বর্তমান সময়ে অবিশ্বাস্য কম দামের মধ্যে একটি সেরা অ্যান্ড্রয়েড মোবাইলের রিভিউ দেখুন!!

সবাইকে প্রথমে আমার শুভেচ্ছা। আশা করি, আপনারা ভালো আছেন 🙂

আজকে আমি আবার লিখতে বসলাম অ্যান্ড্রয়েড নিয়ে। 🙂 বর্তমান যুগ বলতে গেলে অ্যান্ড্রয়েড এর যুগ। অন্য কোন অপারেটিং সিস্টেম বর্তমানে অ্যান্ড্রয়েড এর মতো এতটা জনপ্রিয় নয়। তাই, আজকে আমি কম দামের মধ্যে একটি ভালো অ্যান্ড্রয়েড মোবাইল এর রিভিউ দিবো। মোবাইলটি তৈরি করেছে সিম্ফোনি। এই কোম্পানিটি কম দামে ফোন তৈরি করে যাচ্ছে আমাদের দেশে। পাশাপাশি অন্যান্য আরও অনেক কোম্পানি যেমন ওয়ালটন, মাইক্রোম্যাক্স ইত্যাদি কোম্পানি বর্তমানে কম দামে ফোন তৈরি করার জন্য বিখ্যাত।

আমাদের আজকের মোবাইলটি নাম হচ্ছেঃ Symphony Xplorer W70Q

এক নজরে প্রথমে এটির স্পেসিফিকেশনটা দেখে নিইঃ

  • Operating System: Android 4.3 Jelly Bean
  • 4” IPS  WVGA Display
  • WVGA (480*800)
  • Camera:5.0MP+ 0.3MP
  • 1.2 GHz Quad Core (Qualcomm® Snapdragon™ 200 Processor)
  • RAM  512 MB & ROM 4 GB
  • Facebook, Office Suit, Play Store
  • G-sensor, Light Sensor,  Proximity Sensor, Accelerometer(3D) Sensor

স্পেসিফিকেশন তো জানা হল। এখন চলুন এটা সম্পর্কে কিছু জানা যাক। বাজারে এই মুহূর্তে অন্যান্য সব মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হচ্ছে ৪.২.২ জেলিবিন। কিন্তু, এখানে ভিন্নতা আছে এই ফোনে। কারণ এটি ৪.৩ অর্থাৎ আরও আপগ্রেডেড ভার্সন ব্যাবহার করেছে। পাশাপাশি এটাতে রয়েছে কোয়াড কোর প্রসেসর। এখানেও ভিন্নতা দেখিয়েছে সিম্ফোনি! কারণ, অন্যান্য মোবাইলে সস্তা ও নিম্নমানের মিডিয়াটেক চিপসেট ব্যাবহার করা হলেও এই মোবাইলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর উন্নত প্রসেসর। পাশাপাশি এটাতে আছে জিপিউ হিসেবে Adreno 300 যা একটি উন্নতমানের জিপিউ। এই জিপিউ দিয়ে আপনি সাধারণত সব অ্যাপস ও এইচডি গেমস খেলতে পারবেন খুব সহজেই কোন ধরেন ল্যাগিং ছাড়া।

তাছাড়া, এটি রেয়ার ক্যাম রয়েছে ৫ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যাম রয়েছে ভিজিএ যা দিয়ে আপনি ভিডিও কল করতে পারবেন।

এখন এটির খারাপ দিক গুলো আলোচনা করি। কারণ প্রতিটি জিনিসের খারাপ এবং ভালো দুটো দিকই রয়েছে। এই সেটে র‍্যাম রয়েছে ৫১২ এমবি যা দিয়ে কোয়াড কোরের আসল মজা পাবেন না। পাশাপাশি এটাতে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম। তবে, এই সব চিন্তা ফিকে হয়ে যাবে যখন আপনি এর দাম শুনবেন! কারণ এই সেটটির দাম হচ্ছে মাত্র ৬,৬৯০ টাকা! হ্যা, ঠিকই দেখেছেন। ৬ হাজার টাকার সেটের মধ্যে এতকিছু আসলেও ভাবা কঠিন। যেখানে অন্য কোম্পানি ডুয়েল কোরের ওপরে দিতে পারেনা সেখানে এই সেটে রয়েছে কোয়াড কোর প্রসেসর। এছাড়া, স্ন্যাপড্রাগন চিপসেট, Adreno জিপিউ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা যা সত্যিই অসাধারন!

এক কথায়, এই মোবাইলটি এই দামের মধ্যে সেরা মোবাইল নিঃসন্দেহে! তাই, যদি আপনি ৬-৭ হাজারের মধ্যে মোবাইল কিনতে চান তাহলে এটিই হবে আপনার জন্য সেরা পছন্দ।

তো, এতক্ষন ধরে আপনাদের আমি Symphony W70Q সম্পর্কে সকল তথ্য জানালাম। আশা করি, আপনাদের ভালো লাগবে। এছাড়া, আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে টিউমেন্ট বক্স তো আছেই!

আমার একটা ব্লগিং গ্রুপ রয়েছে। ব্লগাররা ইচ্ছা করলে আমার গ্রুপটাতে যোগ দিতে পারেন।

ব্লগিং গ্রুপঃ এখানে ক্লিক করুন

আমার ফেসবুক আইডিঃ এখানে ক্লিক করুন

সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। :)

Level 0

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাম অনুপাতে সেটের স্পেসিফিকেশান বেশ ভালোই। তবে “সিম্ফোনি কম দামে ফোন তৈরি করে যাচ্ছে আমাদের দেশে” – এ কথাটি কিন্তু সঠিক নয়।

    @ধূপছায়া: কথাটা আমি এই কারণে বলেছি যে সিম্ফনি তুলনামূলক অন্যান্য কোম্পানির চেয়ে অনেক কম দামে সেট বিক্রি করছে। আপনি এই স্পেসিফিকেশন এর একটা ফোন অন্য কোম্পানি থেকে কিনতে গেলে ১০-১৫ হাজার টাকা খরচ করতে হবে।

Level 0

সেটের স্পেসিফিকেশান বেশ ভালোই। শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

দাম হিসাবে যা আছে মোটেও খারাপ না
1.2 GHz Quad Core
৫১২ র‌্যাম
4” IPS WVGA Display
_________________________
৬৬৯০ টাকা

আপনাকেও ধন্যবাদ