F-Secure Anti-Theft for Mobile মোবাইল চুরির দিন শেষ ।

আল্লাহর নামে আরম্ভ করিতেছি, যিনি করুণাময় ও অতীব দয়ালু  ।

টেকটিউনসে মোবাইল চুরি প্রতিরোধক একটা টিউন দেখেছিলাম অনেক আগে Guardian-Mobile । এটা আমার মোবাইলে অনেক চেষ্টা করার পরও ইনষ্টল করতে পারলাম না । কারণ ওটা ইনষ্টল করতে গেলে মোবাইল হ্যাক করতে হবে । এত এত চেষ্টার পরও আমি fail করলাম, হ্যাক করতে পারলাম না । এতটাই যে গাধা আমি । আমার মতো গাধাদের কথা চিন্তা করে হয়ত এই F-Secure Anti-Theft for Mobile বানানো হয়েছে । এটা ইনষ্টল করতে আপনার মোবাইল আর হ্যাক করতে হবে না । আপনি শুধু Ovi Store থেকে আপনার মোবাইলে ইনষ্টল করুন । Ovi Store থেকে ইনষ্টল  করার নিয়ম সবার জানা আছে নিশ্চয় । আপনার নকিয়া একাউন্ট দিয়ে Ovi এ লগিন করুন । software এর ভান্ডার Aplications খেকে F-Secure Anti-Theft খুজে না পেলে search দিয়ে দেখতে পারেন । মোবাইল ইন্টারনেট ব্যবহার করলে সবচেয়ে ভাল হয় ।

F Secure 1

অথবা

আপনি এখান থেকেও ডাউনলোড করে মোবাইলে ইনষ্টল করতে পারেন । নিচের পেজটি ওপেন হওয়ার পর আপনার নিদির্ষ্ট phone select  করুন  তারপর ডাউনলোড করুন  ।

tune3

 ইনষ্টল করার পর মোবাইল মেনুতে F-Secure আইকন দেখতে পাবেন সেখান থেকে ওপেন করুন এবং 

  

tune1

সেটিং এ যান -

tune2 

Lock Code দিন আপনার ইচ্ছামতো, (যে কোডটি না জানার কারণে চোর আপনার মোবাইল চিরদিনের জন্য ব্যবহার করতে পারেনা )
Remote lock - on
Lock when sim changed - yes (sim changed করার পর মোবাইল অন করলে অটোমেটিক লক হয়ে যাবে)
SMS alert number - আপনার পরিবারের কারো নম্বর দিন যেন চোর sim change সাখে সাথে আপনি সেই নম্বরটি পেয়ে যাবেন ।

 আপনার কাজ এবার শেষ । আপনি নিশ্চিন্তে আপনার মোবাইল ব্যবহার করতে পারেন । ভুর ক্রমে যদিও কেউ চুরি করে ফেলে সেই চোরের আর রেহাই নেই ।

  "পালিয়েছি দোস্ত, একদম নেটওর্য়কের বাইরে" সেটা অন্ততপক্ষে মোবাইল চোরকে বলতে দেয়া যাবে না ।

 হ্যা, মাঝে মাঝে আপডেড করতে ভুলবেন না ।

  নকিয়া ছাড়া নিম্মলিখিত কোম্পানির ফোনে ইউজ করতে পারবেন ।

  • Google
  • HP
  • HTC
  • Motorola
  • Palm
  • Samsung
  • Sony Ericsson
  • Toshiba
  • Vodafone
  • Level 0

    আমি দেলোয়ার খতিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 381 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও পরিবর্তন হয়ে যায় ।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    আসলেই কাজের জিনিস!!!!!
    এখন বলতে হবে কেনো এতোদিন পাই নি তোমায় !!!!!!
    নিজের ব্যবহারের জিনিস গুলোর মধ্যে মোবাইল খুবই প্রিয় একটা জিনিস। যদি না সেই প্রিয় জিনিসটি চুরি হয়ে যায় বা মিস হয়ে যায় তা-হলে আর চিন্তার কারণ নেই।
    তার সমাধান সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই টিউন-এ। আশা করি সবার কাজে আসবে।

      ভাইয়া… আপনি খুবই দরকারী একটা বিষয়… পোষ্ট করেছেন..! আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    দেশান্তরী ভাই : অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

    Level 0

    ধন্যবাদ দেলোয়ার খতিবী ভাই , সুন্দর টিউন ।

    আপনাকেও ধন্যবাদ ।

    ভাল টিউন। এটা কি নকিয়া 3110c এ সাপর্ট করবে? (3110 শুধু jar. file সাপর্ট করে)

    আমরা s40 ইউজাররা কি করব?

