অাপনার মোবাইনাম্বার এর লোকেশন অফ করুন তাহলে কেউ আপনাকে ট্রাক করতে পারবে না

কেমন আছেন সবাই অনেকদিন পর টিউনারশিপ ফিরে পেয়ে ভালোই লাগছে। অনেকেই আজ বিভিন্ন সমস্যাই আছি, যখন তখন আমাদের লোকেশন ট্রাক করা হচ্ছে আমাদের হুমকি দেওয়া হচ্ছে  আমরা নিজেদেরকে কিছুতেই নিরাপদ করতে পারছি না। বর্তমাকে অনেক কিডন্যাপ চক্র আমাদের রোকেশন ফলো করে তাই আজই আপনার লোকেশন অফকরে রাখুন এর জন্য আপনার মোবাইরের ম্যাসেজ অপসনে গিয়ে লিখুন HIDE এবার সেন্ড করুন 3020 নাম্বারে

তারপর চিত্রের মত দেখবেন

এটি শুধু জিপি নাম্বারেএর ক্ষেত্রে প্রযজ্য। এটি আমি সর্বপ্রথম নিজে পিসিহেল্পলাইন ব্লগে প্রকাশ করেছিলাম।

Help: টেকটিউনার ভাইরা আমাকে একটু সাহায্য করে আমি আমার বাঙলা ব্লগ imonwebs.tk তে বাংলা ভাষায় কোন কিছুই লিখতে পারছি না। সব বাংলা লেখাই ???? এরকম দেখাচ্ছ, টেকটিউনস এ বেশ কয়েকটি টিউন দেখলাম কিন্তু সে টিউনগুলো কাজ করছে না। তাহলে এখন আমি কি করে আমার ব্লগে বাংলা লিখব এ ব্যাপারে আমাকে সাহায্য করেন দয়া করে। উৎসাহ পেলে সময় করে ১০ মিনিটে ফেসবুকের ফটোভেরিফিকেশন খোলার পদ্ধতি নিয়ে এটি টিউন করব।

অামারফেসবুক: http://www.facebook.com/imon.mahmud.74

Level 0

আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo tune kintu vai location kivabe track kora jai seta janale valo hoto. 1 bocor age ami grameen phone alo asbei web site e GP number registration er maddome location track kora jeto. but akon kora jaccena.site ti kaj korena. r kuno way ace kina jodi apni ba tuner vaira janaten khusi hotam. kuno kharaf uddesse na just amader family.baccader safetyr jonno.thanks

    @sajid85: ভাই এরকম কোন নিয়ম নাই লোকেশন ট্রাকিং সবাই করতে পারে না কিছু হ্যাকার আছে যারা বিভিন্ন মাধ্যমে ট্রাকিঙ করে তবে আমি যে পদ্ধতিতে লোকেশন অফ দেখিয়েছি সে পদ্ধতিতে আপনি ছাড়া আপনার রৈাকেশন আর কেউই জানতে পারবে না।

    @sajid85: bro asole bd te ei service er onek opobebohar hoyeche.je karone alo asbei site ti off kora hoyeche.bd te valo digital kichu anlei seta ke abuse kora hoy…..ei karone possib na…tobe programmer hole kichu korte parten.thanks for interest….

boss failed send eee to hoy na whats going on its its 100% working ?

    @Arup baidya: brother eta grameenphone er locate service er ongsho.apni locate service e registerd grahok na hole use korte parben na.ei msgtar locate service chara kono value nai.

      @dip mazumder: স্বাভাবিক ভাবে গ্রামীনফোনের সব নাম্বারই লোকেশন অন থাকে। নাহলে আনরেজিষ্টার্ড করা সিম থেকে ম্যাসেজ পাঠাইলে কথোনো Dear user your HIDE requiest proccesed successfuly দেখাতোনা।

    @Arup baidya: Boss send Failed to hobei karon apnar mobile 2.30TK Balance thaka lagbe, Nahole sms jabe na

Level 0

কাজে আসবে। ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level New

thanks you…..

