কেনো আন্ড্রয়েড মোবাইল আইফোন থেকে ভালো এবং আমার মোবাইল ব্যাবহার এর অভিজ্ঞতা ( মেগা টিউন )

অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । অনেকদিন ধরেই দেখছি যে কিছু মানুষ আন্ড্রয়েড কে বদনাম করে পোস্ট দিচ্ছে । কমেন্ট এ মানুষ বিরোধিতা করছে কিন্তু টিউন কেউ করে নি । তো আজকে আপনাদের কে আমি বলবো কেনো আন্ড্রয়েড মোবাইল আই ফোন থেকেও ভালো ।

আমার ব্যাবহার করা কিছু মোবাইল

আমি টিনেজার ...... প্রায় এক বছর হলো মোবাইল ইউজ করি । এখন পর্যন্ত আমি ৩টি মোবাইল ব্যাবহার এর সৌভাগ্য অর্জন করেছি । এই মোবাইল গুলো হলো

১ । স্যামসাঙ গ্যালাক্সি এস ২

এটি ছিলো আমার জীবন এর প্রথম মোবাইল । মোবাইলটি সত্যি অসাধারণ । এতে ছিলো ডুয়াল কোর প্রসেসর ও ১ জিবি র‍্যাম । আন্ড্রয়েড জিঞ্জার ব্রেড থাকলেও জেলী বিন এ আপডেট করে ছিলাম । ৪.৩ ইঞ্চি হলেও আমার সাথে ঝুব ভালো করেই মানিয়েছিল এটি ...... খুব ই স্লিম একটি সেট ছিলো ... কিন্তু পরে বিক্রি করে দেই ।

২ । আইফোন ৪ এস

আমার এক আঙ্কেল থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন ৪ এস কিনে নেই । আমার অ্যাকাউন্ট লক প্রব্লেম হয় নি । আই ফোন সত্যি চমৎকার । ইন্টারফেস ও ক্যামেরা কওয়ালিটি চমৎকার । তবে অনেক মোটা এবং ফ্রী অ্যাাপ্স খুবই কম  । এর জন্য এতো খুশি ছিলাম না...... জেইল্ব্রেক করার পর তো আরেক বিপদ... তা পরে জানাচ্ছি

৩। মাইক্রোম্যাক্স  ক্যানভাস এইছডি প্লাস

অসাধারণ একটি মোবাইল । এটি ১.৫ হেক্সাকোর প্রসেসর এ চলে এবং ১ জিবি র‍্যাম আছে এতে । ব্যাবহার করা হয়েছে কিটক্যাট ৪.৪ । এটি এখন ও ব্যাবহার করেছি এবং খুব ই সন্তুষ্ট । সব হাই গ্রাফিক্স গেম খেলেছি । কোনো ল্যাগ হয় না । খুব ই স্লিম একটি ফোন ......

এছাড়া খুব সল্প সময় এর জন্য ব্যাবহার করা কিছু ফোন হলো স্যামসাঙ এস ৫ , লুমিয়া ৯২০ , ওয়াল্টন এক্স ৩ , আইফোন ৫এস

অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না

এবার আসি আসল কথায়

কেনো আন্ড্রয়েড ফোন আইফোন থেকেও ভালো

আমি আগেই আপনাদের বলে দিয়েছি যে আমার আইফোন ও অ্যাাপেল দুটির ই অভিজ্ঞতা আছে। তো আমার অভিজ্ঞতা বা আইফোন চালানোর সামর্থ আছে কিনা এইসব বিষয় নিয়ে বাজে কমেন্ট করবেন না

১ । অ্যান্ড্রয়েড vs আইওএস অপারেটিং সিস্টেম

আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম খুব ই স্মুথ । এটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি এবং এটি কে কাস্টোমাইজ ও করা যায় জ=খুব সহজ এ । বিল্ট ইন লঞ্চার পছন্দ না হলে ব্যাবহার করতে পারেন থার্ড পার্টি লঞ্চার । ইউজার এর সব দরকার মিটিয়ে দেয় আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম । আপনার পছন্দের গান , ভিডিও সব খুব সহজেই উপভোগ করতে পারেন আন্ড্রয়েড এ । এটি কে খুব সহজেই কম্পিউটার এর সঙ্গে সংযুক্ত করা যায় এবং ফাইল আদান প্রদান করা যায় । এর জন্য আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যাবহার এর দরকার পরে না । স্টরেজ বারিয়ে নিতে পারেন ইচ্ছা মতো । আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর আরেকটি খুব ভালো ফিচার হলো এটি তে অনেক অ্যাাপ্স ডেভেলপ করা হয়েছে এবং তাদের মধ্যে ৮০ % হলো ফ্রী । অ্যাান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য অ্যাাভাস্ট , ক্যাস্পারস্কি এবং বিটডিফেন্ডার এর মতো বড় বড় কোম্পানি রা ফ্রী অ্যাান্টিভাইরাস সুবিধা দিচ্ছে এবং এগুলো ১% র‍্যাম ও খায় না । এটি তে আপনি ইচ্ছা মতো ফটো শেয়ার করতে পারেন যেকনো সফটওয়ার দিয়ে । আন্ড্রয়েড ৪.৪ এ ব্যাটারী লাইফ এতোই ভালো যে আমার ২০০০ মাহ ব্যাটারী ২ দিন টিকে ।

আবার আসি আইওস এ ...... আইওএস ৭ আমাকে মুগ্ধ করেছে । চমৎকার ইন্টারফেস আছে এই মোবাইল এ । তবে বেশি ফিচার পেলাম না । মোবাইলটি কে কম্পিউটার এর সাথে সংযুক্ত করতে আইটিউন এর সফটওয়্যার লাগে । এখন আমি যদি আমার ফ্রেন্ড এর বাসায় যাই এবং তার থেকে কিছু গান নিতে যাই কিন্তু তার কাছে আই টিউন্স সফটওয়্যার না থাকলে মহা বিপদ । আরেকটি জিনিষ খেয়াল করলাম তা হলো ব্লু টুঠ দিয়ে ফাইল শেয়ার করা যায় না আই ফোন এ । এটি সত্যি আমার খুব ই বাজে লেগেছে । অতঃপর ......... ফেসবুক / টুইটার এ ডাইরেক্ট ছবি শেয়ার হয় না । আমরা অ্যাান্ড্রয়েড এর ইন্টারফেস যেভাবে কাস্টমাইজ করতে পারি সেভাবে করতে পারি না আই অএস এর । ফলে ব্যাবহারকারীরা একই ইন্টারফেস এ বিরক্ত হয়ে যেতে পারেন যা খুব ই স্বাভাবিক । আই অএস এ ৯০ % অ্যাাপ হলো পেইড যা কিনা খুব ই বিরক্তিকর । আইফোন জেইলব্রেক করলে অনেক টা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অ্যাপেল তখন নোটিফিকেশান দিতে দিতে মাথা খেয়ে ফেলে এমন কি আপনার ফোন কে ডেড করার হুমকি ও দেয়

২ । হার্ডয়ার কনফিগারেশান

ব্র্যান্ডেড একটি অ্যাান্ড্রয়েড ফোন ৬০০০০ টাকায় আপনি যেই কনফিগ পাবেন তা তূলনামুলক ভাবে যথেষ্ট । আমরা স্যামসাং এস ৫ কে দেখতে পারি । এতে আছে অক্টাকোর প্রসেসর যা আপনার মোবাইল কে করে তুলবে সবচেয়ে দ্রুত গতির । এতে আছে ৩ জিবি র‍্যাম । আপনি খুব হাই গ্রাফিক্স গেম খেলতে পারেন খুব সহজ এ । ফিফা ১৪ , নিড ফর স্পীড মোস্ট ওান্টেড, অ্যাাস্ফাল্ট ৮ এর মতো গেম চলে খুব সহজেই । এতে আছে লাইট,প্রক্সিমিটি, ম্যাগ্নেটিক, এক্সেলেরমিটার ও হার্ট রেট সেন্সর । ব্যাবহার করা হয়েছে সুপার এমল্ড গরিলা গ্লাস যা আপনার টাচ এক্সপেরিয়েন্স কে করে তুলবে আকর্ষনীয় । আমার মাইক্রম্যাক্স টাই দেখুন না ...... সব গেম চালিয়েছি । খুব ই ভালো একটি ফোন । আমার সব চাহিদা মিটাতে পারে এই ফোন । আমার মাইক্রোম্যাক্স টি পরেছে ১৮০০০ টাকা । আমার টির ক্যামেরা ৮ মেগা পিক্সেল কিন্তু ওয়াল্টন এর ১৩ মেগা পিক্সেল এর মতো কোয়ালিটি

এবার আসি অ্যাপেল এ ......... অ্যাাপেল এ ব্যাবহার করা হয় ডুয়াল কোর প্রসেসর যা কি না এখন চাহিদা মিটানোর জন্য উপযুক্ত নয় । আই ফোন ৫ এস এ ব্যাবহার হয়েছে ১.৫ জিবি র‍্যাম । ক্যামেরা কোয়ালিটি খুব ই ভালো । তবে যেহুতু ডুয়াল কোর ব্যাবহার করা হয় ......... হাই কনফিগারেশান গেম গুলো আইফোন এর জন্য ডেভেলপ করা হয় না ............

আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারনা অ্যাপেল আইফোন এর ভিতরে সব নিজেদের যন্ত্র দেয় । কিন্তু এটি মোটেও সত্য না । নিচে দেখে নিন আইফোন এর ভিতর কোনগুলো অ্যাপেল এর যন্ত্র এবং কোনগুলো অন্য কোম্পানির

  • RF Micro RF3763 Power Amplifier-Duplexer (PAD) for B5 / 8 Dual PAD
  • Skyworks SKY77572 Band 18/19/20 Power Amplifier Device
  • Skyworks SKY77810 2G/EDGE Power Amplifier Module
  • Avago A792503 Band 25/3 Power Amplifier Device
  • Skyworks SKY77496 Band 13/17 Power Amplifier Device
  • TriQuint TQF6414 Band 1/4 Dual Power Amplifier Device
  • The touchscreen controller is Broadcom BCM5976A0KUB2G
  • The LTE Modem is Qualcomm MDM9615M
  • The LTE/HSPA+/CDMA2K/TDSCDMA/EDGE/GPS transceiver is Qualcomm WTR1605L
  • The RF power management IC is Qualcomm PM8018
  • The NAND flash is SK Hynix H2JTDG8UD3MBR 128 Gb (16 GB)
  • TriQuint TQM6M6224
  • Apple 338S1216
  • Texas Instruments 37C64G1
  • Skyworks 77810
  • Skyworks 77355
  • Avago A790720
  • Avago A7900
  • Apple 338S120L

তো আমরা দেখলাম অ্যাপেল নিজেরা কয়টা জিনিষ বানায় এবং কয়টা জিনিষ অন্য দের থেকে লাগায়

৩ । ফিচার অনুযায়ী দাম

একটি ডুয়াল কোর মোবাইল এর জন্য আপনি কখনই ৬০০০০ টাকা খরচ করতে চাইবেন না । যেখান এ ৩০০০ - ৪০০০ টাকায় অ্যাান্ড্রয়েড এ ডুয়াল কোর মোবাইল পাওয়া যায় । আই ফোন এর দাম এ মোবাইল কিনার সামর্থ থাকলেও আমি অ্যাান্ড্রয়েড কেই বেছে নিতে বলবো কারণ একই দাম এ আন্ড্রয়েড এ হাজার গুন ভালো মোবাইল পাবেন আপনারা । এবং ৬০০০০ টাকা দিয়ে আই ফোন কিনার পরে আবার পেইড অ্যাাপ্স এর জাল এ ফাঁসতে হবে আপনাকে । তাই আমি সবসময় ই অ্যাান্ড্রয়েড রিকমেন্ড করবো

শেষ কথা

এতো যুক্তি দিলাম মানুষ তাও আই ফোন কিনবে । আই ফোন কিনবে তারা যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারনাই নাই । তাদের কে যদি জিজ্ঞাস করেন যে কেনো আপনি আইফোন কিনবেন তারা স্বাভাবিক ভাবে বলবে এর দাম বেশি । তবে কেনো বেশি তা তারা কখনো বলতে পারবে না আমার বিশ্বাস । আর ইছু মানুষ আইফোন কিনে শুধু শো অফ এর জন্য । আই ফোন আসে দেখাইলে মনে হয় মাইয়া পইটা যাইবো 😀 😀 😀

তো সবাই আই ফোন কে বলুন নো এবং অ্যাান্ড্রয়েড কে স্বাগত জানান ।

অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না

ধন্যবাদ

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আই ফোন কিনবে তারা যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারনাই নাই।!!!!!!!!!!!!!!!!!!!! ????????????

অদ্ভুত! আপনি এটাও বলে দিলেন! যাক খুব ভালো বিতর্ক হবে আশা করি। আমি কিছু বলব না। আমি পাগলদের সাথে তর্ক করি না।

    Level 0

    @syed shaon: ভাই আমি পাগল না 😀 আমার মাথায় খালি একটু সমস্যা আসে 😀 😀 😛

Level 0

ওয়াল্টন এক্স৩ ব্যবহার করার অভিজ্ঞতা বলেন, মাইক্রোম্যাক্স ক্যানভাস এর ৮ মেগা পিক্সেল ওয়াল্টন এর সমান হবার কথা না তো কারন ওয়াল্টন এর টা ১৩ মেগা BSI সেন্সর, ক্যানভাস এর টা কি সেন্সর? আর ওয়াল্টন সেট এ যে 3rd generation gorilla glass দেন ৪৪১ ppi আছে এগুলা অপশন তো সামসাং এস৫ এ আছে, তাহলে কি ডিসপ্লে একি রকম ?

    Level 0

    @limon777: ভাই একটা জিনিষ ভিল করসেন ……… আমার মাইক্রোম্যাক্স ক্যানভাস এইছডি না……… এইছডি প্লাস …… ওয়াল্টন আরেক্স২ এটার থেকে রিব্র্যান্ড করসে । এবং এক্স৩ এর ক্যামেরা এর সাথে বলি নি আর এক্স ২ এর সাথে বলেছি । এক্স ৩ এর ক্যামেরা তো ফাটাফাটি

তথ্যবহুল সুন্দর পোস্ট।আমি ভাই অ্যান্ডয়েড এর পক্ষে।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @মোঃতাহসিন শেখ: আপনাকেও ধন্যবাদ

জটিল ,এই টিউন এ জটীল বিতর্ক হবে । আর ওঁই আইফোন আর জিপির দালাল টা আসলে তো কথাই নাই । বিপুক বিনুদুন পামু, ব্লগার মারুফ ভাই আইসা পরেন বিনুদুন লইতে চাইলে , আসা করি আমরা সবাই এইখান থেকে বিপুক বিনুদুন পাব । আচ্ছা ,আপনি কি ভাইয়া? নাকি আপু?

    Level 0

    @Technology Pagol: আমি তো ওই আইফোন ও জিপির দালাল এর অপেক্ষায় আছি 😀 । এবং আমি ছেলে -_- আমার নাম সুগত আহাদ 😛 এক সময় নিয়মিত টিউন করতাম ……

      @sugata: O , এখন দেখি না ত তাই চিনি না । তবে আসা করি আপনার টিউন আবার নিয়মিত হবে

        Level 0

        @Technology Pagol: ইনশাল্লাহ 😀

Level 0

আপনি ৩ হাজার টাকা দিয়ে আন্ড্রয়েড কিনতে পারবেন কিন্তু আইফোন পারবেননা। আর যে জিনিষ ধরা ছোঁওয়ার বাইরে থাকে সেটার মূল্য একটু বেশি এ লাগে, আন্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন অনায়াসে কিনতে পারে না কিন্তু আইফোন ব্যবহারকারীরা আন্ড্রয়েড অনায়াসে কিনতে পারে, আন্ড্রয়েড সবার হাতে হাতে কিন্তু আইফোন রেয়ার, তাতে আইফোন দুর্লভ বলা যাই সেখানে আন্ড্রয়েড সস্তা, আপনি আন্ড্রয়েড কিনেছেন শুনলে যতটা না কেউ আগ্রহ প্রকাশ করবে তার চেয়ে আইফোন কিনলে সবাই আপনার প্রতি অনেক বেশি আগ্রহ দেখাবে, যদি আপনার হাতে আইফোন থাকে তো আশ পাশ থেকে আপনার অগোচরে বলা হবে অমুকের একটা আইফোন আছে, আন্ড্রয়েড এর ক্ষেত্রে কিন্তু না, আর আইফোন এর স্কিউরিটি অনেক মজবুত এয় জন্য অন্য ডিভাইস এর সাথে ব্লুটুথ আদান প্রদান করতে দেই নাহ, এক কোথাই আইফোন ইজ আইফোন, আপনাকে সিম্পল একটা প্রশ্ন করি, এখন যদি বলা যাই আইফোন এক্সচেঞ্জ করবো আন্ড্রয়েড এর সাথে , শতকরা ৯৫% রাজি হয়ে যাবে এক্সচেঞ্জ করতে, কিন্তু যদি বলা যাই আন্ড্রয়েড এক্সচেঞ্জ করবো আইফোন এর সাথে, তখন লোকে পাগল বলবে, আর আইফোন এর চাহিদা কেমন গুগল এ একটু সার্চ করলেই বুঝবেন, এটা পড়ুন,

নতুন এ হ্যান্ডসেটে অ্যাপল নতুন কী প্রযুক্তি আনছে তা সবার আগে জানতে এরইমধ্যে ‘প্রতিযোগিতায়’ নেমে পড়েছেন প্রযুক্তিপ্রেমীরা।

এরই অংশ হিসেবে নিউইর্য়কের ফিফথ অ্যাভিনিউয়ের একটি বিক্রয় কেন্দ্রের সামনে ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গেছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেন বেনটনের টুইট করা এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ছবিতে দেখা যায়, আইফোন-৬’র জন্য অপেক্ষা করার প্রত্যয়ে রাতযাপনের জন্য ওই স্টোরের সামনে চেয়ারের ওপর শুয়ে পড়েছেন কয়েকজন। গায়ে হলুদ রঙের কম্বল জড়ানো। সুত্রঃ বাংলা নিউজ