    Level 0

    ধন্যবাদ দেলোয়ার ভাই খুবই প্রয়োজনীয় একটি সফট্ওয়ার। কিন্তু সফট্ওয়ারটি কোন কোন হ্যান্ডসেটে কাজ করবে এবং মোবাইল সেটটি চুরি হওয়ার পর চোর যদি মোবাইল সেটটি ফরমেট করে তাহলে কি সফট্ওয়ারটি একটিভ থাকবে।

      চোর সে সময় পযর্ন্ত পাবে না । চুরি করলে তাকে সিম খুলতে হবে আর সিম খুলে রিস্টার্ট করার সাথে সাথে মোবাইলটা আপনার দেয়া কোড চাইবে । সে কোডটা পাবে কাই চোর ব্যাটা । তাছাড়া অন্য সিম ঢুকানোর সাথে সাথে আপনি সেই নাম্বরতো পেয়ে যাচ্ছেন ।

      ধন্যবাদ মন্তব্যরের জন্য ।

    vai nokia chara onno mobile user ki ai advantage netay parbay na?

    activated key লাগবে নাকি.

      না ভাই লাগবে না ।
      Anti-Theft ছাড়া আপনি যদি অন্যান্য অপশনগুলো যেমন Virus Protection, Firewall ব্যবহার করতে চান তাহলে আপনাকে কিনতে হবে ।

      f-secure anti-theft -6.0 এর ৭৩ দিনের key – 14ZH-5HXZ-65SW.
      VIRUS PROTECTION, FIREWALL সহ সব ব্যবহার করতে পারবেন symbian 3rd edition .

      রুবেল ভাই আমি আপনার প্রথম মন্তব্য বুঝতে পারিনি বলে দুঃখিত ।

      ভাই symbian 3rd edition এর voice change app.+.key দরকার থাকলে দেন.

    আহারে ভাই আপুনি এতদিন কোথায় ছিলেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

    এইতো আমি আগের জায়গায় আছি । ধন্যবাদ মন্তব্যের জন্য ।

    এমন খতিবী সফটোয়ার দিসেন! কি আর কমু।

      ভাই ঝামেলা হল। আমার Nokia 5130 xpressmusic এর জন্য নাই।

    আমার মনে হয় কোন লাভ নাই কারন সিম্বিয়ান নকিয়া সিম্বিয়ান মোবাইল বন্ধ থেকেই ফরমেট করা যায়।আর সব মোবাইল সারভিসিং এর দোকানেই এখন ফ্লাসার আসে।(আমি সব কিসুর পরেও ভুক্তভুগি)

      চোরতো জানবে না আপনার মোবাইলে F-Secure Anti-Theft আছে । সে যখন সিম চেন্জ করবে তখন আপনিতো সাথে সাথে জানতে পারবেন নাম্বরটা, পরে না হয় সে মোবাইল সারভিসিং এর দোকানে ফ্লাস করল ।

      জাকির ভাই, ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য। সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের নকিয়া ফোন যে অফ থাকা অবস্থায় ফ্লাশ/ ফরমেট করা যায়- আমার জানা ছিল না। উইন্ডোজ অপারেটিং সিষ্টেমের ফোনও কি অফ থাকা অবস্থায় ফরমেট করা যায়?
      দেলোয়ার ভাই, মোবাইল ফোন ফ্লাশ/ ফরমেট করা হলে এন্টি থেফ্ট যে কোন কাজে আসবে না, এ তথ্যটি উল্লেখ করে টিউনটি আপডেট দিলে ভালো হতো।

      রিপন ভাই উইন্ডোজ মোবাইল সম্পরকে আমার জানা নাই।

    মোবাইল ফরমেট দিলে কাজ হবে।

    মোবাইল ফরমেট দিলে কাজ হবে।

    Level 0

    ধন্যবাদ প্রিয়তে রাখলাম।

    থাকুক প্রিয়তে।

    Level 0

    ভাই আমাকে quick office primer signed with key or office suite 5 signed with key টা দিবেন

    Level 0

    সবার ক্ষেত্রে বলছি, এটা নকিয়া 2nd version like n70,72, 6630 কাজ করবে না ।

    ধন্যবাদ শেয়ার করার জন্।।………।ভাল থাকবেন

    chor kintu fomat kingba flash dite parbe na. donnobad.

    চোর যখন সিকিউরিটি লক খুলতে না পারবে, তখন কোন সারভিসিং দোকানে যাবে।

    জাকির ভাই আমাকে চিন্তে পারছেন ?

    ভাল জিনিস কাজে লাগবে। এটা যদি আগে আমার সিম্ফনী মোবাইলে ইন্সটল করতে পারতাম তাহলে আমার মোবাইল আমি খুজে পেতাম।

    ভাই কাজের জিনিশ আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ
    ভাল থাকুন সবসময়….

    প্রিয়তে….

    Level 0

    যদি সেটে ফ্লাস মারে তাহলে কি কাজ হবে প্লিজ তারাতারি জানান ।

    Level 0

    Good…….Good……………Good………Very good.

    খুবই উপকারি টিউন জিনিসটা আমার কাজে লাগবে ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য।

      যাক শেষ মেষ আপনার ভাল মন্তব্য পেলাম । ধন্যবাদ আপনাকে । আপনাকে না দেখে মনে করলাম আপনি দেশে গেছেন ।

    দেখি কাজ হয় কি না……….প্রিয়তে…

    ধন্যবাদ । চমৎকার

    Level 0

    ভালো পোষ্ট কিন্তু চোর ধরবো কিভাবে? চোরের নাম্বার পেলাম বাট মোবাইল লক হয়ে গেলে সে কি আর মোবাইল ব্যাবহার করবে।