গ্রামীনফোনের ৯৯ টাকায় ১জিবি পাওয়ার ক্লিয়ার-কাট উপায়…

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হয়ত সকলেরই জানা। "গ্রামীণফোনের ৯৯ টাকায় ১জিবি" এ নিয়ে টিটিতে মনে হয় চল্লিশটার ও বেশী টিউন হয়েছে। এমনকি আমি নিজেও টিটির টিউন দেখে আমার ব্যক্তিগত সিমে ১জিবি আনার চেষ্টা করেছি, কিন্তু সফল হয় নি। তারা আমাকে "Sorry, you are not eligible for this offer." এই টাইপের একটা ম্যাসেজ দিয়েছিল। কিন্তু আজকে আবার ট্রাই করলাম। আবার তারা Sorry, you are not eligible for this offer. এই ম্যাসেজটা দিল।  আজকের টিউনটি মূলত তাদের জন্য যারা আমার মত এরকম ম্যাসেজ পেয়েছেন বা পেয়েছিলেন।

হিসেব কইরা দেখলাম, এই প্যাকেজটি বা অফারটি নিলে মোটামুটি লাভই হয়। যেমনঃ আপনি এই প্যাকেজটি এক্টিভ করলে আপনার খরচ হবে ৯৯+১৫% ভ্যাট =১১৫টাকা। মেয়াদ ১০ দিন। তা এখন যদি আমি ১০ দিন পর পর এই প্যাকেজটি একটিভ করি তাহলে আমার মাসে ৩ বার একটিভ করতে হয়। তাহলে মাসে আমার বিল আসছে  ১১৫x৩=৩৩৫টাকা  মোট পাচ্ছি ৩জিবি, স্পীড ৫১২ কেবিপিএস। আর এমনি তে ১জিবি ডাটা কিনতে লাগে ৩৪৫টাকা। এই হিসিবে এই অফারটি একটিভ করা ভালোই।  এখন চলুন দেখি কিভাবে এই অফারটি পাবেন।

প্রথমে আপনার ব্যক্তিগত সিম দিয়ে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। আপনি যদি এই অফারটি আওতাভুক্ত হন, তাহলে তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। আর যদি না হন তাহলে Sorry, you are not eligible for this offer. এরকম ম্যাসেজ আসবে। আপনি এই সিমটি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আসবে না। বলতে আপনি এই অফারটি উপভোগ করতে পারবেন না। তাহলে কিভাবে পারবেন? হে, দুটি উপয়ে পারবেন এই অফারটি উপভোগ করতে। ১) বন্ধ সিম, ২) নতুন সিম। কিছুক্ষন আগে আমি এই দুটি পদ্ধতিতেই সফল হয়েছি। তাই শেয়ার করছি।

পদ্ধতি১ঃ আপনার কাছে যদি কোন বন্ধ সিম থাকে(৩ মাসের বেশী বন্ধ), তাহলে সেটি চালু করুন। তারপর প্রথমে ১০ টাকা রিচার্জ করুন। তার পর 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তখন তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তখন আপনি ১১৫ টাকা রিচার্জ করে আবার 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তারা আপনাকে Congratulation জানিয়ে একটি ম্যাসেজ দিবে। তারকিচ্ছুক্ষন পর Confirmation ম্যাসেজ দিবে।

পদ্ধতি২ঃ নতুন সিম। আপনি যদি কোন নতুন সিম কিনতে পারেন তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন। একটি নতুন সিমে কিনে 1GB লিখে 9999 এ সেন্ড করুন। তারপর তারা আপনাকে টাকা রিচার্জ করার কথা বলবে। তারপর টাকা রিচার্জ করে আবার ম্যাসেজ সেন্ড করুন। ব্যস... কাজ হয়ে যাবে।

এই দুই পদ্ধতিতে আজকে আমি কয়েকটা সিমে এক্টিভ করেছি। বাকি সিম গুলোর কথা বলতে পারছি না।

এক নজরে নিয়ম গুলোঃ

  • ১ জিবি'র জন্য: “1GB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ১০ দিন)
  • ২৫০ এমবি'র জন্য: “250MB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ৫ দিন)
  • প্যাকেজ-এর স্পিড টায়ার ৫১২ কেবিপিএস
  • ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ২জি এবং ৩জি সকল গ্রাহকরা এই প্যাকটি কিনতে পারবেন।
  • SMS চার্জ প্রযোজ্য হবে না।

সৌজন্যেঃ নাইয়রি। সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। অথবা যোগদিন আমাদের ফেইসবুক গ্রুপে

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার খুব জানতে ইচ্ছে করে ১জিবি ডাটা দিয়ে কতদিন চলা যায়?