আই ফোন কিনবে তারা যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারনাই নাই =এটা এমন যে একজন ইউনিভার্সিটি এর গণিত এর শিক্ষক কে বলা হোল আপনার গণিত সম্পর্কে কোনো ধারনাই নাই, গণিত সম্পর্কে ধারনা থাকলে আপনি স্কুল=আন্ড্রয়েড এর শিক্ষক হতেন, ইউনিভার্সিটি=আইফোন এর না, এক কোথাই আইফোন ইজ আইফোন……………।।

    @limon777: ভাইজান ,আপনি দেহি একটা কথা নিয়াই এত্ত বড় টিউমেন্ট দিলেন । সেইতা হল আইফোন এর দাম বেশি ।
    আপনি কমেন্ট এ কইলেন “”” আপনি ৩ হাজার টাকা দিয়ে আন্ড্রয়েড কিনতে পারবেন কিন্তু আইফোন পারবেননা। আর যে জিনিষ ধরা ছোঁওয়ার বাইরে থাকে সেটার মূল্য একটু বেশি এ লাগে, আন্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোন অনায়াসে কিনতে পারে না কিন্তু আইফোন ব্যবহারকারীরা আন্ড্রয়েড অনায়াসে কিনতে পারে, আন্ড্রয়েড সবার হাতে হাতে কিন্তু আইফোন রেয়ার, তাতে আইফোন দুর্লভ বলা যাই সেখানে আন্ড্রয়েড সস্তা, আপনি আন্ড্রয়েড কিনেছেন শুনলে যতটা না কেউ আগ্রহ প্রকাশ করবে তার চেয়ে আইফোন কিনলে সবাই আপনার প্রতি অনেক বেশি আগ্রহ দেখাবে, যদি আপনার হাতে আইফোন থাকে তো আশ পাশ থেকে আপনার অগোচরে বলা হবে অমুকের একটা আইফোন আছে, আন্ড্রয়েড এর ক্ষেত্রে কিন্তু না, আর আইফোন এর স্কিউরিটি অনেক মজবুত এয় জন্য অন্য ডিভাইস এর সাথে ব্লুটুথ আদান প্রদান করতে দেই নাহ, এক কোথাই আইফোন ইজ আইফোন, আপনাকে সিম্পল একটা প্রশ্ন করি, এখন যদি বলা যাই আইফোন এক্সচেঞ্জ করবো আন্ড্রয়েড এর সাথে , শতকরা ৯৫% রাজি হয়ে যাবে এক্সচেঞ্জ করতে, কিন্তু যদি বলা যাই আন্ড্রয়েড এক্সচেঞ্জ করবো আইফোন এর সাথে, তখন লোকে পাগল বলবে, আর আইফোন এর চাহিদা কেমন গুগল এ একটু সার্চ করলেই বুঝবেন, এটা পড়ুন, “”””
    এত বড় লেখার মুল কতা হইল আই ফোন এর দাম বেশি । তাই কারও আই ফোন থাকলে মানুষ বলে । টারা কিন্তু আই ফোন এর কোয়ালিটি দেখে বলে না , আই ফোন আসে এর মানে তারা বুজে যে এর মালিক বড় লোক । তাছারা আপনার একটা জিনিস ব্লুটুথ করা লাগে। কিন্তু আই ফোনে এইটা করতে পারবেন না সিকুরেটী এর জন্য । আরে একটা দরকারি জিনিস লাগে সেইতা নিতে না পারলে সিকিউরিটির গুস্টি কিলাই । কিন্তু android এ এই সমস্যা নাই । মোট কথা আই ফোন এর একটা দিক ই আসে জার জন্য এইটা জনপ্রিয় । সেইটা হল এর দাম ।

      @Technology Pagol: আসলেই বেপুক বিনুদুন পামু………
      কেমন সব আবাল দিয়াযে টিটি ভইরা গেছে বুঝতেই পারতাছিনা??

      ১। আবালে কয় আইফোন দিয়া ব্লুটুথ-এ কিছু পারাপার করা যায়না……
      কবে থইকা আইফোন চালানো ছারছে পাগোলটায়??? শেয়ারইট/জাপায়া দিয়া ওয়াইফাই এর বদোলতে এতদ্রুত পারাপার বাদ
      দিয়া কয় ব্লুটুথে পারাপার করতে।
      ২। আবার কয় আইফোনে সরাসরি এফবিতে ফুটো শেয়ার করা যায়না……
      কয়দিন আইফোন চালাইছে আবালডায়???? আইফোনে সরাসরি এফবি/ইন্ট্রাগাম-এ ফুটো শেয়ার করা যায়। হেই আবালে যদি তা নাপারে তাতে কি আইফোনের দোশ?

