অসমর্থিত সূত্র হতে কিছুদিন আগে প্রাপ্ত তথ্য মতে এলজি জি ফ্লেক্স ২ বাজারে আসার কথা ছিল ২০১৪ এর শেষ নাগাদ। বাস্তবে বোধ হয় তেমনটা আর হচ্ছে না। কোরীয়ান কোম্পানি এলজি হয়তো আগামী ৬ জানুয়ারীতে শুরু হওয়া সিইএস এ তাদের বাঁকানো স্মার্টফোনটি অবমুক্ত করবে।
মূল জি ফ্লেক্সটির মতোই এই নতুন মডেলটিও ডিসপ্লে হবে বাঁকানো এবং তৈরি হবে প্লাস্টিক ওএলইডিতে । তবে আগের চেয়ে এই ফোনে বেশ কিছু পরিবর্তন আনা হবে। এর সেল্ফ-হিলিং কভার কোটিং হবে আগেরটির চেয়ে ভালো। আগেরটি চেয়ে জি ফ্লেক্স ২ আকারে ছোট কিন্তু ডিসপ্লের পিক্সেল রেজ্যুলেশন বেশি হবে। জি ফ্লেক্সে ছিল ৭২০*১২৮০ পিক্সেলের ৬ ইঞ্চি স্ক্রীন যা এই বড় আকৃতির ডিসপ্লের ক্ষেত্রে ততোটা মানানসই ছিল না।
যদিও হ্যান্ডসেটটির বিষয়ে এই মূহুর্তে আর বেশি তথ্য পাওয়া যায় নি, তবুও ধারণা করা যায় এটিও চালাবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপে। গত মাসে খবর শোন গিয়েছিল যে, আমেরিকাতে এলজি জি ফ্লেক্স ২ বাজারজাত করবে স্প্রিন্ট। কিন্তু মূল জি ফ্লেক্স স্প্রিন্টের পাশাপাশি এটিএন্ডটি এবং টি-মোবাইলের মাধ্যমে বাজারে এসেছিল। তাই এবারও সারা আমেরিকা ব্যাপি জি ফ্লেক্স ২ এর সরবরাহ নিশ্চিত থাকবে এমনটিই আশা ক্রেতাদের।
যাহোক, আগ্রহী গ্রাহকবৃন্দ স্যামসাং এর গ্যালাক্সি নোট এজের দেখা পেলেও তাদেরকে এখনও অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে এলজি’র জি ফ্লেক্স ২ এর দেখা পাওয়ার জন্যে।
THIS POST FIRST PUBLISH IN ITPROJUKTI.COM
আমি সজিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত দামী ফোন আমাদের নাগালের বাইরে,