আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হয়ত সকলেরই জানা। "গ্রামীণফোনের ৯৯ টাকায় ১জিবি" এ নিয়ে টিটিতে মনে হয় চল্লিশটার ও বেশী টিউন হয়েছে। এমনকি আমি নিজেও টিটির টিউন দেখে আমার ব্যক্তিগত সিমে ১জিবি আনার চেষ্টা করেছি, কিন্তু সফল হয় নি। তারা আমাকে "Sorry, you are not eligible for this offer." এই টাইপের একটা ম্যাসেজ দিয়েছিল। কিন্তু আজকে আবার ট্রাই করলাম। আবার তারা Sorry, you are not eligible for this offer. এই ম্যাসেজটা দিল। আজকের টিউনটি মূলত তাদের জন্য যারা আমার মত এরকম ম্যাসেজ পেয়েছেন বা পেয়েছিলেন।
হিসেব কইরা দেখলাম, এই প্যাকেজটি বা অফারটি নিলে মোটামুটি লাভই হয়। যেমনঃ আপনি এই প্যাকেজটি এক্টিভ করলে আপনার খরচ হবে ৯৯+১৫% ভ্যাট =১১৫টাকা। মেয়াদ ১০ দিন। তা এখন যদি আমি ১০ দিন পর পর এই প্যাকেজটি একটিভ করি তাহলে আমার মাসে ৩ বার একটিভ করতে হয়। তাহলে মাসে আমার বিল আসছে ১১৫x৩=৩৩৫টাকা মোট পাচ্ছি ৩জিবি, স্পীড ৫১২ কেবিপিএস। আর এমনি তে ১জিবি ডাটা কিনতে লাগে ৩৪৫টাকা। এই হিসিবে এই অফারটি একটিভ করা ভালোই। এখন চলুন দেখি কিভাবে এই অফারটি পাবেন।
প্রথমে আপনার ব্যক্তিগত সিম দিয়ে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। আপনি যদি এই অফারটি আওতাভুক্ত হন, তাহলে তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। আর যদি না হন তাহলে Sorry, you are not eligible for this offer. এরকম ম্যাসেজ আসবে। আপনি এই সিমটি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আসবে না। বলতে আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন না। তাহলে কিভাবে পারবেন? হে, দুটি উপয়ে পারবেন এই অফারটি উপভোগ করতে। ১) বন্ধ সিম, ২) নতুন সিম। কিছুক্ষন আগে আমি এই দুটি পদ্ধতিতেই সফল হয়েছি। তাই শেয়ার করছি।
পদ্ধতি১ঃ আপনার কাছে যদি কোন বন্ধ সিম থাকে(৩ মাসের বেশী বন্ধ), তাহলে সেটি চালু করুন। তারপর প্রথমে ১০ টাকা রিচার্জ করুন। তার পর 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তখন তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তখন আপনি ১১৫ টাকা রিচার্জ করে আবার 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তারা আপনাকে Congratulation জানিয়ে একটি ম্যাসেজ দিবে। তারকিচ্ছুক্ষন পর Confirmation ম্যাসেজ দিবে।
পদ্ধতি২ঃ নতুন সিম। আপনি যদি কোন নতুন সিম কিনতে পারেন তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন। একটি নতুন সিমে কিনে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তারপর তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তারপর টাকা রিচার্জ করে আবার ম্যাসেজ সেন্ড করুন। ব্যস... কাজ হয়ে যাবে।
এই দুই পদ্ধতিতে আজকে আমি কয়েকটা সিমে এক্টিভ করেছি। বাকি সিম গুলোর কথা বলতে পারছি না।
সৌজন্যেঃ নাইয়রি। সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। অথবা যোগদিন আমাদের ফেইসবুক গ্রুপে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
জানতাম