আল্ট্রা স্লিম স্যামসাং স্মার্টফোন বাজারে আসছে সাশ্রয়ী দামে !

বিশ্বের অন্যতম সেরা টেকনোলজি কোম্পানি দক্ষিণ কোরীয়ার স্যামসাং ইলেক্ট্রনিক্স গত ৩১ অক্টোবর সিউলে অবমুক্ত করল দুটি নতুন ডিভাইস - ৫ ইঞ্চি পর্দার গ্যালাক্সি আলফা এ৫ ও ৪.৫ ইঞ্চি গ্যালাক্সি আলফা এ৩। কোম্পানিটি সফল সামাজিক যোগাযোগ স্থাপনে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে এই নতুন দুটি মোবাইল ফোন তৈরি করেছে। স্যামসাং-এর পক্ষ থেকে ট্রেন্ড-সচেতন ও তরুণদের জন্যে এ দু’টি ফোন এক বিশেষ উপহার। এগুলো পাওয়া যাবে ভিন্ন ভিন্ন রঙ ও আকারে যার সাহয্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খুব সহজেই গুরুত্বপূর্ণ মুহুর্তের ছবিগুলি সবার সাথে দ্রুত শেয়ার করা যাবে।

আল্ট্রা স্লিম স্যামসাং স্মার্টফোন বাজারে আসছে সাশ্রয়ী দামে

আল্ট্রা স্লিম স্যামসাং স্মার্টফোন বাজারে আসছে সাশ্রয়ী দামে

স্যামসাং এর প্রধান নির্বাহী এবং আইটি ও মোবাইল কমিউনিকেশনের প্রধান জে কে শিন গ্যালাক্সি এ৫ ও এ৩ এর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, "গ্যালাক্সি এ৫ ও এ৩ সুন্দর করে তৈরি ধাতব আবরণ, পাতলা ডিজাইন, উন্নত হার্ডওয়্যার এবং সর্বোচ্চ সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা দিবে। ডিভাইসদু’টি তরুণ ও ট্রেন্ড সচেতন ভোক্তার জন্যে আমাদের সবচেয়ে উন্নত গ্যালাক্সি অভিজ্ঞতা লাভের পরিসর বাড়াবে।"

স্যামসাং এ পর্যন্ত যতোগুলি স্মার্ট ফোন বাজারে এনেছে গ্যালাক্সি এ৫ ও এ৩ তার মধ্যে সবচেয়ে পাতলা- যথাক্রমে ৬.৭ এবং ৬.৯ মিলিমিটার পুরু মাত্র। ক্রেতার পছন্দ করার জন্যে এগুলি আছে নানান রঙে - মুক্তো সাদা, গভীর কালো, হালকা গোলাপী, মৃদু নীল এবং মদিরার সোনালী আভা। তরুণ ব্যবহারকারীরা এ ফোনদুটির ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করে নিজেদের ইচ্ছে মতো অনেক ভালো সেলফি তুলতে পারবেন। ওয়াইড সেলফি, পাম সেলফি, অ্যানিমেটেড জিআইএফ, বিউটি ফেস ফিচারস্ এবং রিয়ার-ক্যাম সেলফির মতো অত্যাধুনিক বৈশিষ্ট্যের ছবি তোলার কৌশল আছে এগুলির ক্যামেরায়। ছবি তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা ব্যাক্তির মুখ খুঁজে নিবে ও তাতে আলোকসম্পাত করবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং অ্যাডাপটিভ ডিসপ্লে প্রযুক্তি নিশ্চিত করবে প্রশস্ত উজ্জ্বল ছবি। এতে আরো আছে কোয়াড কোর ১.২ গিগাহার্টজ প্রসেসর, অাল্ট্রা-পাওয়ার সেভিং মোড, প্রাইভেট মোড ও মাল্টিস্ক্রিন। এর অ্যাডজাস্টেবল অডিও ব্যবহারকারীর পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী শব্দ নিয়ন্ত্রণ করবে। চীনসহ নির্ধারিত দেশের বাজারে এই নভেম্বরের মধ্যেই পাওয়া যাবে অপেক্ষাকৃত সাশ্রয়ী গ্যালাক্সি এ৫ ও এ৩।

Level 0

আমি মাটিবাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস