বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আমার এবারের টিউনের বিষয় হল- মোবাইলের এন্টিভাইরাস।
আমরা অনেকেই মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে থাকি। এজন্য মোবাইলে ভাইরাস ঢুকতে পারে এবং আপনার প্রিয় ডিভাইসটির বারটা বাজাতে পারে।
এছাড়া আরো অনেকভাবেই মোবাইলে ভাইরাস ঢুকতে পারে।
তাই আমার মতে সবারই মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করা উচিৎ। আর একথা চিন্তা করেই আজ আপনাদের সামনে হাজির হলাম ১১ টি Most Popular এন্টিভাইরাস নিয়ে।
আর কথা বারালাম না। নিচে সবগুলোর তালিকা দিয়ে দিলাম। যার যেটা দরকার ডাউনলোড করে নিন। ইচ্ছা করলে সবগুলোই সংগ্রহে রেখে দিতে পারেন। কখন কোনটা কাজে লাগে বলা তো যায় না !!
ভাল কথা সবগুলোই .sis ফাইল। অর্থাৎ Nokia N70,N72,N90,6630,6600,6670,6680,3230,9210 ইত্যাদি সেটের জন্য প্রযোয্য।
টিউনটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখনেই বিদায় নিচ্ছি। আশা করি আরও সুন্দর টিউন নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে হাজির হতে পারব...।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
আমার এন্টিভাইরাস লাগে না
এন ৭০ ইউজ করি