      আরো কিছু বলবো এখনা…..এবটু পরে………

        @শাহ্‌নেওয়াজ শাকিল: প্রথম কথা ব্যাবহার টা ভালো করতে শেখ দ্বিতীয় কথা কমেন্ট ভালভাবে না পরে উত্তর দিয়ে নিজেকে আবাল প্রমান কেন করেন আপনি কন এপ এর সাহায্য ছাড়া সরাসরি কি ব্লুটুথ এর কন কিছুই ট্রান্সফার করতে পারবেন না।

      @Technology Pagol: সহমত

      Level 0

      @Technology Pagol: ভাই মজা হইতাসে কিন্তু 😀

        @sugata: আইসা পরছি । এখন জোস বিতর্ক হবে । সামনে JSc । তাই পরার চাপে TT তে বেশি থাকতে পারি না, বন্ধ থাকলে সারা দিন TTতে পইরা থাক্মু

    @limon777: ভাই আপনার কথা শুনে আমি কিঞ্চিৎ পরিমান হাসলাম আপনি বললেন আইফোন রেয়ার তার কারন টা কি জানেন কারন এটার দাম বেশী। আমি আইফোন ৫এস আর সামসাং গ্লাক্সি এস৪ চালাচ্ছি এখন এ দুটার মদ্ধে কম্পেয়ার করলে আইফোন অনেক পেছনে পরে যায়।
    আর বললেন না আইফোন দেখলে মানুষ বলাবলি করে যে অই দেখ আইফোন তার পরে কি বলে জানেন আল্লাহ ই জানে ছেলেটা/মেয়েটা কতো না জানি ধনী।

      Level 0

      @জুবায়ের আহমেদ: ওরে ভাই জোস কথা কইলেন

      @জুবায়ের আহমেদ: হ ভাই ,এই কথা তা ত লিমন ভাইজান রে আগেই বলছিলাম । তবে কোন রিপ্লাই পাইলাম না । ভাইজান শুধু শুধু এই একটা কথা বলার জন্নই এত্ত বড় টিউমেন্ট দিলেন । সেইতা হল আই ফোন এর দাম বেশি । অইজে ওইটার মত । ৫০০ টাকার এনালগ ঘরিতে জা থাকে ৫০০০০ হাজারেরটায়ও তাই থাকে ।

        @Technology Pagol: সত্য বলতে জারা আইফোন ব্যাবহার করে তারা শুধু শো-অফ করার জন্য ব্যাবহার করে মানুষ কে দেখানোর জন্য সে কত ধনী এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট সেই গ্রীন স্পাইডার এর মতো

    Level New

    @limon777: আইফোন এক্সচেঞ্জ করবো আন্ড্রয়েড এর সাথে , শতকরা ৯৫% রাজি হয়ে যাবে এক্সচেঞ্জ করতে, আমিও আপনার সাথে সহোমত, আমাকে যদি কেউ বলে আইফোন এর সাথে আমার আন্ড্রয়েড এক্সচেঞ্জ করতে আমিও করবো , তারপর কি করবো জানেন ? কোনো একজন ব্রেন লেস ক্রিয়েচার এর কাছে আইফোন টা বেশি দামে বিক্রি করে দিয়ে আরো দুটা আন্ড্রয়েড কিনবো।

      Level 0

      @Parish: ভাই হাসি ধইরা রাখতে পারলাম না 😀 আমি আপনার লগে সহমত

        @sugata: আগেই কইচিলাম । বিপুক বিনুদুন পাওা যাবে

          Level 0

          @Technology Pagol: ভাই কি বলেন এই পোস্ট নিয়া পার্ট – ২ লিখমু ?????

      @Parish: মনের কথা কইচেন

        @Technology Pagol: অবশ্যই ,তারাতারি লিখেন , আরও বিনুদুন পাওা জাইব ,খালি বিনুদুন আর বিনুদুন ,এত বিনুদুন কই রাখমু , দালালটা কই? এখনো আসে না কেন?

