দেখে নিন নোকিয়া এক্স, এক্স+ এবং এক্সএল এর মধ্যে পার্থক্য।

নোকিয়ার মোবাইল সম্পর্কে জানার আগে নোকিয়া সম্পর্কে জেনে নিন। 😀

নোকিয়া কর্পোরেশন ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি। এটি পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১২০ টি দেশে নোকিয়াতে ১,৩২,০০০ এরও বেশি লোক কর্মরত। নোকিয়া জিএসএম, সিডিএমএ, ডব্লিউসিডিএমএ সব ধরণের ফোনই প্রস্তুত করে থাকে। এছাড়া সিমেন্সের সাথে যৌথ উদ্যোগে নেটওয়ার্কিং পণ্য তৈরি করে থাকে। নোকিয়া হেলসিংকি, ফ্রাংকফুর্ট এবং নিউইয়র্ক এর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি।

২০১২ সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি ছিল। তবে বাজারে টাচস্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের ফলে নকিয়া ধীরে ধীরে পিছিয়ে যায়। গুগলের তৈরী এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাবহার না করার ঘোষনায় নোকিয়ার শেয়ারের দাম ৪০ মার্কিন ডলার থেকে পরে মাত্র ২ মার্কিন ডলারে নেমে আসে। নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের বদলে নোকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহারের জন্য মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়। এই সিদ্ধান্তের ফলেও নোকিয়ার বিক্রি আশংকাজনক হারে কমে যায়। তবে নোকিয়া ধিরে ধিরে আবার বাজার ধরার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় নোকিয়া এক্স, এক্স+ এবং এক্সএল মোবাইল বাজারে আনে। আসুন দেখানি এই তিনটি মোবাইলের কিছু মিল-আমিল।

ডিসপ্লেঃ ডিসপ্লের দিকদিয়ে নোকিয়া এক্স এবং এক্স+ এর মধ্যে কোনই পার্থক্য নাই। তবে এক্সএল সামান্য বড়।

ক্যামেরাঃ নোকিয়া এক্স এবং এক্স+ এ আছে ৩ মেগা পিক্সেলের ক্যামেরা, তবে সামনে কোন ক্যামেরা নাই।

কানেক্টটিভিটিঃ তিনটি মোবাইলেরই দুইটি সিম ৩জি সাপোর্টটেড।

ডিসপ্লে কোয়ালিটিঃ নোকিয়া এক্সএল এদিকদিয়ে অনেকটাই কম।

এক্সটেরনাল মেমোরিঃ একই।

প্রসেসরঃ একই।

মেমোরিঃ

ওজনঃ 

দামঃ 

আশা করি আপনাদের ভালো লাগবে।

আগে প্রকাশিত। 

আরও কিছু পার্থক্য দেখতে পারেনঃ

Symphony Xplorer W92, Walton Primo GH+ ও Micromax Canvas Juice A77 এর মধ্যে প্রধান পার্থক্য সমুহ।

Walton V1 এবং Samsung Galaxy S5 Octa Core এর মধ্যে পার্থক্য সমুহ

Level 0

আমি Zubi14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Post
Amar valo legeche
Thanks