গুগল নিয়ে আসছে ত্রি-মাত্রিক (3D) স্মার্টফোন

কখনও কি কল্পনা করেছেন, এমন একটি ডিভাইস যা চোখের মতই আশপাশের সব কিছু ত্রিমাত্রিক (3D) হিসেবেই দেখতে পাবে? সব কিছুর আকার ও গড়ন বুঝতে পারবে? চিন্তাটি আমাদের মাথায় না আসলেও এসেছে গুগলের কিছু কর্মচারীর মাথায়। আর তার উত্তর খুঁজতে গিয়েই তারা বানিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের স্মার্টফোন "প্রজেক্ট ট্যাঙ্গো"

গুগলের ৭ ইঞ্চির এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি মূলত পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখতে পারে এবং সে অনুসারে একটি নিজস্ব ম্যাপ বানাতে পারে। গুগলের এই ডিভাইসটি বানানো হয়েছে তাদের একটি নতুন প্রজেক্টের জন্য, গুগল এর নাম দিয়েছে 'প্রজেক্ট ট্যাঙ্গো' ।

অবশ্য ৭ ইঞ্চির এই স্মার্টফোনটিকে ট্যাবলেট বলাই ভালো। এতে থাকছে "কম্পিউটার ভিসন প্রসেসর", ৪মেগাপিক্সেল ক্যামেরা, ডেপথ সেন্সর ও মোশন ট্র্যাকিং সুবিধার জন্য ২য় ক্যামেরা।>

ফোনটি তার চারপাশের ত্রিমাত্রিক(3D) অবস্থা শুধুমাত্র চারিদিকে ঘুরিয়ে নিলেই বুঝতে পারবে। অর্থাৎ রুমের ভিতর হাতে নিয়ে হাঁটলেই ফোনটি বুঝে নিতে পারবে আপনার রুমের আকার আয়তন। গুগল আশা করে, এর মাধ্যমে সকল জায়গার ম্যাপিং সম্পন্ন হলে গুগলের এই ফোন যে কাউকে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে যাবার ঠিক ঠিক দিক-নির্দেশনা দিতে পারবে।

টাঙ্গো ডিভাইসটি মূলত কাজ করবে মোশন ট্র্যাকিং সেন্সর ও ডেপথ সেন্সর--এ দুটির মাধ্যমে। ক্যামেরাটি ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম। যখন ফোনটি নাড়ানো হবে তখন সেন্সর তার অবস্থান এবং ক্যামেরার সামনে কি আছে তা নির্ণয় করবে। আর এর মাধ্যমে পরে ফোনটি তার চারপাশের একটি থ্রিডি ম্যাপ তৈরি করবে।

ফোনটিতে আছে কিছু "ডেভেলপমেন্ট এপিআই" যা অ্যান্ড্রয়েডের অন্যান্য অ্যাপ্লিকেশনকে তথ্য প্রদান করবে। এই তথ্যগুলো মূলত লেখা হয়েছে জাভা, সি++ এবং ইউনিটি গেম ইঞ্জিনে।

প্রজেক্ট ট্যাঙ্গো ফোনটি উচ্চাভিলাষী মনে হলেও যেহেতু এটি গুগলের একটি প্রজেক্ট তাই এখানে অবাক হবার কিছু নেই । ট্যাঙ্গো মূলত মটোরলার অ্যাডভান্সড টেকনোলজি এবং প্রজেক্ট গ্রুপের একটি কার্যক্রম আর এটি সেই বিভাগ যা গুগল লেনোভোর কাছে বিক্রি করে দেয়নি।

প্রজেক্ট ট্যাঙ্গো প্রধান জন লি'র বক্তব্য অনুসারে, 'প্রজেক্ট টাঙ্গোর মূল উদ্দেশ্য হলো মোবাইল ডিভাইসগুলোকে মানুষের মতোই চারপাশ বুঝতে পারার ক্ষমতা দেওয়া।'
YouTube-এ ভিডিওতে দেখুন গুগোল এর প্রজেক্ট ট্যাঙ্গো টেবলেট ফোনটির ফাষ্ট-লুক:

টিউনটি ভালো লাগলে অবশ্যই এই ফেসবুক পেজটিতে একটি লাইক দিবেন!!!

সূত্র: ওয়ার্ড.কো, দাভার্জ ও স্লাসগিয়ার

পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত: এখানে

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ!

“Google – ATAP Project Tango” প্রায় ৩ মাস আগে থেকেই ডেভেলপ করা শুরু করেছে। তাও আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এটি এখনও বিক্রয়ের জন্য উপযুক্ত হয়নি। সুতরাং টাইটেলে সামান্য ভুল আছে মনে হয়। “নিয়ে এল” না বলে “নিয়ে আসছে” বললে ভাল হত।

ধন্যবাদ

    @আশরাফ: “could be released ahead of the company’s annual developer conference scheduled for the end of June.” তাই টাইটেল সংশোধন করে দিয়েছে। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

Level 0

গুগলের কিছু কর্মচারীর মাথায় 😀

Level 0

ধন্যবাদ