মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৮] :: A – Z মোবাইল সেকশন পর্ব-০৩ [কন্ট্রোল সেকশন]

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

আজ আবার হাজির হলাম আপনাদের সামনে। আজ মোবাইল সার্ভসিং কোর্স এর ৮তম টিউন। আশা করি আপনারা ভাল আছেন। ত চলুন শুরু করি।

< !-[if gte mso 9]>->

Control Section :

ইহা সাধারনত পাওয়ার সেকশন ও নেটওয়ার্ক সেকশন এর মাঝে থাকতে পারে। control section এর আইসি গুলো সাধারনত কালো রং এর হয় এবং একত্রে থাকে। কন্ট্রোল সেকশন এর মাঝে সাধারনত যে সকল আইসি থাকে-C.P.U, Audio ic, Ram, Romইত্যাদি।

চিত্র কন্ট্রোল সেকশন

C.P.U:-ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর। মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি। C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা। C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা, Sim Card, Keypad কাজ করবেনা। এ ছাড়াও Network সমস্যা, Display সমস্যা, SoftwareProblem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে। C.P.U সাধারনত পরিবর্তন করা যায় না।

Audio Ic:Audio ic হচ্ছে একটি ইলেক্ট্রনিক আইসি যা Audio signal control বা নিয়ন্ত্রনের মাধ্যমে শব্দের আদান-প্রদানে সহায়তা করে থাকে। ইহা সাদারনত ৪৮-৬০ পিন এর হয়ে থাকে। দেখতে বর্গাকার ও কালো রং এর এবং চারদিকে পিন বিশিষ্ট হয়ে থাকে।

Audio ic এর কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-

ইহা Speaker, Ringer.Microphone, Audio signel control করে থাকে। অডিও আইসি নষ্ট হলে কথা শুনা যায় না। অর্থাৎ শাব্দের আদান-প্রদান বন্দ হয়ে যায়। এছাড়াও ইহা নষ্ট হয়ে গেলে mobile set এর network থাকে না। Speaker, Ringer, Microphone ঠিক থাকার পরও যদি কথা না শুনা যায় অর্থাৎ শব্দের আদান-প্রদান বন্দ থাকে, তবে বুঝতে হবে Audio icনষ্ট।

Ram ওRom :Ram ও Rom হচ্ছে একটি মেমোরি ডিভাইস। Ram এর অর্থ হচ্ছে Random Access Memory.আর Rom  এর অর্থ হচ্ছে Red Only Memory.এই দুটি আইসি সাধারনত C.P.U এর পাশে থাকে। কিছু কিছু সেটের আইসির গায়ে Flash কথাটি লেখা থাকে, সেটাই হচ্ছে Rom এবং এর পাশেরটা হচ্ছে Ram.এই দুটি আইসি সব সময় পাশাপাশি থাকে।

Ram ও Romএর কাজঃ-

  • Ram অস্থায়ী ভাবে Data collection করে থাকে। আর Rom স্থায়ী ভাবে Data collection করে।
  • Ram নষ্ট হলে অস্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Network থাকে না।
  • Rom নষ্ট হলে স্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Power ও Network দুটোই থাকে না।

N:B Ram ও Rom নষ্ট হলে software দিয়ে সমস্যা সমাধান করতে হবে।

Extra Knowledge

  • সেট on/off হতে যদি সমস্যা করে তাহলে switch পরিবর্তন করব।
  • Set Death হয়ে গেলে প্রথমে Batteryচেক করব, তারপর ব্যটারী কানেক্টর ভাল করে চেক করতে হবে।
  • Keypad hang হয়ে গেলে কিপেডের নিচে একটা পাতা থাকে(কিপেড পাতা) সেটা আমরা পরিস্কার অথবা পালটিয়ে দিব।
  • Call করার মাঝে বা কথা বলার মাঝখানে সেট off হয়ে যাই তাহলে আমরা বুঝব Batteryআয়ু শেষ।
  • কল করার শুরূতে যদি পাওয়ার অফ হয়ে যায় তাহলে Battery connector লুজ।
  • আমি শুনি কিন্তু অপর প্রান্ত শুনতে পায় না Microphone নষ্ট।
  • অপর প্রান্তে আমার কথা শুনে কিন্তু আমি শুনিনা Speaker খারাপ।

ভাল থাকবেন সবাই আবার দেখা হবে আগামি টিউনে।

ফেইসবুকে আমি

যে কোন সমস্যা বা কোন প্রশ্ন থাকলে এখানে (ফেইসবুক গ্রুপে) করতে পারেন।

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

many thanks

ভাই চালাইয়া যান সাথে আছি

ভাইয়া ভিডিও টিউন করলে বেটার হত।