মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৪] :: (A – Z) পার্টস পরিচিতি পর্ব-২

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল শুরু করছি আজকের ৪র্থ টিউন । আশা করি সাথা থাকবেন-

Electrolitic Capacitor

Electrolitic Capacitor কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।(a)Polaraty Capacitor,(b)Non Polarati Capacitor

(a)Polarati Capacitor:

চেনার উপায়,এটা সাধারনত হলুদ রং এর হয়ে থাকে,এর positive প্রান্তে বাদামি বা ধুসর  রং এর দাগ দেয়া থাকে।আবার polarity capacitor যদি কালো রং এর হয় তাহলে এর পজেটিভ প্রান্তে সাদা বা সিলবার এর দাগ দেয়া থাকে।

Polarity capacitor :

মাপার নিয়ম-এভোমিটার সিলেক্টর x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মান দেখাবে।আর যদি নষ্ট হই তাহলে কোন মান দেখাবে না।

চিত্র - polarity capacitor

Non Polarety capacitor চেনার উপায়ঃ-

  • ইহা সাধারনত বাদামি ও ধুসর কালার হয়ে থাকে। এর গায়ের দুপাশে সাদা বা সিলভার রং এর দাগ দেয়া থাকে।
  • মাপার নিয়মঃ-Avometer selector x10k এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মিটারের রিডিং দেখিয়ে Discharge বা ব্রেক করবে।
  • Ceramic Capacitor :চেনার উপায়ঃ-ইহা সাধারনত বাদামি বা ধুসর রং এর হয়ে থাকে,এর গায়ের দু’পাশে সাদা বা সিলবার রং এর দাগ দেয়া থাকে।Ceramic capacitor অবশ্যই অবশ্যই non polarity capacitor থেকে ছোট হবে।
  • Ceramic capacitor মাপার নিয়মঃ-Avometer Selector x10 এ রেখে মাপতে হবে, ভাল থাকলে মিটারের কোন রিডিং দেখাবে না।
  • Transistor:-ট্রানজিস্টর এর কাজ হচ্ছে Amplifli করা বা সংকেতকে বর্ধিত করা।Transistor সাধারনত তিন পিন ও কালো রং এর হয়ে থাকে।

1.Base Pin,2.Collector Pin,3.Emetor Pin.

  • Base Pine সব সময় input থাকে,
  • Collector Pin সব সময় output থাকে,
  • Emetor Pin সব সময় Ground থাকে।

Transistor মাপার নিয়মঃ-এভোমিটার সিলেক্টর এক্স১০ এ রেখে মাপতে হবে,মিটারের নেগেটিভ প্রান্ত Common বা স্থায়ী রেখে অথবা ১নং পিন এ রেখে,মিটারের প্রজেটিভ প্রান্ত দিয়ে ২নং ও ৩ নং পিন এ স্পর্শ করলে যদি মিটারের রিডিং ৫-১৫ ওহম দেখাই তাহলে বুঝব Transistor ভাল আছে।

ভাল থাকবেন সবাই ।

ফেইসবুকে আমি

কোন সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপে

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhia, chaliye jan

    @mana: ধন্যবাদ আপনাকে

চালিয়ে যান সাথে আছি

    @হোছাইন আহম্মদ: সাথে থাকার জন্য ধন্যবাদ

Level 0

খুব সুন্দর, তবে আরও পরিস্কার স্কিন শর্ট দিলে ভাল হত,

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    @টেকটিউনস মেন্টর V: ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য।আমি আমার টিউনের শিরোনাম গুলো পরিবর্তন করছি,এখন দেখেন ত ঠিক আছে কি না?