মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০১] :: (A – Z)

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এটা আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমা করবেন । প্রথমেই আমরা পরিচিত হব যে সকল যন্ত্র-পাতি দিয়ে কাজ করব।মোবাইল রিপিয়ার(মেরামত)করতে যে সকল যন্ত্র-পাতি লাগে তার মাঝে উল্লেখ করা যাই-

  • মোবাইল টুল বক্স,
  • হটগান,
  • এভোমিটার,
  • পাওয়ার সাপ্লাই,
  • কুইক চার্জার,
  • একটি টেবিল লেম্প(মেগ্নিফ্লাইং গ্লাস সহ),
  • লিড কয়েল,
  • রজন,
  • মেজিক তার,
  • থিনার,
  • সোল্ডারিং পেস্ট,
  • একটি টুথ ব্রাশ,
  • হিট বক্স ইত্যাদি।

মোবাইল টুল বক্স :মোবাইল টুল বক্স এ সাধারনত যা থাকে-

  • একটি T6
  • একটি  T4
  • একটি  star
  • একটি মাইনাস
  • দুইটা টুইজার
  • একটি নুস প্লাস
  • একটি কাটিং প্লাস ইত্যাদি।

চিত্র মোবাইল টুল বক্স-

হট গান :সোল্ডারিং ওইয়ার,তাতাল।

মোবাইল টুল বক্স এ যে সকল টুলসের পরিচয় করিয়ে দিলাম,তার কাজ হচ্ছে মোবাইলকে খুলা ও ফিটিং করা।আর হটগান এর কাজ হচ্ছে মোবাইলের আইসি উঠানো-বসানো,সোল্ডারিং,ঝালাই করা ইত্যাদি।

চিত্র হট গান-

কারেন্টঃ

মোবাইলের কাজ করতে আমাদের কারেন্ট ব্যবহার করতে হবে,তাই এ কারেন্ট সম্পর্কে আপনাদের ছোট একটা ধারণা দেয়।কারেন্ট মূলত দুই প্রকার-

  • AC-AC হচ্ছে Alternative Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরির্বতন করে চলে তাকে এসি কারেন্ট বলে।
  • DC-DC হচ্ছে Direct Current.যে কারেন্ট বা বিদ্যুত চলার সময় তার গতিপথ পরিবর্তন

করেনা(এক মুখি হয়ে চলে)তাকে ডিসি কারেন্ট বলে।

এক্সট্রা নলেজঃ

  • মোবাইল সেটে যদি পাওয়ার না আসে তাহলে প্রথমেই চেক করব ব্যাটারি।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় ব্যাটারি বার ফুল দেখায়,কিন্তু চার্জার খুলে ফেললে ব্যাটারি বার খালি দেখায় তাহলে বুঝতে হবে চার্জিং আইসি খারাপ।
  • মোবাইলে চার্জ দেয়ার সময় যদি চার্জ হতে সমস্যা করে,চার্জ এক বার হয় আবার হয়না তাহলে প্রথমে চার্জার ঠিক আছে কিনা দেখব।

আপনাদের কমেন্টেই বলে দিবে আমি এই বিষয়ে সামনে টিউন করব কি না ।

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank’s a lot.and go ahead.i see ur tune.pls be cont…………………………….

অনেক ভাল হয়েছে । চালিয়ে যান বস । 🙂 😛

    আরন হার্ট@newmission17@ ধন্যবাদ

Valo hoyese vai. Next tune koren

অনেক সুন্দর হয়েছে, চালিয়ে যান @ নিয়মিত টিউন চাই @ ধন্যবাদ

করবেন কিনা মানে ? অবশ্যই করবেন আর ধন্নবাদ এই টিউন এর জন্য খুবি হেল্পফুল একটা টিউন !@

Level 0

I m interested pls continue…………….

Level 0

প্রোফেশনাল পর্যন্ত হলে অনেক কাজে আসবে…. চালিয়ে যান

Level 0

Regular Post cai.

চালিয়ে যান @ নিয়মিত টিউন চাই @ ধন্যবাদ

চালিয়ে যান সাথে আছি।

ভাই সাথে জিনিস গুলির দাম সম্পর্কে ধারনা দিলে ভাল হত। তাহলে যেমন টুলস্‌ গুলা কিনতে সুবিধা হত তেমনি বাজারে গিয়ে ঠকা খাওয়ার হাত থেকে রেহাই পাওয়া যেত।

    @মোঃ মমিনুল ইসলাম খান: মোবাইল টুল বক্স ভালটা কিনলে ২৫০/৩৫০ টাকা নিবে,আর হটগান ২২০০/২৮০০
    ধন্যবাদ আপনাকে

ei tune tai e toh kujchilam,,, continune koren ,amra niomithio asi apnr tuner opekkai

Level 0

thanks to this tune

কমেন্ট করার জন্য সকলে ধন্যবাদ

খুবই সুন্দর, হাতে ধরিয়ে শেখানোর মতো।
আমার পছন্দ হইছে।
ধন্যবাদ ইসহাক ভাই … 🙂

    @Javelin Bin Razzak: সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে

Level 0

অনেক সুন্দর হয়েছে, নিয়মিত টিউন চাই, ধন্যবাদ

ধন্যবাদ

কত কমেন্ট লাগবে দাদা, বলেন। সমানে কমেন্ট দিতে থাকবো। তবে সবগুলি নতুন পোস্ট এর সাথে পুরাতন পোস্টের লিংক দিয়ে দিবেন। যেন নতুনরাও আগের টিউনগুলি সহজে পেতে পারে। আর হ্যাঁ টিউন তো দাদা চমৎকার হয়েছে। চালিয়ে যান…. আমি টুলস কিনতে যাচ্ছি………… নিয়মিত টিউন চাই দাদা……….

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): দাদা আপনি ত ফাটিয়ে দিলেন ।আপনার এক কমেন্ট যেন একশো হয়ে গেল।আপনি টুলস কিনে আনেন আর আমি নতুন টিউন করতে এগিয়ে যাই

Priote nea rakhlam. Kono din kaje o lagte pare. Thanks.

Level 0

Thanks vai ………. Sundor Tune

Level 0

মোবাইল টুলস বক্স কিনতে কতটাকা লাগতে পারে বস?

জরুরী ভিত্তিতে আপনার সাথে সরাসরি কথা বলা প্রয়োজন। দয়া করে মেইল অথবা মোবাইল নাম্বার টা দিন।

Level 0

Khub khub upokari tune… Please course ta continue koren….

#Salute_vaia

টেকটিউনস এরসাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো।তার চেয়ে বেশি ভালো লাগলো এমন সুন্দর কন্টেন্ট পেয়ে। আপনাকে ধন্যবাদ। সামনে আরো তথ্য বহুল কন্টেন্ট চাই।