি। যেখানে একটি কম্পিউটার (computer) ব্যবহার করা হয়েছে সার্ভার (server) হিসেবে যা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম উবুন্টু দিয়ে চালানো হয়। ছোট বেস ট্রানসিভার স্টেশন (Base transceiver station[BTS]) এর জন্য ব্যবহার করা হয়েছে সফটওয়্যার ভিত্তিক রেডিও সিস্টেম । যেখানে একটি আর-এক্স (Rx) ও একটি টি-এক্স (Tx) এন্টেনা এর সাহায্যে মোবাইল (mobile phone) সংযোগ করা হয়।
এটার সাহায্যে ইতি মধ্যে আমরা ৩০ টি মোবাইল (mobileডিভাইস, phone) সংযোগ করেছি এবং একসাথে ১০ টি ফোন কল (Phone call) এ কথা বলেছি। রেডিও পাউয়ার (Power) এম্লিফাই করে এটিকে ইচ্ছে মত বেশি রেঞ্জ (range) পরিবর্তন এবং ১০০০ এরও বেশি মোবাইল সংযোগ (Phone connection) খুব সহজেই করা সম্ভব
এর জন্য যে তিনটি বিষয় আপনাকে জানতে হবে তা হল
বিষয়টি মূলত EEE,ETE, অ্যান্ড Telecommunication Engineering স্টুডেন্টদের জন্য একটু সহজ হবে। কি ভাবে টিউন করলে বিষয়টি সবার জন্য বোধগম্য হবে এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি ।
https://www.facebook.com/habibur333
আমি হাবিবুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai ami vicidial & Goautodial 2.0 & Goautodial 3.0 Config korte pari..Ata diya ki hobe?