মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৬] :: (A – Z) মোবাইল সেকশন পর্ব-০১

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

আসসালামু আলাকুম ।আশা করি সবাই ভাল আছেন । আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ।এত দিনে আশা করি আপনারা মোটামোটি কিছু একটা ধারনা আপনারা পাইছেন ।আজ আমি আপনাদের মোবাইল নিয়ে বলব । ত চলুন শুরু করি-

Mobile Section:

Mobile এ সাধারনত বডি,কেসিং,ব্যটারি,Display,P.C.B Board (পিনটেট কপার বোর্ড)বা মাদার বোর্ড থাকে ।

চিত্র মাদার বোর্ড

মাদার বোর্ড সাধারনত তিনটি ভাগে ভাগ করা যাই-

  • Network Section
  • Control Section
  • Power Section

চিত্রে দেখুন সেকশন

আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামি টিউনে সেই নাগাদ সবাই ভাল থাকবেন ।

ফেইসবুকে আমি

কোন সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপে

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো বেশি করে দিন @ ধন্যবাদ

Level 0

Tune to suru hoar agai sas hoye galo.

বেশি খেতে গেলে পেট নষ্ট হবে পরে কয়েকদিন যাবৎ খেতে পারবেন না। আস্তে আস্তে অল্প অল্প করে খান দীর্ঘজীবি হউন। ইসহাক ভাই আপনি চালিয়ে যান আপনার মত করে। শুধু অনুরোধ একটাই মাঝপথে থেমে যাবেন না অথবা তীরে এসে তরী ও ডুবাবেন না।

Level 0

ekhon ki monyhoy nokia 3310/3315 p.c.b board diye mobile repairing sekha somvob???

sob ceye bhalo hoy MTK 6672 board diye repairing sekha. . Dont Mind@

আরে দাদা কি আর বলবো বলেন, শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মত কথা বললে কি বলার থাকে বলেন। আমরা হাঁটা শিখেছি ১/১.৫ বছর বয়সে, তো আমরা কত কি করতে পারছি এখন, দৌড়াতে পারি, পাহাড়ে উঠতে পারি, কত কি ই তো করছি সে জন্য নতুন করে হাঁটা শিখার প্রয়োজন হয় না। আমরা এক্সপিতে কাজ করেছি, সেভেন এ কাজ করেছি, এখন এইট এ ও কাজ করছি। আমাদের কি কোন সমস্যা আছে? নেই, যা আছে এটা যৎ সামান্য। আরে ভাই আগে শিখে নিন না নোকিয়া, পরে না হয় আই ফোন, সামসাং ইত্যাদি দেখবেন। আপনি অ, আ, ক, খ ই না জানেন পড়বেন আর লিখবেন কি করে? ভাই এন২রয়।