নামাজের সময় বলবে হাতের মোবাইল-

মোবাইলে নামাজের সময় জানান দেবে এমন একটা আজানের সফট খুঁজছিলাম অনেক দিন ধরে, অনেক খোঁজার পর অবশেষে পেলাম মনের মতো একটা। খুবই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সাথে ডিজিটাল তসবিহ নামের একটা সফট এর লিংক দিলাম।

নিয়মাবলী:
১. ইনষ্টল করুন,
২. সিলেক্ট সিটি> এশিয়া> বাংলাদেশ> চট্টগ্রাম. এরপর ওকে করুন।
৩. ক্যালকুলেশন মেথড> কাষ্টম> চট্টগ্রাম হলে লিখুন
ফজর: ৫৫> জোহর: ৯২>
আছর: ১০৬> মাগরিব: ৬>
এশা: ২৯।
উদাহারন: ফজর: ৫৫= ৪.৪৫
যদি ৫৪ দেন তাহলে ৪.৪৪ হবে অর্থাৎ প্রতিটি সংখ্যার মান ১ সেকেন্ড। সংখ্যা কমালে সেকেন্ড কমবে আর বাড়ালে বাড়বে।
৪. অপশন থেকে টাইম ফরমেট (২৪ ঘন্টা ফরমেট) এর ঘর থেকে  টিক মার্ক তুলে দিয়ে সেভ করুন।
৫. এরপর ওয়ারনিং টাইপ থেকে আজান টোন সেট করুন এবং কতক্ষন আগে থেকে সতর্ক করবে তাও সেট করে দিতে পারবেন।

নামাজ টাইমার

http://www.cepmuvakkit.com/wap/CepMuvakkit.zip

ডিজিটাল তসবিহ

http://www.cepmuvakkit.com/wap/DigitalTesbih.zip

মূল সূত্র : http://www.cepmuvakkit.com/en/

নতুন টিউনার তাই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

Level 0

আমি শওকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর সফটওয়্যার। ধন্যবাদ আপনাকে।

কারো উপকারে লাগলে তবেই আমার এ লেখার সার্থকতা। ধন্যবাদ আপনাকেও।

    খুব ভাল এবং কল্যাণ মুখি টিউন।
    চমৎকার আপনি অনেক দুর যেতে পারবেন, আপনার জন্য দোয়া করছি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

সুন্দর জিনিষ, ধন্যবাদ আপনাকে।

নতুন হিসেবে খুবেই ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

শওকত ভাই আপনি সাইফ দি বস এর লোগো টা নিয়েছেন কেন?

Level 0

ধন্যবাদ শওকত ভাই । কি ধরনের মোবাইলে সাপোট করে তা জানালে ভাল হতো ।

এই দুটি সফট্ওয়্যার কি *.sis নাকি *.jar?????

    দুটি সফট্ওয়্যার *.jar ফরমেট এ।

অনেক ভাল দুইটি জিনিস দিলেন আমার কিন্তু কাজে লাগবে ভাই,সুন্দর,কাজের এবং ভাল টিউন।আল্লাহ আপনাকে এর উত্তম বিনিময় দিবেন নিশ্চয়।
ধন্যবাদ টিউনের জন্য।

    আমিন, ছুম্মা আমিন। আল্লাহ আপনার চলার পথ সুন্দর করে দিন।

জ্ঞানের সল্পতার কারনে আমি আপনার পোস্টটি কাযে লাগাতে পারলাম না ……………। যাক চেস্টা করে জাচ্ছি

    আল্লাহ আপনার সহায় হোন।

Nokia N70 te support kore na.