ওয়াল্টন প্রিমো ইএফ২ ফোন টি কিছু দিন আগেই ওয়াল্টন এর পক্ষ থেকে ঘোষণা হয়েছে। ডিভাইস টি ঈদের আগেই রিলিজ হচ্ছে। এটি তে বিশেষ ফিচার হিসেবে থাকছে, ১ জিবি র্যাম, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫ মেগা পিক্সেল মেইন ক্যামেরা এবং আরও অনেক ফিচার। এটি তে আরও Android কিটকাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম আপডেটেড থাকবে। এটিতে ৪০০ মালি জিপিইউ ও থাকছে। আইএসপি টাইপ ৪-ইঞ্ছি ডিসপ্লে দিয়ে তৈরি হবে ওয়াল্টন প্রিমো ইএফ২। এটিতে ১০৮০পি এইচডি ভিডিও প্লে-ব্যাক সাপোর্ট করবে। এটিতে ১৫০০ এম-এ-এইচ ব্যাটারি থাকবে এবং এটি ৩জি নেটওয়ার্ক সাপোর্টেড। ইতিমধ্যে তারা ফোন টির ছবি সহ, ফিচার গুলো তাদের ওয়েবসাইট এ দিয়ে দিয়েছে। যাইহোক, চলুন এক নজরে ফোন টির স্পেসিকেসণ এবং কনফিগারেশন দেখে নেই 🙂
দাম / Price: এখনো অফিশিয়াল কোন ঘোষণা আসে নি, তবে আসা করা যাচ্ছে ৮০০০-১০০০০ এর মধ্যেই হবে 🙂 আমার প্রিডিকশন এটাই, আপনাদের টাও টিউমেন্টে জানাতে ভুলবেন না 😀
ধন্যবাদ সবাইকে 😀 🙂 ইচ্ছা করলে আমার সাইট টি ও ভিজিট করতে পারেন 😀 🙂
আমার সাইট ভিজিট করতে Click Here 😎
Credit goes to Walton 😀
আজ এই পর্যন্তই, পরবর্তীতে হয়ত আরও ভালো কিছু নিয়ে আসতে পারব 🙂
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধুর মিয়া, এন্ড্রয়েড চালাইছেন? ১৫০০ mAh ব্যাটারি। চার্জ দিতে লাগবো ৫ ঘন্টা, শেষ হইতে লাগবো ২ ঘন্টা হাহাহাহা। আমার গ্যালাক্সি এস থ্রির ২২০০ mAh ব্যাটারি নিয়া আমি এখন ভুগতাছি। 🙁