টেলিটক বর্ণমালা সিমের জন্য সঠিক ভাবে রেজিস্ট্রেশন করতে পাচ্ছেন না। বা ঝামেলা মনে করছেন। চিন্তা কি .. আমি আপনাকে পূর্নাঞ্জভাবে রেসিস্ট্রেশন করে দিব। টিউনটি দেখুন

আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই । আমি এতদিন একটু ঝামেলায় ছিলাম যেকারনে নিয়মিত লেখালেখি করতে পারিনাই। এমন কি বনসাই নিয়ে আমার ধারাবাহিক টিউনটাও ২ পর্ব লেখার পর আটকে আছে। যাইহোক আগামিকাল হতে ফ্রি হব আর তখন লেখাও শুরু করব বাকি পর্ব গুলো। এবার মূল বিষয়ে আসি...

গতবার হাজার হাজার স্টুডেন্ট আগামী সিমের জন্য শুধুমাত্র sms দিয়ে রেজিস্ট্রেশন করেছিল| কিন্তু, অনলাইনে রেজিস্ট্রেশন করে নাই|তাই, তারা আগামী সিম পায়নি |

আপনাদের জানানো যাচ্ছে যে বর্ণমালা সিমের জন্য  , sms দিয়েই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ নয় এরপর আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে|এই প্রক্রিয়া একটু জটিল হলেও আপনি 100% সিম পাবেন| যারা পূর্বে রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল করেছেন কিংবা অটো রিপ্লাই পাননি , তারা নতুনভাবে এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত লিখছি না কারন এটা নিয়ে এর মধ্যেই একটা টিউন হয়েগেছে।

টেলিটক ‘বর্ণমালা’ সিম সম্পর্কিত A টু Z পোস্ট ! ( সিমের জন্য রেজিষ্ট্রেশন + সিম সংগ্রহ)

তারপরও যারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পাচ্ছেন না বা প্রক্রিয়া টা ঝামেলা মনে করছেন  তারা শুধু মেসেজ রেজিস্ট্রেশন করে নিচের মত করে আমাদের কাছে পাঠিয়ে দিন  আমরা নিজ দ্বায়িত্বে ও সঠিক ভাবে আপনাদের ফর্ম পুরন করে দিব।

যেভাবে আমাদের মেসেজ বা কমেন্ট পাঠাবে।

1 মেসেজ রেজিস্ট্রেশন এ প্রাপ্ত Bornomala Reg No.
2.তোমার SSC রোল ও পাসের সন ও বোর্ড এর নাম।
3. যার নামে রেজিস্ট্রশেন হবে তার ভোটার আইডি নং
4. ভোটার আইডির সঠিক নাম, ঠিকানা ও বাবা মায়ের নাম ( সমস্ত নাম ভোটার কার্ড ধারির হতে হবে যেমন তার নাম তার বাবা মায়ের নাম, থানা, উপজেলার নাম ইত্যাদি।
5. পোষ্ট কোড যা ভেটার আইডিতে আছে।
৬ সঠিক জন্ম সাল যা ভোটার আইডিতে আছে।

৭. যে কাষ্টমার কেয়ার হতে সিম নিতে চান তার ঠিকানা

উদাহরন

Bornomala Reg No  45879

SSC Roll- 262526

Board- Dhaka

Year-2009   ( 1995-2014 পর্যন্ত সবাই করতে পারবে )

NID No-19933123072000045

Name: Imran Hossian

Date Of Birth- 28-9-1993

Father: Faruk Hossian

Mother: Morium Begum

Vill: Shakhahati    Post Code- 5741   Upozila- Sonatola     Zilla- Gaibandha

Customer Care - Bogra Teletalk Customer Care

***উপরের তথ্যগুলো আমাকে ফেসবুকে মেসেজ করে দিতে পার বা অথবা মোবাইলে মেসেজ করতে পার। 
মোবাইল নং-01511 98 45 15 ( রাত ৮ টার পর কল না করে মেসেজ করুন)

*** সম্পুর্ন ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেয়া হবে।

ফেসবুকে আমি

টেলিটক বর্ণমালা সিমের গ্রাহকদের জন্য ফেসবুক গ্রুপ।

টেলিটক বর্ণমালা ইউজার গ্রুপ

আজ এ পর্যন্তই.......

