রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন। মোবাইল নাম্বার টাইপ করার বক্স আসবে। এখানে কাংখিত নাম্বার টাইপ করুন যেমন 88011994429xx । এবার ডায়াল বাটনে ক্লিক করুন।
তবে দু:খের বিষয় হচ্ছে দৈনিক একটার বেশী কল করতে পারবেন না। তবুও মাগনা পাইলে আলকাতরাও ভালা।
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
কাজ করে। তবে বেশিক্ষণ কথা বলতে পারিনি। মনে হয় ১০ সেকেন্ড লাইন ছিল। চমৎকার একটা জিনিস দিয়েছেন অসংখ্য ধন্যবাদ।
খেয়াল করেন free সময় first পেজ া দেশ ানুযায়ি দেয়া াছে। াকজন ভাই মালয়েশিয়া কি করে 33 মিনিট কথা বললেন বুঝলাম না।
হয় হয় । আমি এই মাত্র করলাম । কিন্তু ১৮ সেকেন্ডে কেটে যায় অবশ্য তাদের ওয়েবসাইটেই লেখা আছে। যাক এতদিন পরে একটা সাইট পাওয়া গেল যেটা দিয়ে অল্প সময়ের জন্য ফোন করা যায় কোন রকম সাইন আপ ছাড়াই। ধন্যবাদ
অশেষ ধন্যবাদ চমৎকার জিনিস দিয়েছেন, দৈনিক 2 টা কল করতে পারছি, কিন্তু 23 সেকেন্ডে কেটে যায়।
সর্বোচ্চ কতক্ষন কথা বলা যায় রুবেল ভাই??