প্রথমেই বলে নিচ্ছি এটা আমার প্রথম টিউন, দুঃখিত ! বলতে বাধ্য হচ্ছি, "ভুলভ্রান্তি ক্ষমা করার মানসিকতা না থাকলে এ টিউনটা আপনার পড়ারই দরকার নেই।" আর আপনার মোবাইল BB5 সিরিজের না হলে আপনার জন্যও এই টিউন নয়।
ফ্লাশিং সফটওয়্যার ক্রেডিটঃ নাঈম ভাই।
১. নকিয়া সুইট (আপনার মোবাইলের ড্রাইভার হিসেবে কাজ করবে)***
২. BB5 Easy service tool ( ___ বাই নাঈম)***
৩. আপনার মোবাইলের ফ্লাশ ফাইল।***
৪. আপনার মোবাইলটি (অবশ্যই)
৫. ইউএসবি ডাটা কেবল।
উপরের লিংক থেকে আগে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন।
আর আপনার মোবাইলের ফ্লাশ ফাইলগুলো কষ্ট করে এই সাইট থেকে খুঁজে ডাউনলোড করে নিন। ফ্লাশ ফাইল খুঁজতে সেটের মডেল নাম্বার না ব্যবহার করে RM নম্বর ব্যবহার করুন। RM না জানলে *#0000# এটা মোবাইলে প্রবেশ করিয়ে দেখে নিন। এবার ফ্লাশ ফাইল সম্পর্কে একটু ব্রিফিং দিয়ে নিই।
ফ্লাশ ফাইল হয় সাধারণত ৩টি। যথাঃ MCU, CNT, PPM
mcu ফাইলের কমন এক্সটেনশন - (.mcusw)[এটা আসল সিস্টেম ইমেজ ফাইল]
cnt ফাইলের কমন এক্সটেনশন - (.image_ora_pl)[এটা ইউজার ডাটা ফাইল]
ppm ফাইলের কমন এক্সটেiনশন - (.ppm_ms)[এই ফাইলের আন্ডারস্কোরের পরে _ms না থাকলে বুঝবেন এটাতে বাংলা নাই, আর হ্যাঁ এটা কিন্তু ল্যাংগুয়েজ ফাইল]
১. প্রথমে সফটওয়্যার দুটি ইন্সটল করুন।
২. নকিয়া সুইটে আপনার সেট ইন্সটল করে নিন।
৩. এবার BB5 Easy Service Tool সফটওয়্যারটি অপেন করুন। এবং পাঁচ নং ট্যাব, Flashing ট্যাবে চলে যান। ঠিক এইরকম দেখাবে-
৪. এখানে এই মুহুর্তে আমার BB5 Series মোবাইল না থাকায় প্রত্যেকটা ধাপ দেখাতে পারলাম না বলে দুঃখিত। তবে আগে আমি এটা দিয়ে ফ্লাশ করেছিলাম আমার নকিয়া x2-00 সেট, তাই ১০০% নিশ্চিত এটা কাজ করবে।
৫. এই ইন্টারফেসটি আপনার সেটটিকে ডিটেক্ট করতে পারলে ব্লাক উইন্ডোটিতে মোবাইলের মডেল সহকারে অন্যান্য তথ্য দেখাবে। আর প্রথমে না দেখালে মোবাইলটি খুলে আবার সংযোগ করুন।
৬. এবার নিচের ছবির মতো চেকবক্স গুলো দিয়ে নিন। use INI এর চেকবক্স তুলে দিন এবং manual এর চেকবক্স বসিয়ে দিন।
৭. এবার ধাপে ধাপে ফাইল তিনটি সিলেক্ট করে দিন। আর হ্যাঁ select model বক্সে আপনার সেটের RM মডেল সিলেক্ট করে দিন।
৮. ফাইলগুলো দেখিয়ে দিতে প্রথমে নামের একেবারে বামদিকের চেকবক্সে টিক দিয়ে নামের মধ্যে ক্লিক করে ফাইল গুলো দেখিয়ে দিন। 1,2,3 দেখে বিভ্রান্ত হবেন না, অনেক মোবাইলে ২টি অথবা ৩টি সিএনটি ফাইল থাকে, যেগুলোর একটি সেগুলোর জন্য 1 ক্লিক করে সিলেক্ট করে দিন।
৯. এবার সব কিছু আবার ঠিক আছে কি না চেক করে, ফ্লাশ বাটন ক্লিক করুন।
১০. সবকিছু ঠিক থাকলে ১মিনিটের মধ্যেই আপনার সেট ফ্লাশ হয়ে যাবে।
[আর হ্যাঁ এটা দিয়ে আরো অনেক কিছু হয়, যারা এডভান্স ইউজার, তারা এমনিই বুঝতে পারবেন।]
ও হ্যাঁ আরও একটা কথা বলে দিচ্ছি, যা করবেন নিজ দায়িত্বে করবেন। বিপদে পড়লে সাহায্য করব ঠিক আছে, কিন্তু আমাকে দোষারোপ করে কোন কাজ হবে না বললাম। তবে সমস্যা না হওয়ারই কথা, এটা কিন্তু ডেড ফ্লাশও সাপোর্ট করে। তাই যদি একবার ভুলে সেট ডেড ও করে ফেলেন কোন সমস্যা নাই... হা হা 😀 ।
তো আর কি টিউমেন্ট বক্সে দেখা হবে আজকের মতো বিদায়। টিউন কেমন হলো জানাবেন কিন্তু!!!
(প্রথম টিউমেন্টে সাপোর্টেড সেটগুলোর একটা লিষ্ট দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্য! )
আমি মোঃ মামুনুর রশিদ মিল্টন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"যা ভাবি তা বাস্তবে করার চেষ্টা করি। আমার একটা অদ্ভুদ স্বপ্ন আছে, জানি না আর কত অপেক্ষা করতে হবে সেটা বাস্তবে রুপান্তরিত করতে। তবে হ্যা, আমি কিন্তু নিজেকে অন্য অনেকের চেয়ে একটু ব্যতিক্রম মনে করি। জানি না এটা কোন মানসিক রোগ কি না ! আশা করি আমার টিউন গুলোর মাধ্যমে...
সাপোর্টেড সেটঃ
Nokia 3110c, Nokia 3250, Nokia 5500, Nokia 6085, Nokia 6125, Nokia 6126, Nokia 6131, Nokia 6136, nokia 6151, Nokia 6233, Nokia 6234, Nokia 6270, Nokia 6280, Nokia 6630, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 7373, Nokia 7370, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73,, Nokia N80, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia E50, Nokia E60, Nokia E61, Nokia E62, Nokia E70, Nokia 3250, Nokia 5200, Nokia 5300, Nokia 5500, Nokia 5570, Nokia 5700, Nokia 6085, Nokia 6125, Nokia 6126,Nokia 6131,Nokia 6136,nokia 6151,Nokia 6233,Nokia 6234, Nokia 6270, Nokia 6280, Nokia 6282, Nokia 6288, Nokia 6300, Nokia 6708, Nokia 6630, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 7373, Nokia 7370, Nokia 7390, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N73, Nokia N75, Nokia N76, Nokia N77, Nokia N80, Nokia N90, Nokia N91, Nokia N92, Nokia N93, Nokia N95, Nokia E50, Nokia E60, Nokia E61, Nokia E61i, Nokia E62, Nokia E65, Nokia E70, Nokia E90
—————
john_milton
—————