আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন আমি ভালো আছেন । আমি ভালো আছি ।
সবসময় ই তো গেম নিয়ে রিভিউ লিখি তাই আজ লিখলাম মোবাইল নিয়ে । যদিও মোবাইলটি শো রুম ছাড়া এখন অ ব্যাবহার করা হয় নি 🙁 তবে শিগগিরি কিনবো ভাবছি ।
তো আজকের আমাদের রিভিউঃ
ওয়াল্টন এর আমাদের দেশ এ এম্নেই সুনাম কুড়িয়েছে কম দাম এ ভালো স্মার্টফোন বিক্রি করার। এক সময় মানুশ ওয়াল্টন নাম শুনলে কেমন হাসত কিন্তু এখন তা পারে না । কিছুদিন আগে ওয়াল্টন তাদের নতুন কিছু স্মার্টফোন বের করে যার মধ্যে একটি ছিল ওয়াল্টন এইছ ৩ । এই সেট টি সত্যি মোটামুটি কম দাম এ শক্তিশালী একটি সেট । এর দাম মাত্র ১১৪৫০ টাকা !!!! এতো কম দাম এ এতো ভালো কনফিগারেশান এর সেট পাওয়া কষ্টকর
ওয়াল্টন এইছ ৩ তে আছে অ্যাান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন কিন্তু খুব শিগগিরি এই সেট এ আপনি পাবেন অ্যাান্ড্রয়েড এর শেশ সংস্করণ ৪.৪ কিটক্যাট যা এখন পর্যন্ত শুধু আরেকটি ওয়াল্টন এর সেট এ ব্যাবহার করা হয়েছে এবং সিম্ফোনির কোনো সেট এ ব্যাবহার করা হয় নাই । এর প্রসেসর হলো ১.৩ গিগাহার্টজ কয়াড কোর মানে ৪ টি কোর আছে এই সেট টি তে । এর জিপিউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হলো মেইল ৪০০ যা আপনার গেমিং এক্সপেরিয়েন্স কে গড়ে তুলবে আনন্দময় ।
মোবাইলটি ডুয়াল সিম সাপোর্ট করে এবং ৩জি । মানে আপনি ইন্টারনেট এর ফুল স্পিড পাবেন এই মোবাইল দিয়ে । এমন কি মোবাইল টি তে গ্রামিনফোন ও টেলিটক দিয়ে আরো ভাল এক্সপেইয়েন্স পাবেন ইন্টারনেট এর কারন এই দুই অপারেটর হলো ৩.৯ জি এবং আপনার মোবাইল ও ৩.৯ জি সাপোর্ট করে । তো ফেসবূক, ওয়াটস অ্যাপ, উই চ্যাট এবার চালান ফুল স্পিড এ ।
আপনার স্টোরেজ বলতে গেলে এই মোবাইল এর রম হচ্ছে ৮ জিবি । ২ জিবি নিবে আপনার অপারেটিং সিস্টেম আর আপনি ব্যাবহার করতে পারবেন বাকি ৬ জিবি । কিন্তু মেমরি কার্ড স্লট ৩২ জিবি পর্যন্ত সাপোর্ট করে মানে আর নয় জায়গার চিন্তা । এই মোবাইল এর র্যাম হচ্ছে ১ জিবি মানে আপনার মোবাইল কোনো অংশেই স্লো হবে না এবং গেম চলবে স্মুথ ভাবে কোনো চিন্তা ছাড়া ।
জীবন এ সব কিছু যারা একটু বড় চান এই সেটটি তাদের জন্য যদিও এর গ্লাস অতিরিক্ত বড় না । এই স্মার্টফোন টি ৪.৭ ইঞ্চি যা একদম সঠিক মানে বেশি ও না এবং কম ও না । এই মোবাইল এর টাচ অনেক ভালো কারণ এতে ব্যাবহার করা হয়েছে আইপিএস ডিস্প্লে এবং এর রিস্লউশান ও মোটামুটি ভালো ৯৬০x৫৪০ । আপনার টাচ একদম ল্যাগ করবে না এতোটুকু বলতে পারি