Level 0

ধন্যবাদ ।

ব্রো আপনি অসম্পূর্ণ তথ্য দিয়ে টিউন করেছেন।কখনো কি জানেন কিভাবে কারো লোকেশন ট্র্যাক করা যায়?শুনেন লোকেশন সাধারনত ২ ভাবে ট্র্যাক করে।১-স্যাটেলাইট কানেকশন থাকলে ২-প্রোগ্রামার হলে।২ নাম্বার টা তো খুব মজার ।প্রোগ্রামার হলে যেকোনো মোবাইলের সব কিছুই আপনি নিতে পারবেন।
আপনি যে অসম্পূর্ণ তথ্য দিলেন সেটা হলো ৩০২০ এই নাম্বার টি গ্রামীণফোন এর লোকেট সার্ভিস এর নাম্বার।এই সার্ভিস এর অধীনে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তবেই এই হাইড প্রসেস টা আপনার জন্য কাজে লাগবে যদি খেয়াল হয় যে আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইল এ এই সিস্টেম আপনার নিকটবর্তী কেও সেট করে দিয়েছে।যেহেতু আমি নিজেই এই সার্ভিস নিই সুতরাং আমি তো জানবোই এটা কি বা কেনো।এখন আপনি যদি লোকেট সার্ভিস এ না থাকেন তাহলে এইসব হাইড ম্যাসেজ দিয়ে কিছু হবে বলে মনে হয় না।কারন একটা সার্ভিস এর বাইরে অই সার্ভিস এর কাজ হয়না।সুতরাং আপনার হয়তো ম্যাসেজ আসবে যে আপনাকে কেও ট্র্যাক করবেনা কিন্তু যে কেও চাইলে বিশেষ করে প্রোগ্রামার রা চাইলে বা গ্রামীনফোন চাইলে কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে।সো ব্রো টিউন লিখছেন ভালো কথা একটু জেনে শুনে লিখবেন।অন্তত জানানো উচিত যে এই সার্ভিস টা গ্রামীনফোন এর লোকেট সার্ভিস।আশা করি বুঝতে পারছেন।ধন্যবাদ।

    @dip mazumder: ব্রো আ্পনি বেশ সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর আমি অসম্পূর্ন তথ্য কোথায় দিলাম? এটি একটু বুঝিয়ে বলেন। আর স্বাভাবিক ভাবে গ্রামীনফোনের সব নাম্বারই লোকেশন অন থাকে । তাই আপনার যতগুলো নাম্বার আছে সেই নামস্বার গুলো থেকে এএমএস পাঠিয়ে দেখেন যে হাইড সফল হয়েছে তার মানে আগে সো করা ছিলো।আর আমি পোষ্ট করেছি কিভাবে লোকেশন ট্রাকিং বন্ধ করতে হবে। কিভাবে ট্রাকিং করতে হবে তা নিয়ে পোষ্ট করিনি। হ্যা ৩০২০ নাম্বারটি লোকেট সার্ভিস এর নাম্বার কিন্তু এখানথেকে আপনার লোকেশন নিতে পারবে যে কোন হ্যাকার। তবে আমাদের মত সাধারন মানুষ নিতে গেলে রেজিটেশন করতে হবে। অার আমি নিজেও রেজিটেশন করিনি তাতে কি আমার নাম্বারএর লোকেশন অফ হয় নি? আর এই লোকেশন ট্রকিং হাইড করার নিয়মটি আমি চুয়াডাঙ্গা গ্রামীনফোন কাষ্টমার কেয়ার অফিসথেকে জেনেছি । লোকেশন হাইড করার জন্য ৩০২০ নাম্বারে যে আগে রেজিষ্টশন করা থাকতে হবে তা না স্বাভাবিক ভাবে গ্রামীনফোনের সব নাম্বারই লোকেশন অন থাকে । আর আপনার এই কথাটি সঠিক নয়। ” অাপনি এই সার্ভিস এর অধীনে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তবেই এই হাইড প্রসেস টা আপনার জন্য কাজে লাগবে যদি খেয়াল হয় যে আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইল এ এই সিস্টেম আপনার নিকটবর্তী কেও সেট করে দিয়েছে।” কারন অন্য নাম্বার গলো তে যখন হাইড রিকুয়েষ্ট পাঠাবেন তখন বুঝবেন। আর বিষটি যদি সঠিক না হয় তাহলে তো বলতে হবে গামীনফোন অফিসথেকে যারা এই বিষয়ে জানালো তারা অশিক্ষিত। তাই না? আর এটি শুধু গ্রমিনফোনের সার্ভিস আগে আমি এটা বলেই দিয়েছি, আর এটা যে লৈাকেশন ট্রকিং এর নাম্বার এটা সবাই বুঝতে পারবে। যাই হোক আর কিছু ীলখলাম না। আশা করি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। ২০মিনিট সময় লাগলো আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে।

      @Imon Mahmud: হুম ঠিক আছে।উত্তর সন্তোষজনক।:D তবে কতো সময় লাগলো সেটা না বললেও হতো।এমনিতেই লিখলে বা কমেন্টস করলে লেখা অনেক বেশি হয়ে যায় আমার।অন্তত ধৈর্য ধরে উত্তর দিছেন সেটাই বেশি।keep it up.