গ্রামীণফোনের ব্যাক-আপ সিম নিন। তাও আবার ফ্রিতে। ফোন কোম্পানিতে এই প্রথম।

বাংলাদেশে ফোন কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন আপনাকে দিচ্ছে এবারই প্রথম  এক্সট্রা ব্যাক-আপ সিম। তাও আবার ফ্রিতে। (অফারটি দিচ্ছে শুধুমাত্র গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য প্রযোজ্য)

  • ভ্রমণে গেলে অথবা দূরে কোথায়ও বেড়াতে গেলে হঠাৎ যদি আপনার সিম নষ্ট হয়ে যায় বা  হারিয়ে যায় তবে সাথে সাথে আপনার সিম ফিরে না পেলে অনেক সমস্যায় পড়তে হয়।
  • তারই সমাধান দিতে গ্রামীণফোন নিয়ে এল এই অফার। আপনার বর্তমান চালু সিমটির সাথে এই এক্সট্রা সিম আপনার কাছে রাখতে পারবেন।
  • যখনি আপনার বর্তমান সিমটি নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, তখন আপনার কাছে থাকা এক্সট্রা সিমটি আপনি নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এতে আপনার ভোগান্তি অনেক কমবে।

কীভাবে করবেন?: 

অ্যাক্টিভেট করতে আপনার যেকোনো GP নাম্বার থেকে AB <space> আপনার মোবাইল নাম্বার <space> PIN নাম্বার লিখে পাঠিয়ে দিন 4949 নম্বরে। (ফ্রি-শুধুমাত্র স্টার গ্রাহকদের জন্য)

 কিছু তথ্যঃ

  • গ্রাহকগণ একবারে শুধুমাত্র একটি সিম সংরক্ষণ করতে পারবেন
  • ব্যাক আপ সিম সার্ভিসের জন্য গ্রাহকগণের অবশ্যই একটি পিন থাকতে হবে, যা তিনি তাঁর পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন
  • ব্যাক আপ সিম ক্রয়ের সময় একটি ইউজার মেন্যুয়াল দেয়া হবে যেখানে ব্যাক আপ সিম সার্ভিসের সকল তথ্য উল্লেখ থাকবে
  • যাদের যথাযতভাবে পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে শুধুমাত্র সেই সকল গ্রাহকগণই ব্যাকআপ সিম সার্ভিসটি পাবে

তাহলে আর দেরি কেন! নিয়ে নিন আপনার ব্যাক-আপ সিম।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sim kothai pabo, kivabe pabo, pin code ta kothai pabo? amar sim er kagoj potro nai, backup sim pabo?

    Level 2

    @nurul afsar: SIM পাবেন GP কেয়ারে। পিন কোড আপনার জানার কথা, তারপরও ভুলে গেলে GP কেয়ারে যোগাযোগ করুন। কাগজ পত্র না থাকলে সিম পাবেন কিনা GP কেয়ারে যোগাযোগ করুন। অথবা ১২১ এ কথা বলুন।

    Level 2

    @nurul afsar: তারপরও GP কেয়ারে যোগাযোগ করুন ভাই। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ।

    Level 2

    @Moyin Emon: আপনাকেও ধন্যবাদ।

আমি তো ভাই স্টার গ্রাহক । অফিসে কল দিলে বলে আপনার কল কি গুরুত্ব সহ কারে দেখা হবে 🙂

    Level 2

    @www.bangladesh.usa.cc: *১১১*৯*১# ডায়াল করুন আপনি স্টার গ্রাহক কিনা জানতে।

    Level 2

    @www.bangladesh.usa.cc: তাহলে আপনি নিচ্চিত হতে পারবেন। ধন্যবাদ।

সরদার ভাই গ্রামীণফোন স্টার গ্রাহক কারা ?

Level 0

imran vay gato mash er 13/14 amar sim e ekta officiall message ase silo kintu seta delete hoe giase ekhon kono vabe ki recovery kora jabe? pls janle bolben. thanks.

    Level 2

    @azad3353: আমার জানা মতে এটা ফেরত পাওয়া যাবে না। ধন্যবাদ।

nice good jobs

    Level 2

    @Torikul Meherpur: ধন্যবাদ।

ফ্রি জিনিস ব্যাবহার করতে হচ্চা করে না।

    Level 2

    @ব্লগার ভাই: 😀