আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমার আজকের টপিক নিশ্চয় আপনি এতক্ষনে বুঝে পেলেছেন । তাহলে আর কথা না বলে শুরু করি ...
আমরা অনেকে এ আছি যারা Symbian S60v3 তে Skype চালানোর জন্য আহামরি হয়ে আছি । এটার জন্য আমি নিজেরও অনেক টা অপেক্ষা এ পহর দেখতে হয়েছে । তাই আপনাদের সাথে শেয়ার করা । যানি এটা আপনাদের একটু হলেও ভালো লাগবে । তাই শুরুতে আমি আপনাদের মূল্যবান মতামত আসা করি ।
এবার আসি কাজের কথায় ....
চুপটি করে নিচে থেকে আমার দেওয়ার Skype টা ডাউনলোড করুন
আসা করি সঠিক ভাবে আপনি এটা ডাউনলোড করে পেলেছেন । তাহলে দেরি না করে আপনি এটা আপনার মোবাইল এ সেটাপ করে পেলুন ।
এটাও সঠিক ভাবে করতে পারলে , আর তো কোন কথা নেই আপনার জন্য ।
সবকিছু ঠিক রেখে আপনি আপনার মোবাইল এর Defults সব কিছু রেখে আমার দেওয়া skype টা ওপেন করুন । সামনে কোন window আসলে তা ok করে ভিতরে প্রবেশ করুন । আপনার Skype ID + Password দিন । এবার কোন কানেকশান চাইলে আপনার মোবাইল এর কানেকশান দেখিয়ে দিন । তাহলে কিছুক্ষন পর আপনার সামনে একটা সাউন্ড করে স্কাইপি টা ওপেন হবে । তাহলে এবার আর কি এবার থেকে আপনিও ব্যবহার করুন আপনার মোবাইল এ Skype. আজ এই প্রযর্ন্ত । ভালো থাকবেন সবাই ।
আল্লাহ হাফেজ ।
আপনি কি ফরেক্স শিখতে চান তাহলে আপনি এখানে আসুন A-Z আছে তাও আবার বাংলাতে.
ফেসবুকে আমি এখানে
আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।
দেখি কি হয়। যদি কাজ হয় তাহলে অনেক অনেক ধন্যবাদ থাকবে। না হলেও ধন্যবাদ