তত্তাবধায়ক সরকারের সময় সিদ্ধান্ত হয়েছিল আমরা বাংলাদেশের মানুষেরা মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা পেতে যাচ্ছি। কিন্তু তারপর চলে গিয়েছে আড়াই বছর। কেউ কথা রাখেনি।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি সম্পর্কে আমাদের অনেকেরই পরিস্কার ধারনা নেই। যারা ব্যাপারটা জানেন তারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন আশা করি। মোবাইল নম্বর পোর্টেবিলিটি হচ্ছে আপনার মোবাইল নম্বর একই থাকবে কিন্তু আপনি যে কোন অপারেটরে শিফট করতে পারবেন। আপনার মোবাইল এর একটা ডিজিটও পরিবর্তন হবে না। মনে করুন আপনি অনেকদিন ধরে গ্রামীনের ০১৭১১২২৩৩৪৪ নম্বরটি ব্যবহার করছেন। আপনার পরিচিত-অপরিচিত সবাই আপনার মোবাইল নম্বরটি জানেন। যেহেতু অনেকদিন ধরে আপনি এই নম্বরটি ব্যবহার করছেন সেহেতু আপনি চাইলেও বর্তমান গ্রামীন পরিবর্তন করে অন্য অপারেটরের নতুন কোন সিমও কিনতে পারছেন না অনেক লোভনীয় অফার সত্তেও। সে ক্ষেত্রে আপনার পরিচিত-অপরিচিত কেউই আপনাকে পুরাতন নম্বরে পাবেনা। তাছাড়া কতজন কে আপনি ফোন/এস এম এস করে জানাবেন আপনার নতুন নম্বর ? আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ীক অসুবিধার কথা চিন্তা করে কখোনোই আপনি আপনার পুরাতন নম্বর পরিবর্তন এর কথা চিন্তাই করবেন না। মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা থাকলে এ সব নিয়ে আপনাকে আর কোন চিন্তাই করতে হত না । আপনার মোবাইল নম্বর ০১৭১১২২৩৩৪৪ থাকলেও আপনি যে কোন সময় যে কোন অপারেটরে শিফট করতে পারতেন। মনে করুন বর্তমানে বাংলালিংক সবচেয়ে কম রেটে কথা বলার সুবিধা দিচ্ছে। সুতরাং আপনি বাংলালিংকের গ্রাহক হয়ে যাবেন কিন্তু আপনার মোবাইল নম্বর ০১৭১১২২৩৩৪৪ এটাই থাকবে। আবার কিছুদিন পর হয়তো দেখলেন ওয়ারিদ এর কল ট্যারিফ সবচেয়ে কম,সুতরাং আপনি আবার ওয়ারিদে মাইগ্রেট করলেন। আপনার নম্বর কিন্তু ০১৭১১২২৩৩৪৪ ই থাকবে। কি ব্যাপারটা দারুন না? আসলেই দারুন।
উল্লেখ্য ভারতে কয়েক মাসের মধ্যে মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হতে যাচ্ছে। পাকিস্তানে সম্প্রতি এ সুবিধা চালু হয়েছে। এটা আমাদের দেশে চালু হবার কথা ছিল কিন্তু আমি যতটুকু শুনেছি গ্রামীনফোন এতে রাজি না। কারন এটা চালু হলে অন্য অপারেটরের গ্রাহক বাড়বে কিন্তু গ্রামীনের গ্রাহক সংখ্যা কমতে থাকবে। তাই গ্রামীনের কারনে এটা বন্ধ আছে। আমরা আশা করব সরকার এ ব্যাপারে এগিয়ে আসবে। যেভাবে সরকার এস এম এস ট্যারিফ কমাতে মোবাইল অপারেটরদের বাধ্য করেছে সেভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বাস্তবায়নে এগিয়ে আসবে। কারন ডিজিটাল বাংলাদেশ এর বাস্তবায়ন সম্ভব করতে হলে এ দেশের মানুষকে মোবাইল অপারেটরদের শোষন থেকে বাচানো জরুরি। সবাই ভাল থাকবেন।
আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।
ভাই দেশে এখন কোন কিছু এনালগে চলে না, সব ডিজিটাল……ঘুষ,ধান্দাবাজি সব ডিজিটাল………আমরা শোষিত হই ডিজাটাল ভাবে……টিউনটি সুন্দর হয়েছে……মোবাইল নম্বর পোর্টেবিলিটি খুব তাড়াতাড়ি চালু হোক এই আশাই করি।