আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই । আমি এতদিন একটু ঝামেলায় ছিলাম যেকারনে নিয়মিত লেখালেখি করতে পারিনাই। এমন কি বনসাই নিয়ে আমার ধারাবাহিক টিউনটাও ২ পর্ব লেখার পর আটকে আছে। যাইহোক আগামিকাল হতে ফ্রি হব আর তখন লেখাও শুরু করব বাকি পর্ব গুলো। এবার মূল বিষয়ে আসি...
গতবার হাজার হাজার স্টুডেন্ট আগামী সিমের জন্য শুধুমাত্র sms দিয়ে রেজিস্ট্রেশন করেছিল| কিন্তু, অনলাইনে রেজিস্ট্রেশন করে নাই|তাই, তারা আগামী সিম পায়নি |
আপনাদের জানানো যাচ্ছে যে বর্ণমালা সিমের জন্য , sms দিয়েই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ নয় এরপর আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে|এই প্রক্রিয়া একটু জটিল হলেও আপনি 100% সিম পাবেন| যারা পূর্বে রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল করেছেন কিংবা অটো রিপ্লাই পাননি , তারা নতুনভাবে এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত লিখছি না কারন এটা নিয়ে এর মধ্যেই একটা টিউন হয়েগেছে।
তারপরও যারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পাচ্ছেন না বা প্রক্রিয়া টা ঝামেলা মনে করছেন তারা শুধু মেসেজ রেজিস্ট্রেশন করে নিচের মত করে আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা নিজ দ্বায়িত্বে ও সঠিক ভাবে আপনাদের ফর্ম পুরন করে দিব।
যেভাবে আমাদের মেসেজ বা কমেন্ট পাঠাবে।
1 মেসেজ রেজিস্ট্রেশন এ প্রাপ্ত Bornomala Reg No.
2.তোমার SSC রোল ও পাসের সন ও বোর্ড এর নাম।
3. যার নামে রেজিস্ট্রশেন হবে তার ভোটার আইডি নং
4. ভোটার আইডির সঠিক নাম, ঠিকানা ও বাবা মায়ের নাম ( সমস্ত নাম ভোটার কার্ড ধারির হতে হবে যেমন তার নাম তার বাবা মায়ের নাম, থানা, উপজেলার নাম ইত্যাদি।
5. পোষ্ট কোড যা ভেটার আইডিতে আছে।
৬ সঠিক জন্ম সাল যা ভোটার আইডিতে আছে।
৭. যে কাষ্টমার কেয়ার হতে সিম নিতে চান তার ঠিকানা
উদাহরন
Bornomala Reg No 45879
SSC Roll- 262526
Board- Dhaka
Year-2009 ( 1995-2014 পর্যন্ত সবাই করতে পারবে )
NID No-19933123072000045
Name: Imran Hossian
Date Of Birth- 28-9-1993
Father: Faruk Hossian
Mother: Morium Begum
Vill: Shakhahati Post Code- 5741 Upozila- Sonatola Zilla- Gaibandha
Customer Care - Bogra Teletalk Customer Care
***উপরের তথ্যগুলো আমাকে ফেসবুকে মেসেজ করে দিতে পার বা অথবা মোবাইলে মেসেজ করতে পার।
মোবাইল নং-01511 98 45 15 ( রাত ৮ টার পর কল না করে মেসেজ করুন)
*** সম্পুর্ন ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেয়া হবে।
টেলিটক বর্ণমালা সিমের গ্রাহকদের জন্য ফেসবুক গ্রুপ।
আজ এ পর্যন্তই.......
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
আমি এই আগে একবার ১০/০২/১৫ তারিখে রেজিষ্টেশন করেছি কিন্ত আমার কোন মেসেজ আসে নাই। আমার পরে মানে ২০ তারিখের দিকে করেছে তার তো ঠিকি মেসেজ আসছে এবং সে সিম তুলছে। আমার প্রশ্ন হলো আমাকে কি আবার রেজিষ্টেশন করতে হবে না কি?