আপনার হাতের ছাপ (Fingerprint) দিয়ে আপনার নোকিয়ার Touch মোবাইলটি Lock/Unlock করুন।

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ,

মোবাইল আমাদের কাছে একটি প্রিয় জিনিস। বর্তমানে নোকিয়া একটি জনপ্রিয় ব্রান্ড। প্রায় সবারই ইচ্ছা হয় নোকিয়ার একটি ভাল মোবাইল ব্যবহার করার। এবং তাতে ভাল ভাল সফট্ওয়ার ব্যবহার করার। আর নোকিয়ার ভাল মোবাইল বলতে বর্তমানে Touch মোবাইলগুলোই সেরা। নিজের প্রিয় মোবাইলটি মানুষের হাত থেকে রক্ষা করার জন্য আমরা মোবাইলকে সুরক্ষা কোড দিয়ে সুরক্ষিত রাখি। এমন বিভিন্ন সফট্ওয়ার আছে যেগুলোর মাধ্যমেও মোবাইলকে সুরক্ষা রাখা যায়। কিন্তু আমি আজকে আপনাদের যে সুরক্ষা সফট্ওয়ারটির কথা বলব সেটি একেবারে ভিন্ন। এর Lock খোলা লাগা করতে প্রয়োজন হয় আপনার আঙ্গুলের ছাপ। আর এই ভিন্নধর্মী সফট্ওয়ারটির নাম হল "Fingerprint"। বাজারে এই সফট্ওয়ারটির দাম $4.99 ডলার। কিন্তু আপনাদেরকে আমি এই সফট্ওয়ারটির Crack Version উপহার দিলাম।

নিচে সফট্ওয়ারটির ওয়েবসাইট থেকে নেওয়া ইংরেজিতে এর সম্পর্কে কিছু তথ্য ও ব্যাবহার দিলাম।

Description When the FingerPrint screen pops up, you need to touch your finger to the screen to be "scanned" for your identity, there will be vibration and beep sounds during the scan. The phone will be unlocked not depend on whose finger it is, but on how many beeps or vibrations since your finger touch the screen 😉 Play the trick with your friend to show off your phone and make some fun with this top quality and most popular app TODAY!

How to use Unlock Condition (times) - Beep/Vibrate times to unlock - if you set it to 0, once your finger is removed, the phone will be unlocked! - if you set it to 3, remove your finger after hearing 3 beeps or the phone vibrate for 3 times, the phone will be unlocked! Otherwise, an "Access Denied" red box will be displayed 😉

দুইটা স্কিনশর্ট আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম

Unlock Screen

Options

তবে হ্যা আপনার মোবাইলটি যদি হ্যাক (Hack) করা না থাকে তাহলে আপনার মোবাইলে সফট্ওয়ারটি ইন্সটল হওয়ার সময় সার্টিফিকেট এক্সপায়ার্ট (Certificate Expired) বা Certificate Error contact the software publisher ইত্যাদি রকমের তথ্যাদি দেখাতে পারে। এজন্য হয় আপনার মোবাইলটি   হ্যাক করা থাকতে হবে আর না হলে সফট্ওয়ারটি আপনাকে সাইন (Sign) করে ঢুকাতে হবে। সফট্ওয়ারটি সাইন করার জন্য এখানে ক্লিক করতে পারেন।

এই সফটওয়ারটি যেসব মোবাইলে সাপোর্ট করবে তা হল-

Nokia: 5228, 5230, 5233, 5235, 5250, 5530, 5800, C6, N97, N97 Mini, X6, X7, C6

Samsung: GT i8910 Omnia

Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna

******************************************************************************************************************

অনেক কথা বললাম এখন ডাউনলোডের পালা। ডাউনলোড করুন এখান থেকে

ক্রুটি মার্জনীয়। আল্লাহ হাফেজ।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই….
NOKIA 6233 কি হবে…????

Level 0

ভাল, ধন্যবাদ।

c6 এ কি সার্পোট করবে ?

software ti ke joto ta valo mone korechhilam, USE korar por totota valo laglo na!!

    karon ei SOFTWARE ta sohojei UNLOCK kora jay & ekhane nijer HATER chhap er kotha bola hoise setao VUA!!!

