মোবাইল এখন নিত্য অনুষঙ্গ ।তা যে আমাদের জীবনে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখেনা ।জরুরি এই প্রযুক্তি যন্ত্র ছাড়া এক মুহুর্তও কল্পনা করা অসম্ভব । তাই দ্রতগতির জীবনে অভ্যস্ত মানুষ একে হাতের নাগালে রাখতেই পছন্দ করে ।সাধারণত ছেলেদের প্যান্টের কিংবা ট্রাউজারের পকেটেই থাকে এই উচ্চ তেজস্ক্রিয়া সম্পন্য যন্ত্রটি ।এর তেজস্ক্রিয়ার বিকিরনে আমাদের সাস্থ্যের ক্ষতিই শুধু করে না বরং ইহা বন্ধাত্য এর জন্য দায়ি ।
বিভিন্ন ক্লিনিক ও গবেষণা ইনস্টিউটের তথ্য পর্যালোচনা করে ব্রিটিশ বিজ্ঞানীরা জানিয়েছেন,যে সব পুরুষ প্যান্ট বা ট্রাউজারের পকেটে মোবাইল ফোন ব্যবহার করে ,তাদের বির্য্যের সক্ষমতা ৮ শতাংশ কমে যায় । তিন ধরণের পরিক্ষা করে তারা এ সিদ্ধান্তে পৌছেন।
গবেষকদের প্রধান ড,ম্যাথিউস বলেন“মোবাইল ফোনের তেজস্ক্রিয়তা শুধু পরিবেশের উপর প্রভাব ফেলে মানবজাতির দীর্ঘ মেয়াদি ক্ষতিই করছেনা বরং এটি সরাসরি বন্ধ্যাত্যের সঙ্গে জড়িত । যেহেতু পুরুষের শরীরের কাছাকাছি এ যন্ত্র থাকে, তাই পুরুষদের নিয়ে আমরা এ গবেষনা করেছি । এর ফলাফল আমাদের ব্যপক ভাবে আতংকিত করেছে ।
আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Moja korlen? Bistarito likhben na?