চার জিবি র‍্যামের মোবাইল নিয়ে আসছে স্যামসাং!

স্মার্টফোনের হার্ডওয়্যারের যুদ্ধ যখন পরবর্তী ধাপে এগোচ্ছে, ঠিক সে সময়েই চার জিবি র‍্যাম সুবিধার ফোন তৈরির কথা ভাবছে স্যামসাং। আগামী বছরে স্যামসাংসহ অন্যান্য বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান চার জিবি র‍্যাম দিয়ে স্মার্টফোন বাজারে ছাড়বে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি এরই মধ্যে ২০ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিরির্ভর আট গিগাবিট লো পাওয়ার ডাবল ​ডেটা রেট ৪ (এলপিডিডিআর৪) মোবাইল ডিআরএএম (ডাইনামিক র‍্যানডম অ্যাকসেস মেমোরি) উত্পাদন শুরু করে দিয়েছে, যা ৪ জিবি মোবাইল র‍্যাম ব্যবহারের সুবিধা দেবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তৈরি আট জিবি এলপিডিডিআর৪ চিপ ৪ গিগাবাইট এলপিডিডিআর৪ প্যাকেজ তৈরির সুবিধা দেবে।
স্যামসাং তাদের অফিশিয়াল ব্লগে উল্লেখ করেছে, ইনপুট বাই আউটপুট ডেটা রেট প্রতি সেকেন্ডে তিন হাজার ২০০ মেগাবিটসের বেশি হওয়ায় নতুন এই র‍্যাম মডিউল আলট্রা এইচডি বা ফোরকে ভিডিও রেকর্ডিং ও প্রদর্শন এবং ২০ মেগাপিক্সেলের বেশি রেজুলেশনের ছবি ধারণ করা যাবে। সাধারণত পিসিতে ব্যবহৃত ডিডিআর৩ ডিআরএএমের চেয়ে নতুন এই র‍্যাম মডিউল দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। এ ছাড়া এই মোবাইল মেমোরি চিপটি শক্তি সাশ্রয়ী। এতে স্মার্টফোন ও ট্যাবে চার্জ কম খরচ হবে।
স্যামসাং ইলেকট্রনিকসের মেমোরি বিপণন বিভাগের নির্বাহী ভাইস চেয়ারম্যান জু সুন চোই বলেন, ‘২০ ন্যানোমিটার আট জিবি এলপিডিডিআর৪ চিপ তৈরির উদ্যোগ নিয়ে আমরা বড় মাপের মোবাইল ফোনগুলোতে আলট্রা এইচডি প্রযুক্তি উন্মুক্ত করার পথ সুগম করে দিচ্ছি। এ ছাড়া পিসি ও সার্ভারের ডিআরএমের তুলনায় এই চিপ কম শক্তি খরচ করে দ্রুতগতিতে কাজ করতে সক্ষম।’

জু সুন চোই আরও বলেন, ‘মোবাইল মেমোরি উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি। আমরা মোবাইল পণ্য নির্মাতাদের সঙ্গে ডিআরএমের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেম পরিবেশের সঙ্গে মানানসই র‍্যাম তৈরিতে কাজ করব।’ - প্রথম-আলো নিউজ।
আমার আরেকটি টিউন, সময় থাকলে দেখে আসবেন- দেশের শিক্ষার্থীরা কি আদৌ মেধাবী হচ্ছে নাকি মেধাশূন্য, বাংলাদেশের শিক্ষা পদ্ধতি কি ঠিক? আপনার মূল্যবান মতামত এর জন্য অপেক্ষায় রইলাম

ফেসবুকএ আমি।

Level 0

আমি নাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতি দিন এ নতুন নতুন ফোন এর খবর কিন্তু এগুলা আমার মতো আম জনতার কেনা সাধের বাইরে, দাম হাতের নাগালে আসার মতো সু খবর কবে দিবেন ভাই?