লুফে নিন আপনার নোকিয়া সেটের জন্য ১১ টি Most Wanted এন্টিভাইরাস !!!

বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আমার এবারের টিউনের বিষয় হল- মোবাইলের এন্টিভাইরাস।
আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে থাকি। এজন্য মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং আপনার প্রিয় ডিভাইসটির বারটা বাজাতে পারে।
এছাড়া আরো অনেকভাবেই মোবাইলে ভাইরাস ঢুকতে পারে।
তাই আমার মতে সবারই মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ। আর একথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হলাম ১১ টি Most Popular এন্টিভাইরাস নিয়ে।
আর কথা বারালাম না। নিচে সবগুলোর তালিকা দিয়ে দিলাম। যার যেটা দরকার ডাউনলোড করে নিন। ইচ্ছা করলে সবগুলোই সংগ্রহে রেখে দিতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না !!
ভাল কথা সবগুলোই .sis ফাইল। অর্থাৎ Nokia N70,N72,N90,6630,6600,6670,6680,3230,9210 ইত্যাদি সেটের জন্য প্রযোয্য।

ডাউনলোড করতে ক্লিক করুন-

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এন্টিভাইরাস লাগে না

এন ৭০ ইউজ করি

ভালো কাজ়ে আসবে।

এন ৭২ ইউজ করি। কাজ আসবে।

Level 0

Bro thakle 5530 ar kico den………….

খুব ভাল কালেকসন ত……………………

ধন্যবাদ শেয়ার করার জন্য্।

ধন্যবাদ একটি সুন্দর টিউন করার জন্য ।

কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ………।।

Level 0

ভাই আমার nokia 2730c সেটের জন্য কি কোন antivirous আছে ।

    ভাই রঞ্জু, আপনার সেটটি সম্ভবত জাভা supported. আমার জানামতে “শুধুমাত্র জাভা” supported সেটের জন্য কোন এন্টিভাইরাস দরকার হয় না। ভাইরাস আপনার সেটে ঢুকবে কিন্তু আপনার ডাটার কোন ক্ষতি করতে পারবে না। এজন্য জাভা সেটের জন্য সীকৃ্ত কোন এন্টিভাইরাস নাই।
    তবে আমার কাছে একটি ভাল জাভা এন্টিভাইরাস আছে!!! এখান থেকে ডাউনলোড করুন- Kaspersky Antivirus for java

ভাই আমারটা nokia N81 কোন এন্টিভাইরাস আছে কি?

এন্টি ভাইরাস গুলু আসলেই কাজের আপনাকে অনেক অনেক ধন্যবাদ,এই সব এন্টি ভাইরাস গুলু আমদের সাথে শেয়ার করার জন্য।

    আপনাকেও কমেন্ট করার জন্য ধন্যবাদ আতাউর ভাই।

Level 0

কাজ হলে রেপু অবস্শয়।

    আশা করি অবশ্যই আপনার কাজে লাগবে।

    আশা করি আপনার কাজে লাগবে।

sob che valo kon ta?