    Level 0

    @limon777: ভাই এতো বড় কমেন্ট ????? আমি আপনার শেষ প্যারা টা নিয়ে কিছু বলবো …… যার টেকনলজি সম্পর্কে আইডিয়া আছে , সে যদি আইফোন ব্যাবহার করে…… এর মানে ইউনিভার্সিটি এর প্রফেসর ক্যাল্কুলেটর না ইউজ কইরা ছোট ছোট অঙ্ক বোর্ড এ করে 😀 😀 😀 😀 😛 😛

কে কোনটা ব্যবহার করবে তাহা নিতান্তই ব্যাক্তির নিজস্ব পছন্দের ওপর নির্ভর করে।

    Level 0

    @অনিক হাসান: হুম সত্যি কথা

Android না আসলে কোন কোম্পানিই ফোনের দাম কমাত না ।

    Level 0

    @মেহেদি আরেফিন লিখন: #সত্যি_কথা

    @মেহেদি আরেফিন লিখন: হুম ,এখন দেখে সবাই এন্ড্রইয়েড কিন্তাছে ,তাই তারা দাম ও কমায়া দিতাছে

      Level 0

      @Technology Pagol: চালাক কুত্তা

Level 0

বেশির ভাগ লোক (ধনী /ধনীর দুলালী) আইফোন দিয়ে শুধু ফুন কল করে আর রিসিভ করে।আমি আমার এন্ড্রয়েড দিয়ে যা কিছু করি তা আই ফুন বা উইনডোজ ফুন দিয়ে করতে গেলে অনেক বেগ পেতে হবে অথবা অযথা এপ কিনতে গিয়ে অনেক টাকা গচ্চা যেতে পারে। বড় কথা এন্ড্রয়েড আমার প্রয়োজন মিটাতে পারছে । আমার জীর্ন কুটির খানি ,সেজেগো আমার হৃদয়ের রানী।

    Level 0

    @S Rahman: হেহেহেহে

    @S Rahman: মেইন কথা , যাদের টাকা বেশি ,আর টাকার চাপে তাদের বারি ঘর ফুইট্টা গেতাছে ,তারা টাঁকা খরছ করার জন্য আই ফোন কিনে । ব্যাবহার করার জন্য নয় ,টাঁকা খরচের জন্য

Level 0

Bhai Apnakei To Khujchilam……..Ebar “IPhone EiTa IPhone Seta” Jara Kore Tader Mukhta Bondho Korar Sujog Paisi……………..

    Level 0

    @Khanboyz: 😀 কমেন্ট এর জন্য ধন্যবাদ

    @Khanboyz: আমি ও

@Sugata vai, onek din dhore id khulte cheyeu khola hoi ni….
bt apnar ai tune ta dekhe comment korar love ar samlate parlam na.
asole androwid e boss…. karon bisser eto lok to jene sune vul kortese na…
ar iphone premi der bolte chai…. tomra j eto iphone iphone koro… ta babara koijon nijer taka dea kena orginal windows chalasso. ar koi jon bijoy kine chalasso…
android er paid apps gula osadharon…
xperia z er rom customize kore walton x1 e chalano jai…
apnader i phone e ki ta kora jai???? ar j customize korte jane take nischoy kom jane bolben na….
apple nijey monne kore na j apnader i phone kena uchit….
tara seta mone korle obossoy tader set unlock kore chalano lagto na…

    Level 0

    @নীরব সূর্য: হুম …… অ্যাাপেল আমার ভালো লাগে না

    @নীরব সূর্য: ভালো করছেন একটা আইডি খুলে ।

iphone customer der phone er dam usul korar somoy dey,samsung er moto 2 din por por set ber kore na.tader brand value tara sobsomoy bojay rakhe.
iphone chalaite hoile mathay mal laage.android to polapaineo chalaite pare.

    Level 0

    @এনামুল হক: আমার লগে দেখা করেন 😀 দেখামু আমার মাথায় কতো মাল আসে 😛

      @sugata: এনামুল ভায়ের মাথায় ও ২-১ কেজি মাল ভইরা দিয়েন । বেচারা মালের অভাবে পাগলা হইয়া গেসে

        Level 0

        @Technology Pagol: হু হু

    @এনামুল হক: @এনামুল হক: vai ,আমি ৮ এ পরি , এহন আমার মত পুলাপান দেন জন্য এন্ড্রয়েড অনেক ভালো সুযোগ করছে , আপনার আইফোন ত এইতাও করলো না আমাদের জন্ন

      Level 0

      @Technology Pagol: আপনার ফেসবুক আইডি দেন 😀

        @sugata: এইনেন > facebook.com/farhan.sajid.12 । আর আই ফোন আর জিপির দালালদের ঢুকা নিষেধ

    @এনামুল হক: হা হা হা হা মানুষ তো সেটাই ইউজ করবে যা সহজলভ্য সাথে ভালোভাবে ব্যাবহার করা যায় আর সেটা ব্যাবহার করবে না যেটার কারনে তার ছাদের মাল ই শেষ হয়ে যায় কারন তখন সেই পোলাপান ই আপনাকে বলবে যে চাচা ছাদে মাল নাই।

