সিম্বিয়ানে সকল ব্রাউজার সহ যেকোনো অ্যাপস এ বাংলা দেখুন ও পড়ুন (100% working) স্ক্রীনশট সহ

সিম্বিয়ান ব্যাবহারকারিদের বাংলা ফন্টের সমাধান

আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমত ভাল আছেন। আপনাদের দোয়াতে আমিও ভাল আছি। আমি টেকটিউন থেকে অনেক কিছুই পেয়েছি। কিন্তু কিছু দিতে পারিনি। তাই আজকে কিছু দেয়ার চেষ্টা করছি। আমার জন্য এই ই প্রথম কোন ব্লগে লিখা। অনেক কিছু চিন্তা করে ভয়ে ভয়ে আজ লিখতে বসলাম। কারণ বাংলা টেকনোলজির সবচেয়ে বড় এই প্ল্যাটফরমে অনেক বিজ্ঞ টিউনার আছেন। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি নির্ভুল টিউন দেবার জন্য। তবুও আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

অহ এতক্ষন ধরে তোঁ শুধু বক বক করছি। এবার মূল বিষয়ে আসিঃ
গত কয়েকদিন ধরে দেখছি যে সিম্বিয়ান ও জাভা মোবাইল এর অপেরা মিনিতে বাংলা ফন্ট ঠিকমতো পড়া যাচ্ছে না। মানে একই লিখা বার বার পুনরাবৃত্তি হচ্ছে।
আর তখনই এর সমাধান খুজতে থাকলাম। ইন্টারনেট এ। অবশেষে অনেক খুঁজাখুঁজির পর পেলাম। FontZoomer সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকেঃ http://qfs.mobi/f2044232
আশা করি আপনারা ডাউনলোড করে ফেলেছেন। ডাউনলোড সম্পন্ন হলে এখন জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন। এখানে সেটাপ ফাইল ও একটি (Solaiman Lipi.ttf) ফাইল আছে। সফটওয়্যারটি সাধারনভাবেই সেটাপ দিন। আপনার ফোন অথবা এক্সটারনাল মেমোরিতে। এখন যে মেমোরি তে সেটাপ দিয়েছেন সেই মেমোরিতে প্রবেশ করুন। এখানে Fontzoomer নামক একটি ফোল্ডার দেখতে পাবেন। এখন (Solaiman Lipi.ttf) ফন্টটি copy করে Fontzoomer ফোল্ডার এ নিয়ে যান। তারপর সেখান থেকে বের হয়ে Fontzoomer সফটওয়্যারটি open করুন। এখান থেকে option মেনু নির্বাচন করুন তাহলে Show Font List নামক option দেখতে পাবেন তাতে প্রবেশ করুন, এখানে অনেকগুল ফন্ট লিস্ট আকারে দেখতে পাবেন যার মধ্যে (Solaiman Lipi.ttf) ফন্টটি আছে। এখন এই (Solaiman Lipi.ttf) ফন্টটিকে Mark/ Select করবেন। আবার option মেনুতে গিয়ে Apply চাপুন তাহলে আপনার মোবাইলটি রিস্টার্ট চাইবে এবং তা ok করুন মোবাইল অন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আপনি যদি কাজটি সফলভাবে করতে পারেন তাহলে আপনি মোবাইল এর যেকোনো Browser(Like Opera Mini, Uc Browser, Default browser & other) এ বাংলা দেখতে পারবেন ও পড়তে পারবেন। এমনকি Whatsapp মেসেজ ডিফল্ট মেসেজিং সহ সকল অ্যাপস এ বাংলা সাপোর্ট করবে।
[বিশেষ দ্রষ্টব্যঃ বাংলা ফন্ট গুলো হালকা ভাঙা ভাঙা দেখা যাবে। তবুও নাই মামার চেয়ে কানা মামা ভাল।]
আর ও ভাল করে বুজার জন্য পুরো সেটাপ প্রক্রিয়াটি স্ক্রিনশট এ দেখুন।
screenshot1

Screenshot2

আশা করি সবাই কাজটি করতে পেরেছেন। তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এর মাধ্যমে জানাবেন। আর যাদের টেকটিউনে একাউন্ট নেই তারা আমাকে ফেইসবুকে মেসেজ করুন।

তাহলে আজকের মত বিদায় নিলাম। খোদা হাফেয।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

ফেইসবুকে আমি: https//:www.facebook.com/ahasan.habib.3781995

Level 0

আমি Ahasan Habib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

font er ekta sample dile ki hoto? dite parben na karon font venge vnge jai. lol

    @Ratul007: আমি তো বলেই দিয়েছি ফন্ট একটু ভেঙ্গে ভেঙ্গে যায়। তবুও পড়তে বা বুজতে পারবেন আশা করি। টিউনমেন্টের জন্য ধন্যবাদ।

কাজ যদি করে তো ভালো

অনেক আগে থেকে জানি। তারপর ও ধন্যবাদ।

@সাহেব বিশ্বাস: আপনি পুরু প্রক্রিয়াটি সফলভাবে করতে পারলে 100% কাজ করবে। টিউনমেন্টের জন্য ধন্যবাদ।

@Hanif Ahmed: আপনাকেও ধন্যবাদ।