    @মুশফিকুর রহমান আবীর: এটা ব্যবহারকারীর উপর নির্ভর করে। ১জিবি ৩জি ডাটা আমি ৪ঘন্টায় শেষ করতে পারবো। আবার ইচ্ছা করলে ১০/৩০ দিনে ও শেষ করতে পারবো।

free mb hoile valo hoto………………

Via amar ei message ta ashche ami pabo ki. 😀
We are sorry to inform you that your current balance is not sufficient to avail the offer. Please recharge and try again.

    জি ব্রাদার, আপনি এই অফার এর আওতাভুক্ত। আপনাকেই খুঁজছে গ্রামীণফোন।… 😛

দারুণ!

পছন্দ হোল না অফার, আমার টেলিটক এ ভালা এর চাইতে মেয়াদ ৩০ দিন,

এই প্যাকেজ নিয়ে জিপি কে বড় লোক বানায়া কি লাভ?? তার থেকে ১এম্বিপি এস ব্রডব্যান্ড এর লাইন এখন মাত্র ৫০০টাকা।। তাউ দিবে ডাবোল স্পিড ২এম্বি পি এস।।আর এটায় তো কোনো লিমিট নাই।।আনলিমিটেট।।তার থেকে বড় কথা ইউটিউব মানে গুগলের স্পিড ১০এম্বিপিএস।।
এখন আপ্নি বলেন কোনটা নেয়া বেটার আপ্নার মত সিম দিয়ে নাকি ব্রডব্যান্ড নাকি ওয়াইম্যাক্স

    @নাইমুল ইসলাম শুভ: আপনার কথা যুক্তি আছে। কিন্তু এই ব্রডব্যান্ড তো আর সকল জায়গায় পাওয়া যাবে না। যেমন মনে করেন আমিও এই ব্রডব্যান্ড ইউজ করতে পারবো না। কারণ আমাদের এখানে ব্রডব্যান্ড সার্ভিস নেই। যেহেতু নেই, সেহেতু কম দামে যেটা পামু সেটাই ইউজ করমু। তার ছেয়ে টেলিটকের রেট ও কম।

    ধন্যবাদ…

Level 2

নাইমুল ইসলাম শুভ ভাই, ১/২ মেগা বিট/সেকেন্ড নাকি ১/২ মেগা বাইট/সেকেন্ড? একটু কষ্ট করে বলবেন।মানে mbps
নাকি MBPS? আর আপনি কথায় থাকেন?

gp internet er meiad kivabe barano jai?new tricks ta jana thakle help plz.

ভাই mb. কী মেয়াদ ভাড়ানো যাবে। জানালে খুব ভাল হত।

হারামী জিপিরে পারলে বাশ দিমু। তবুও এটা দিয়া নেট ব্যবহার করবোনা। ফ্রী এম পাইলে চালামু।

@zubaer1995: সহজ বাংলায় ব্রডব্যান্ড এর 1mbps লাইন এ স্পিড আসে 256KB/s

@zubaer1995: আর এটা আমি আমার এলাকার হিসাবে বলি নাই।।এটা সব জায়গার হিসাবে বলছি।।যদি ব্রডব্যান্ড এর লাইন এর থেকে বেশি দাম নেয় তাহলে তারা সরকারের নিয়ম মানছে না।।

তার চেয়ে আমার টেলিটকই ভালো আছে?

দরকার কি টেলিটক ৫০০০০০০০০০ %%%%% ভাল।।।কাম নাই এত কাপজাপ এর।।।

টেলিটকে ভ্যাট সহ ১১৫ টাকায় ১GB ইউস করি। এতো ভ্যাজাল করার দরকারই নাই। 😉

আমি ম্যাসেজ পাঠিয়েছিলাম We are sorry to inform you that your current balance is not sufficient to avail the offer. Please recharge and try again. এটা দেখাচ্ছে।আমি কি এই অফারটা পাব???

#কলিমদ্দি ভাই ধন্যবাদ।যদি পাই তাহলে খুব খুশি হব।

দরকার নাই 😛 ,,কলেজে পাবলিক ওয়াইফাই,,,

Level 2

@কলিমদ্দি: ভাই,1GB ভ্যাট সহ ১১৫ টাকা কিন্তু 250MB এর ভ্যাট সহ মূল্য কত?

Level 2

২৫০ মেগাবাইট ভ্যাট সহ মূল্য ৫৬.৩৫ টাকা (অফার)।