Walton Primo EF2 – 1GB RAM, 1.3GHz Quad Core Processor, 5MP Camera and More

ওয়াল্টন প্রিমো ইএফ২ ফোন টি কিছু দিন আগেই ওয়াল্টন এর পক্ষ থেকে ঘোষণা হয়েছে। ডিভাইস টি ঈদের আগেই রিলিজ হচ্ছে। এটি তে বিশেষ ফিচার হিসেবে থাকছে, ১ জিবি র্যাম, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং আরও অনেক ফিচার। এটি তে আরও Android  কিটকাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম আপডেটেড থাকবে। এটিতে ৪০০ মালি জিপিইউ ও থাকছে। আইএসপি টাইপ ৪-ইঞ্ছি ডিসপ্লে দিয়ে তৈরি হবে ওয়াল্টন প্রিমো ইএফ২। এটিতে ১০৮০পি এইচডি ভিডিও প্লে-ব্যাক সাপোর্ট করবে। এটিতে ১৫০০ এম-এ-এইচ ব্যাটারি থাকবে এবং এটি ৩জি নেটওয়ার্ক সাপোর্টেড। ইতিমধ্যে তারা ফোন টির ছবি সহ, ফিচার গুলো তাদের ওয়েবসাইট এ দিয়ে দিয়েছে। যাইহোক, চলুন এক নজরে ফোন টির স্পেসিকেসণ এবং কনফিগারেশন দেখে নেই 🙂

Walton Primo EF2

  • (Processor) প্রসেসরঃ  ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর।
  • (RAM) র্যামঃ ১ জিবি।
  • (3G) ৩ জি নেটওয়ার্কঃ সাপোর্ট।
  • (GPU) জিপিইউঃ মালি ৪০০।
  • (OS) অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটকাট।
  • (Internal/রোম) ইন্টারনাল মেমোরিঃ ৪ জিবি।
  • (External) এক্সটারনাল মেমোরিঃ ৩২ জিবি
  • (Bluetooth) ব্লুটুথঃ ইয়েস, ভার্সন ৪।
  • Micro USB / মাইক্রো ইউএসবিঃ ইয়েস, ভার্সন ২।
  • Main Camera / মেইন ক্যামেরাঃ ৫ মেগা পিক্সেল
  • Front Camera / ফ্রন্ট ক্যামেরাঃ  ভিজিএ।
  • Lithium-ion টাইপ ব্যাটারি এবং  ১৫০০ এম-এ-এইচ ক্যাপাসিটি।
  • Flashlight / ফ্ল্যাশ লাইটঃ ইয়েস।
  • Display Size / ডিসপ্লে সাইজঃ ৪-ইঞ্চি ফুল এইচডি। 1080p Full HD ভিডিও প্লেব্যাক।
  • Sensors / সেনসরসঃ  Accelerometer (3D), Light (Brightness) এবং Proximity।
  • Sim slot / সিম স্লটঃ ডুয়েল সিম + ৩জি সাপোর্ট।
  • Release Date / রিলিজ ডেটঃ ঈদের আগে।

দাম / Price: এখনো অফিশিয়াল কোন ঘোষণা আসে নি, তবে আসা করা যাচ্ছে ৮০০০-১০০০০ এর মধ্যেই হবে 🙂 আমার প্রিডিকশন এটাই, আপনাদের টাও টিউমেন্টে জানাতে ভুলবেন না 😀

ধন্যবাদ সবাইকে 😀 🙂  ইচ্ছা করলে আমার সাইট টি ও ভিজিট করতে পারেন 😀 🙂

আমার সাইট ভিজিট করতে Click Here  😎

Credit goes to Walton 😀

আজ এই পর্যন্তই, পরবর্তীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে আসতে পারব 🙂

Level 1

আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর মিয়া, এন্ড্রয়েড চালাইছেন? ১৫০০ mAh ব্যাটারি। চার্জ দিতে লাগবো ৫ ঘন্টা, শেষ হইতে লাগবো ২ ঘন্টা হাহাহাহা। আমার গ্যালাক্সি এস থ্রির ২২০০ mAh ব্যাটারি নিয়া আমি এখন ভুগতাছি। 🙁

    @অয়ন হোসেন রাশেদ: হ ভাই ১৫০০ এম-এ-এইচ ব্যাটারি দেওয়াটা ঠিক হয় নাই । ব্যাটারি তে আরও improvement আনা ছিল । তবে Walton Primo G5 একই ফিচার নিয়ে, ব্যাটারি মোটামুটি ঠিক আছে 🙂

Level 0

ব্যাটারিটা মাইরালাইসে

ভালো…. এতো অল্প বয়সে খুব গুচানো টিউন…. অসাধারণ… চালিয়ে যাও ভাই…… কমেন্ট না করে পারলাম না….

ভালো…. এতো অল্প বয়সে খুব গুচানো টিউন…. অসাধারণ… চালিয়ে যাও ভাই.
কিন্ত ভাই তুমি লেখাপড়া কখন কর? এই কথা ভেবে তো আমার মাথা ঘুণ্টি দিতাছে।

@মিয়াজী (IIUC)
হুম ভাই, অনেক অনেক ধন্যবাদ কমেন্ট এর জন্য 🙂 কিন্তু দুঃখের বিষয় যখন দেখি একটা পোস্ট করার পর ওই টা কয়েক ঘণ্টার মধ্যেই আরও ২-৩ ব্লগে কপি হয়ে যায় 🙁 কপি করে ত করে কিন্তু কোন ক্রেডিট বা লিঙ্ক গুলো ও তুলে দেয় :/ । দেখেন, এই টিউন টাও কয়েক জায়গা আল্লাহ বাঁচাইলে কপি হয়ে গেছে 🙁

@tal_patar_bashi ধন্যবাদ টিউটমেন্ট করার জন্য 🙂 পড়ালেখা ও চলে কোন মতে 🙁 আসলে আমার ইচ্ছা পড়ালেখায় না কিন্তু পরিবারের জন্য পরতে হয় 🙁 তবে এটা জেনে রাখা ভালো যে, আমার ইচ্ছা টেক বিষয়েও না 😛 😀