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই আগে একবার ১০/০২/১৫ তারিখে রেজিষ্টেশন করেছি কিন্ত আমার কোন মেসেজ আসে নাই। আমার পরে মানে ২০ তারিখের দিকে করেছে তার তো ঠিকি মেসেজ আসছে এবং সে সিম তুলছে। আমার প্রশ্ন হলো আমাকে কি আবার রেজিষ্টেশন করতে হবে না কি?

থেংকস । আসলেই এটি একটি অসাধারন পোস্ট ।

vai ami goto 3 feb reg krci & auto reply o paici.bt ami kobe nagat sim ta pabo er jnnno to kno sms pai nai?adao ki ami sim ta pabo……….

ভাইয়া সুযোগ টা কতদিন আছে?? আমি তো এবার পরিক্ষা দিচ্ছি, ফলাফল বেরোনোর পরে কি আমি সিমের জন্য আবেদন করতে পারবো???

    @লিটন ইসলাম নাঈম: 30 এপ্রিল পর্যন্ত। আর তাছারা আপনি যদি এ+ পন তবে আপনি তো আগামি সিমের জন্য রেজিঃ করতে পারবেন। ভালোভাবে পরীক্ষা দিন। যাতে এ+ পান

ak mobile diye koytar jonno apply kora jabe?

ভাই আমার অথবা আমার পরিচিত কারও টেলিটক সিম নাই। ত আমি কিভাবে sms পাঠাব?

যাদের অাইডি কার্ড নাই তারা কি করবে? জানাবেন প্লিজ।

    @ছানাউল্লাহ: যাদের স্টুডেন্ট আইডি নেই তারা যে বর্তমানে স্টুডেন্ট তার যে কোন একটা ডকুমেন্ট যেমন পরিক্ষার রেজাল্ট বা ভর্তির ডকুমেন্ট ইত্যাদির যেকোন কিছু থাকলেই হবে।

Level 2

অনেক অনেক ধন্যবাদ

আপনার সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। গত ২৫ তারিখ টেলিটক থেকে sms করে রেজিঃ করার পর অনলাইনেও ফরম পূরন করে সাবমিট করেছি। কিন্তু আমাকে এন পর্যন্ত কোনো SMS বা ইমেইল করা হয় নি। আমি কি করতে পারি তা জানালে উপকৃত হবো।

@দুরন্ত বালক: ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন।

@দুরন্ত বালক: Ohh but amar toh Teletalk sim nai. Even amr friend ra o use kore na. .

আজ রেজি করলাম, তো কবে সিম পাবো ?

আইজ্যাক নিউটন আমার টেলিটক সিম আছে । আমি আপনার উপকার করতে পারব ইনশা আল্লাহ ।

বুঝলাম না!
অটো রিপ্লাই মানে?
আমি প্রথমে মোবাইলে
রেজিঃ করে অনলাইনে
ফর্ম পূরণ করে
ফর্মটা ডাইনলোড করে
রাখছি পরে প্রিন্ট করার
জন্য। যাতে সিম আনার
জন্য সাথে করে ফর্মটি নিতে
পারি।
আমার কাজ কি
সফল ভাবে হয় নাই?

@মোঃ তারেক জামিল: ধন্যবাদ ভাই। আপনার ই-মেইল দেন ত।

Level 2

গত মাসের ১১ তারিখ থেকে এ যাবত আমি অনেকবার রেজিষ্টেশন করেছি কিন্ত কোন কাজ হয়নি ।কিন্তু শেষে গত মাসের ২৫ তারিখ বর্তমান নিয়মে রেজিষ্টেশন করেছি আজ সকালে আমার সিম গ্রহনের তারিখ সহ মোবাইলে মেসেজ এসেছে । কিন্তু আমি একটা সমস্যায় পড়েছি আমার ছোট ভাই এবং ছোট বোনের জন্য আমার সাথে রেজিষ্টেশন করেছি ওদের এখন ও মেসেজ আসেনি । কেন আসেনি ?

registation er jonno kun l,ink a jabo