      @জুবায়ের আহমেদ: হি হি হি ,মালের অভাব আসে উনার মাথায়

        @Technology Pagol: যে হারে খরচ করতেসে ভবিষ্যতে আর থাকে কিনা সন্দেহ ভাই।

          @জুবায়ের আহমেদ: হা হা হা

Level 0

কারা কারা পার্ট ২ আশা করছেন ??? 😀

    @sugata: আরে ভাই শুরু করে দেন না

    @জুবায়ের আহমেদ: @জুবায়ের আহমেদ: @sugata: হুম ,তারাতারি পার্ট ২ শুরু করেন , , আরও বিনুদুন পাওা জাইব ,খালি বিনুদুন আর বিনুদুন ,এত বিনুদুন কই রাখমু , দালালটা কই? এখনো আসে না কেন?

    @sugata: আমারে facebook.com/farhan.sajid.12 এ একটা মেসেজ দিয়া দিয়েন আপান্র পার্ট ২ এর লিংক দিয়া

ভাই পার্ট-২ টা লেখে একটু জানায়েন এখন জেতে হবে ভার্সিটি তে।

খুবই খুবই খুবই মজা পাইলাম। যদিও আমি এন্ড্রয়েট ভালবাসি।কম্পিউটার সফটওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় এ্র্যাপল এর অবদান সবচেয়ে বেশি। তারপও বলি বর্তমান সকল সুযোগ সুভিধা যদি পেতে চান তাহলে এন্ড্রয়েট ব্যবহার করুন। আর যদি ফ্যাশন দেখাতে চান আপনার অনেট টাকা থাকে তাহলে আইফোন ব্যবহার করুন। আর যারা মোবাইল কেনার জন্য এই সমস্ত লেখা গুলো কে গাইডলাইন হিসেবে নিতে চান তাহলে তারা বিপদে পড়ে যাবেন। আইফোন না এন্ড্রয়েট? কোনটা কিনবেন। যেমন আমাদের দুই নেত্রীর গলাবাজীতে দেশ শেষ হয়ে যাচ্ছে। আর সাধারণ জনগন ভাবছে কে ঠিক। আবার আইফোন না এন্ড্রয়েট? মত

আমি Android Phone ব্যাবহার করি আবার iPAD ও চালাই।দুইটা দুই রকম।দুইটার ই আলাদা আলাদা সুবিধা অসুবিধা আছে।আর একবার iOS’এ অভ্যস্থ হয়ে গেলে তা চালানো খুবি সহজ।তবে সত্যি বলতে Android অনেক বেশী User Friendly।

ভাইরা সবাই একটু gpr দালাল তাকে বান মারেন। কারণ সে আমাদের অপমান করসে । আমাদের জাতিকে অপমান করসে ।
ei link e giye ektu sohomot gapon koren…
http://techtunes.userecho.com/topic/502326-/

    @নীরব সূর্য:হুম ,ভোট দিছি

IOS / Android বিতর্ক কোন দিন ই শেষ হবার না। অবশ্য এই বিতর্ক থেকে ব্যাপক বিনোদন পাওয়া যায়। খুবই চরমপন্থি আচরণ দু তরফ এর ই। আমি নিজে দুটোই ব্যবহার করেছি। আমার কাছে Android বেশি ভাল লেগেছে। দামের বিচারে iPhone কিনার কোন যুক্তিকতা আমি খুজে পাইনি। iphoner leaning curve খানিক সহজ কিন্তু Android কে বুঝে ফেললে অসাধারন। Android হল – ফোন আমার , ইচ্ছা আমার যা খুশি তাই করব। আর iPhone হল আমি টাকা দিয়া দাসত্ব কিনেছি। তবে আমি চাই IOS আরো ভাল করুক। কারন প্রতিযোগিতা না থাকলে Android পিছিয়ে যাবে আর looser হব আমরা। ধন্যবাদ।

    Level 0

    @Partha Sarker:
    সবই যদি করতে পারেন, তাহলে আবার রুট করতে হয় কেন?

      @Rajan24: আই ফোন জেল্ব্রেক কেন করে তাহলে?

@Rajan24 খুব ই দামি কথা বলেছেন ভাই। ধন্যবাদ।

@sugata আপনার পোস্ট এর সাথে আমি একমত কিন্তূ দেশি ব্র্যান্ড ছেড়ে কেন বেশি টাকা দিয়ে ভারতীয় ব্র্যান্ডের মোবাইল কিনবেন। যেখানে দেশীয় ব্র্যান্ডের Walton RX2 এর দাম 14,990/ টাকা সেখানে কেন আপনি একই কনফিগারেশনের 18,000/ এর মত টাকা দিয়ে ভারতীয় ব্র্যান্ডের Micromax মোবাইল কিনবেন।