অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না
আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন । আমি ভালো আছি । অনেকদিন ধরেই দেখছি যে কিছু মানুষ আন্ড্রয়েড কে বদনাম করে পোস্ট দিচ্ছে । কমেন্ট এ মানুষ বিরোধিতা করছে কিন্তু টিউন কেউ করে নি । তো আজকে আপনাদের কে আমি বলবো কেনো আন্ড্রয়েড মোবাইল আই ফোন থেকেও ভালো ।
আমি টিনেজার ...... প্রায় এক বছর হলো মোবাইল ইউজ করি । এখন পর্যন্ত আমি ৩টি মোবাইল ব্যাবহার এর সৌভাগ্য অর্জন করেছি । এই মোবাইল গুলো হলো
এটি ছিলো আমার জীবন এর প্রথম মোবাইল । মোবাইলটি সত্যি অসাধারণ । এতে ছিলো ডুয়াল কোর প্রসেসর ও ১ জিবি র্যাম । আন্ড্রয়েড জিঞ্জার ব্রেড থাকলেও জেলী বিন এ আপডেট করে ছিলাম । ৪.৩ ইঞ্চি হলেও আমার সাথে ঝুব ভালো করেই মানিয়েছিল এটি ...... খুব ই স্লিম একটি সেট ছিলো ... কিন্তু পরে বিক্রি করে দেই ।
আমার এক আঙ্কেল থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন ৪ এস কিনে নেই । আমার অ্যাকাউন্ট লক প্রব্লেম হয় নি । আই ফোন সত্যি চমৎকার । ইন্টারফেস ও ক্যামেরা কওয়ালিটি চমৎকার । তবে অনেক মোটা এবং ফ্রী অ্যাাপ্স খুবই কম । এর জন্য এতো খুশি ছিলাম না...... জেইল্ব্রেক করার পর তো আরেক বিপদ... তা পরে জানাচ্ছি
অসাধারণ একটি মোবাইল । এটি ১.৫ হেক্সাকোর প্রসেসর এ চলে এবং ১ জিবি র্যাম আছে এতে । ব্যাবহার করা হয়েছে কিটক্যাট ৪.৪ । এটি এখন ও ব্যাবহার করেছি এবং খুব ই সন্তুষ্ট । সব হাই গ্রাফিক্স গেম খেলেছি । কোনো ল্যাগ হয় না । খুব ই স্লিম একটি ফোন ......
এছাড়া খুব সল্প সময় এর জন্য ব্যাবহার করা কিছু ফোন হলো স্যামসাঙ এস ৫ , লুমিয়া ৯২০ , ওয়াল্টন এক্স ৩ , আইফোন ৫এস
অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না
এবার আসি আসল কথায়
কেনো আন্ড্রয়েড ফোন আইফোন থেকেও ভালো
আমি আগেই আপনাদের বলে দিয়েছি যে আমার আইফোন ও অ্যাাপেল দুটির ই অভিজ্ঞতা আছে। তো আমার অভিজ্ঞতা বা আইফোন চালানোর সামর্থ আছে কিনা এইসব বিষয় নিয়ে বাজে কমেন্ট করবেন না
আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম খুব ই স্মুথ । এটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি এবং এটি কে কাস্টোমাইজ ও করা যায় জ=খুব সহজ এ । বিল্ট ইন লঞ্চার পছন্দ না হলে ব্যাবহার করতে পারেন থার্ড পার্টি লঞ্চার । ইউজার এর সব দরকার মিটিয়ে দেয় আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম । আপনার পছন্দের গান , ভিডিও সব খুব সহজেই উপভোগ করতে পারেন আন্ড্রয়েড এ । এটি কে খুব সহজেই কম্পিউটার এর সঙ্গে সংযুক্ত করা যায় এবং ফাইল আদান প্রদান করা যায় । এর জন্য আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যাবহার এর দরকার পরে না । স্টরেজ বারিয়ে নিতে পারেন ইচ্ছা মতো । আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর আরেকটি খুব ভালো ফিচার হলো এটি তে অনেক অ্যাাপ্স ডেভেলপ করা হয়েছে এবং তাদের মধ্যে ৮০ % হলো ফ্রী । অ্যাান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কে ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য অ্যাাভাস্ট , ক্যাস্পারস্কি এবং বিটডিফেন্ডার এর মতো বড় বড় কোম্পানি রা ফ্রী অ্যাান্টিভাইরাস সুবিধা দিচ্ছে এবং এগুলো ১% র্যাম ও খায় না । এটি তে আপনি ইচ্ছা মতো ফটো শেয়ার করতে পারেন যেকনো সফটওয়ার দিয়ে । আন্ড্রয়েড ৪.৪ এ ব্যাটারী লাইফ এতোই ভালো যে আমার ২০০০ মাহ ব্যাটারী ২ দিন টিকে ।
