আমাদের অনেকের কাছেই ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোন নেই। ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোন দিয়ে গান শোনার মজাই আলাদা। যা সাধারণত বাজারে কিনতে পাওয়া হেডফোনে ওরকম মজা পাওয়া যায়না। ফলে আপনার মোবাইল অথবা ডিভাইস এ ভাল সাউন্ড কোয়ালিটি সিস্টেম থাকা সত্তেও আপনি গান শোনে সেরকম মজা পাবেন্না।
আজ আপনাদেরকে পরিচয় করে দিব এমন একটি হেডফোন এর সাথে যা থেকে আপনি পাবেন-
# সাউন্ড কোয়ালিটি পুরো ব্র্যান্ড এর অরিজিনাল হেডফোনের মত
# অসাধারন BASS
# দাম সস্তা
Brand name: CREATIVE
অনেকেই হয়ত এর সাথে পরিচিত। আমি এই হেডফোনের ফ্যান ২০০৭ সাল থেকে।
এই কম্পানির অনেক মডেল এর হেডফোন রয়েছে তার মধ্যে আমাদের দেশে পাওয়া যায় সবচাইতে ভাল যেটা সেটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব।
পিকচার গুলো দেখুন
এই হেডফোনটা সবচাইতে ভাল। এর নির্দিষ্ট কোন মডেল নেই। এই হেডফোনটি প্লাস্টিক বক্সের মধ্যে থাকে। এটি অরিজিনাল হেডফোন।এই রকম দেখতে বাজারে আরও হেডফোন পাওয়া যায়। সেগুলো নকল হেডফোন। আপনারা উপরক্ত পিকচার গুলোর মত same to same মিলিয়ে হেডফোন টি কিনবেন এবং সাউন্ড কোয়ালিটি চেক করলেই বুঝতে পারবেন। আর পিকচার এ যেমনটি দেখছেন ঠিক এই রকম হেডফোনটি কিনবেন। হেডফোনের দাম ২০০-৩০০ টাকা নিবে।
নিচে নকল হেডফোনের কিছু পিকচার দেয়া হল-
আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sure তো ভাই আমার টা কোন মতে চালাচ্ছি ওয়াল্টন এর সব কিছু ভাল হইলেও হেডফোন পুরাই ফালতু