জীবন এ এমন অনেক মুহুর্ত থাকে যা আমরা বন্দি করে সৃতি হিসাব এ রাখতে চাই । এবং এর সবচেয়ে ভালো মাধ্যম ছবি । আজকাল মোবাইল এই ক্যামেরা থাকে তবে ক্যামেরা তীড় পীচাড় কয়ালিটি ভালো না থাকলে আমার মতো অনেকেরি মাথা খারাপ হয়ে যায় । তবে এই মোবাইল এর ক্যামেরা বেশ ভালো । এতে ব্যাবহার করা হয়েছে বিএসাই ৮.০ মেগা পিক্সেল অটো ফোকাস ক্যামেরা যার মধ্যে সিমোস সেন্সর ব্যাবহার করা হয়েছে । ফলে আপনি ক্যামেরার নানা ইফেক্ট যেমন বার্স্ট মোড, প্যানারমিক ভিউ , ইত্যাদি ফিচার দ্বারা আপনার জীবন এর মুহূর্ত গুল ক্যামেরা বন্দি করতে পারবেন আরো শোহোজ ভাবে । এছাড়া এই মোবাইল এ আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা সেলফি বা ভিডিও কল এর জন্য ব্যাবহার করতে পারেন । ২ মেগাপিক্সেল হলেও এর ছবি তুলার মান মোটেও খারাপ নয় । ও হ্যাঁ !!! ফ্লাশ ও আছে এই মোবাইল এ এবং মোবাইল এর ছবি তুলার সফটওয়্যার টিও দারুণ । এবং এর ক্যামেরা দিয়ে ফুল এইছডি ভিডিও করতে পারবেন যেমন ১৯২০x১০৮০ রিসলুশান এ ।
ওয়াল্টন এইছ ৩ তে আছে ৮ জিবি স্টোরেজ ও ৩২ এক্সপ্যান্ডেবল মেমরি স্লট যার ফলে আপনি কোন চিন্তা ছাড়াই আপনার পছন্দের গান ও মিউজিক রাখতে পারেন এতে । এই মোবাইল এ গান উপভোগ করুন সবচেয়ে ভালো ভাবে এবং এই মোবাইল এর একটি ফিচার আমার খুব পছদ তা হল মোবাইল ঝাকালেই গান বদলায় যায় 😀 😀 । আপনি হাত এর স্পর্শের সাথেই গান এর বিট কমাতে বা বাড়াতে পারেন খুবই সহজ এ ।
এই মোবাইল টার ডিজাইন অত্যন্ত ভালো । মোবাইল টির ওজন খুবই কম এবং মোবাইলটি মাত্র ৮.০৫ মিলিমিটার মোটা মানে আপনার হাত এ মোবাইল টি সত্যি অনেক মানাবে এই ব্যাপারে কোন কনফিউশান নাই । এর উচ্চতা ১৩৪.৫ মিলিমিটার ও প্রস্থতা ৬৭.৮ মিলিমিটার । সেট টি সাদা ও কালো রঙ এ পাওয়া যাবে
এই মোবাইল এ আছে সুপার গতির ব্লুটুথ ও ওয়াইফাই । ডাউনলোড করুন , ফাইল শেয়ার করুন ইচ্ছার মতো । এতে ব্যাবহার করা হয়েছে ওয়ারলেস ৮০২.১১ বি/জি/এন টেকনলজির ওয়াইফাই অ্যাাডাপ্টার । এই মোবাইল এ আগে থেকেই ফেসবুক , টুইটার ও ভাইবার ইন্সটল করা আছে আপনার জন্য
এই মোবাইল এ এক্সেলোমিটার , লাইট সেন্সর , প্রক্সিমিটি, অরিয়েন্টেশান, কম্পাস ও জিপিএস সেন্সর আছে । মোবাইল টির ব্যাটারি একটু কম ...... মাত্র ১৮০০ ম্যাহ তবে খেয়াল করে ব্যাবহার করলে ২ দিন যাবে চার্জ ।
সব শেষ এ বলব ......... ১২ হাজার টাকায় এর থেকে ভালো সেট তুমি কোথায় ও পাবে না চীন ছাড়া 😛 । যদি বাজেট কম থাকে এই সেট টি নিতে পারো কারণ ১জিবি র্যাম ও ৮ জিবি রম + কিটক্যাট ও ভালো ক্যামেরা এতো কম দাম এ পাবে না
ধন্যবাদ
*উপর এর সব তথ্য watonbd.com থেকে নেওয়া
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
but not better then r3 coz it has glass protection