আবার আসি আইওস এ ...... আইওএস ৭ আমাকে মুগ্ধ করেছে । চমৎকার ইন্টারফেস আছে এই মোবাইল এ । তবে বেশি ফিচার পেলাম না । মোবাইলটি কে কম্পিউটার এর সাথে সংযুক্ত করতে আইটিউন এর সফটওয়্যার লাগে । এখন আমি যদি আমার ফ্রেন্ড এর বাসায় যাই এবং তার থেকে কিছু গান নিতে যাই কিন্তু তার কাছে আই টিউন্স সফটওয়্যার না থাকলে মহা বিপদ । আরেকটি জিনিষ খেয়াল করলাম তা হলো ব্লু টুঠ দিয়ে ফাইল শেয়ার করা যায় না আই ফোন এ । এটি সত্যি আমার খুব ই বাজে লেগেছে । অতঃপর ......... ফেসবুক / টুইটার এ ডাইরেক্ট ছবি শেয়ার হয় না । আমরা অ্যাান্ড্রয়েড এর ইন্টারফেস যেভাবে কাস্টমাইজ করতে পারি সেভাবে করতে পারি না আই অএস এর । ফলে ব্যাবহারকারীরা একই ইন্টারফেস এ বিরক্ত হয়ে যেতে পারেন যা খুব ই স্বাভাবিক । আই অএস এ ৯০ % অ্যাাপ হলো পেইড যা কিনা খুব ই বিরক্তিকর । আইফোন জেইলব্রেক করলে অনেক টা এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু অ্যাপেল তখন নোটিফিকেশান দিতে দিতে মাথা খেয়ে ফেলে এমন কি আপনার ফোন কে ডেড করার হুমকি ও দেয়
ব্র্যান্ডেড একটি অ্যাান্ড্রয়েড ফোন ৬০০০০ টাকায় আপনি যেই কনফিগ পাবেন তা তূলনামুলক ভাবে যথেষ্ট । আমরা স্যামসাং এস ৫ কে দেখতে পারি । এতে আছে অক্টাকোর প্রসেসর যা আপনার মোবাইল কে করে তুলবে সবচেয়ে দ্রুত গতির । এতে আছে ৩ জিবি র্যাম । আপনি খুব হাই গ্রাফিক্স গেম খেলতে পারেন খুব সহজ এ । ফিফা ১৪ , নিড ফর স্পীড মোস্ট ওান্টেড, অ্যাাস্ফাল্ট ৮ এর মতো গেম চলে খুব সহজেই । এতে আছে লাইট,প্রক্সিমিটি, ম্যাগ্নেটিক, এক্সেলেরমিটার ও হার্ট রেট সেন্সর । ব্যাবহার করা হয়েছে সুপার এমল্ড গরিলা গ্লাস যা আপনার টাচ এক্সপেরিয়েন্স কে করে তুলবে আকর্ষনীয় । আমার মাইক্রম্যাক্স টাই দেখুন না ...... সব গেম চালিয়েছি । খুব ই ভালো একটি ফোন । আমার সব চাহিদা মিটাতে পারে এই ফোন । আমার মাইক্রোম্যাক্স টি পরেছে ১৮০০০ টাকা । আমার টির ক্যামেরা ৮ মেগা পিক্সেল কিন্তু ওয়াল্টন এর ১৩ মেগা পিক্সেল এর মতো কোয়ালিটি
এবার আসি অ্যাপেল এ ......... অ্যাাপেল এ ব্যাবহার করা হয় ডুয়াল কোর প্রসেসর যা কি না এখন চাহিদা মিটানোর জন্য উপযুক্ত নয় । আই ফোন ৫ এস এ ব্যাবহার হয়েছে ১.৫ জিবি র্যাম । ক্যামেরা কোয়ালিটি খুব ই ভালো । তবে যেহুতু ডুয়াল কোর ব্যাবহার করা হয় ......... হাই কনফিগারেশান গেম গুলো আইফোন এর জন্য ডেভেলপ করা হয় না ............
আপনাদের মধ্যে অনেকেরই ভুল ধারনা অ্যাপেল আইফোন এর ভিতরে সব নিজেদের যন্ত্র দেয় । কিন্তু এটি মোটেও সত্য না । নিচে দেখে নিন আইফোন এর ভিতর কোনগুলো অ্যাপেল এর যন্ত্র এবং কোনগুলো অন্য কোম্পানির
তো আমরা দেখলাম অ্যাপেল নিজেরা কয়টা জিনিষ বানায় এবং কয়টা জিনিষ অন্য দের থেকে লাগায়
একটি ডুয়াল কোর মোবাইল এর জন্য আপনি কখনই ৬০০০০ টাকা খরচ করতে চাইবেন না । যেখান এ ৩০০০ - ৪০০০ টাকায় অ্যাান্ড্রয়েড এ ডুয়াল কোর মোবাইল পাওয়া যায় । আই ফোন এর দাম এ মোবাইল কিনার সামর্থ থাকলেও আমি অ্যাান্ড্রয়েড কেই বেছে নিতে বলবো কারণ একই দাম এ আন্ড্রয়েড এ হাজার গুন ভালো মোবাইল পাবেন আপনারা । এবং ৬০০০০ টাকা দিয়ে আই ফোন কিনার পরে আবার পেইড অ্যাাপ্স এর জাল এ ফাঁসতে হবে আপনাকে । তাই আমি সবসময় ই অ্যাান্ড্রয়েড রিকমেন্ড করবো
এতো যুক্তি দিলাম মানুষ তাও আই ফোন কিনবে । আই ফোন কিনবে তারা যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারনাই নাই । তাদের কে যদি জিজ্ঞাস করেন যে কেনো আপনি আইফোন কিনবেন তারা স্বাভাবিক ভাবে বলবে এর দাম বেশি । তবে কেনো বেশি তা তারা কখনো বলতে পারবে না আমার বিশ্বাস । আর ইছু মানুষ আইফোন কিনে শুধু শো অফ এর জন্য । আই ফোন আসে দেখাইলে মনে হয় মাইয়া পইটা যাইবো 😀 😀 😀
তো সবাই আই ফোন কে বলুন নো এবং অ্যাান্ড্রয়েড কে স্বাগত জানান ।
অবশ্যই কমেন্ট করবেন নাহলে পোস্ট করার আগ্রহ থাকে না
ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আই ফোন কিনবে তারা যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারনাই নাই।!!!!!!!!!!!!!!!!!!!! ????????????
অদ্ভুত! আপনি এটাও বলে দিলেন! যাক খুব ভালো বিতর্ক হবে আশা করি। আমি কিছু বলব না। আমি পাগলদের সাথে তর্ক করি না।