    হ্যা আপনার কথা একদম ঠিক তবে কতবার বিপ (শব্দ) করার পর আনলক হবে সেটা তো আপনি ছাড়া কেউ জানবে না। আর যদি কেউ অনেকবার ট্রাই করে তাহলে তো খুলবেই। সবচেয়ে বড় কথা আপনার মোবাইলের ফুটানি। এই কথা তো আপনি ছাড়া আর অন্য কেউই জানবে না। ধন্যবাদ।

সম্পূর্ণ ভুয়া একটি SOFTWARE, আসলে কোন ধরনের হাতের ছাফ নয়, টেকনিক দিয়ে কাজ করে এটা, এর সাইতে কোড দিয়ে লক করাটাই নিরাপদ। এই SOFTWARE টা কে কাজের মনে করতাম তখনই, যদি এটা সত্যিই হাতের ছাফ দিয়ে কাজ করত। অনেক আগেই ধরা খেয়ে গেছি ভাই, তবুও আপনাকে ধণ্যবাদ, কষ্ট করে আরো অনেক কে ধোকা খাওয়ানোর জন্য।

    সফট্ওয়ারটা ভূয়া না। এটার কাজ করার সিস্টেমটা ভূয়া। কোড দিয়ে লক করা সবসময়ই নিরাপদ ছিল।
    সফট্ওয়ারটা অবশ্যই কাজের তবে সিকিউরিটির জন্য নয়। শুধুমাত্র বন্ধুদের মাঝে ফ্যাসানের জন্য।
    আপনি কি এমন ধরা খেয়েছেন। আর আপনার রিএক্টটিং দেখে মনে হচ্ছে যে আমি নিজেই বোধহয় সফট্ওয়ারটা বানিয়েছি।
    মন্তব্য করার আগে একটু একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। আমি কাকে কাকে ধোকা খাওয়াইলাম???
    মন্তব্যের মাধ্যকে আপনাকে বেশি খারাপ ভাষায় গালাগালি করতে চাচ্ছি না কারণ এটি টিটির নিয়ম বর্হিভূত।
    তবুও আপনার মত নির্বোধ, বেয়াদব আর ফাল্তু লোক টিটির টিউনের মন্তব্য না করাটাই ভাল।

ঐ একই কথা, শাক দিয়ে মাছ ঢেকে আর লাভ কি? সফট্ওয়ারটা দিয়ে বন্ধুদের বোকা বানাতে গিয়ে যাতে নিজেই যেন নিজেই বোকা হয়ে না যায় সেই লক্ষ্যে আগের মন্তব্যটি করা, আপনি এত রেগে গেলেন কেন? কাউকো বোকা বানানো কি এতোই সোজা মনে করেন?

ভাই টিউন তা ভাল হইছে। entertaining software. thanx a lot for the post…

Level 0

vi amar micromax qube java phone ta jonno ai software proyojon plz help

    দুঃখিত ভাইয়া। এটি শুধুমাত্র সামবিয়ান S60 V5 এর জন্য।
    জাভা সাপোর্টেট এইরকম সফট্ওয়ার পাওয়া যায় না।
    ধন্যবাদ।

vai amar nokia n97 er jonno sign kore din

Level 0

tune টি আমার দারুন লেগেসে ভাই, তবে এক্তা জিনিশ আমাকে হাসাল, সেতা হছে এখানে স্পস্ত করে বলে দেউয়া আসে যে এতা genuine finger lock na…. এক্তা নিরদিস্ত টাইম পর /বীপ পর খুলবে। এই কথা অনেকে বুজতে না পেরে ভুয়া সফটওয়্যার বলেচেন। আসলে অনারা জিনিস্ টি ভাল ভাবে না বুঝে মন্তব্ব করেছেন। আমার কাসে ত মনে হই এতা অনেক ভাল, কারন অনেক সময় security code dia lock করলে ওপেন করতে অনেক টাইম লাগে । সেয় তুলনাই এতা ত জতিল………অনেক কাজের এক্তা সফট ভাই……ছালায়ে জাআন।

    সবাই বাঙ্গালী !! বুঝেনই তো! তাও আবার শুধু বাঙ্গালী না “হুযুকে বাঙ্গাল” । এরা টিউন দেখে কমেন্ট করে না। কমেন্ট দেখে কমেন্ট করে।

    ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। 🙂

Level 0

@সুজন_কক্স: @সাইফুল ইসলাম: Sony Ericsson, Nokia, Iphone এ এটা Built in ছিল। তবে অনেকদিন পরে বুঝলাম এটা কোন LOCK নয়, কতক্ষণ চেপে রাখা হয় তারুপর Depend করে. jemon আমার N97 এ 3bar Scan করে বুঝায়…।তখন খুলে যায়। Link দেয়ার জন্য ধন্যবাদ

Level 0

ভাই উইন্ডোজ৭ ইটার্নিটি জেনুইন করার পদ্ধতি কি কেও বলতে পারেন।সিরিয়াল কি ছাড়া ………………………।।
জানালে আমি খুবি উপকৃত হোতাম ।আমার প্রতি মাসে উইন্ডোজ দেওয়া লাগে……………………………………………।

Level 0

vai eita kono finger print e kaz korena.. kaz kore apnar time er upore koto time apni etake tap mane touch kore rakhlen… amr kache ache android er ta jeta free oitay 3 bar bip or vibrt holei unlock hoy valo lagsilo.. but jerokom secure mone korsilam orokom na.. je keu dhore rakhle 3 time bip holei unlock hoye jay frnd er sathe moja neya jabe ar jodi dhora khai izzot jabe 🙂