আসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ তালার রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো কিভাবে 😆 Symphony S200 এর ইন্টারনেট সমস্যার সমাধান। 😛
অনেক সময় আপনার সিমে ইন্টারনেট থাকার পরেও নেট চালু হয় না।এ
সময় Menu
থেকে setting এ জান।
তারপর Phone setting এ জান।
Time and date যান-set-
time/date এ গিয়ে টাইম টিক করে দিন।যেমনঃ১ টা বাজলে HH এর ঘরে ১৩ টা
করে দিন।
এরপর save করুন।
আবার Menu থেকে Services এ জান Data
Connection SIM এ জান।
নিজের কোন সিম দিয়ে নেট চালাবেন তা টিক করে
দিন।এবার ইন্টারনেট চালান।
ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
শুধু তাদের জন্য যাদের জানা নেই
আমি মোঃখায়রুজ্জামান বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 461 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বাপ্পি, পুরো নাম মোঃখায়রুজ্জামান বাপ্পি।সাধারন মানের একজন মানুষ,ভুল করি, ভুল স্বীকার ও করি। নিজের দুর্বলতা ঢেকে রাখতে চেস্টা করি না খুব একটা মানুষকে পর্যবেক্ষন করতে ভালো লাগে। ব্লগে তেমন লিখা হয়না। অনেক অনেক প্রিয় মানুষেরা লিখেন এখানে সেখানে… চেস্টা করি পড়তে। মাঝে মাঝে খেয়াল চাপে কিছু একটা লিখি। খুব...