(হট টিউন) জিপি সিম হ্যাক করে কথা বলুন 34 পয়সা মিনিট।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন ভালো নাই সামনে আমার এইচ,এস,সি পরীক্ষা । তো বুঝতেই পারছেন অনেক চাপে আছি । আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারি। ভালো রেজাল্ট করেতে পারি । অনেক কথা বলে ফেলাম কাজের কথায় আশি আজ আমি  আপনাদের শিখাবো জিপি সিম হ্যাক করে  34 পয়সা মিনিট কথা বলা যায় ।

* Gp to Gp 34 পয়সা মিনিট কথা বলার ক্ষেত্রে- মেসেজ অপশনে গিয়ে লিখুন B পাঠিয়ে দিন 4444 নম্বরে ।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন।

* প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন, যার মধ্যে 1 টা Supar FnF করা যাবে ।

* Super FnF Call rate 0.34tk min: & normal fnf call rate 0.57tk min

* এক্ষেত্রে আপনি SP fnf এর সুবিধাটা কাজে লাগাতে পারেন ।

১।প্রথমেই GP App Modifier নামের Software টি ডাউনলোড করুন  । রান করুন । আপনার ডেস্কটপে ২টি ফাইল তৈরি হবে। আপনার জাভা মোবাইল হলে gpHackJava.jar এবং অ্যান্ডয়েড মোবাইল হলে gpHackAndroid.apk ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল করুন।

২।এবার এটা open করেন । নিচের মত দেখতে পাবেন।

৩। self service >FNF>Add fnf or change fnf এ ক্লিক করুন ।

* কোন নম্বরে বেশি কথা বলতে চাইলে ঐ Application দিয়ে ফ্রী SP fnf যুক্ত করে কথা বলুন । কথা শেষে ঐটা চেন্জ করে অন্য নম্বর SP fnf যুক্ত করে কথা বলতে পারবেন ।
ব্যস, এভাবে 34 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা ।

এবং ইচ্ছামত Fnf add করুন । এভাবে আপনি একদিনে যতবার ইচ্ছা একটা FNF change করতে পারবেন।
আর একটা কথা এতে আপনার কোন টাকা লাগবে না । কয়েক KB খরচ হতে পারে । তাহলে FNF করুন ফী ।

তাহলে আর দেরি কেন শুরু করে দিন । মানুষ মাত্র ভুল , ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি (AB) Abrar Hossain (আবরার হোসাইন)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studied at BBA @ University of Chittagong, Lives in Chittagong. Born on September 24.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, open করলে call customer care ছাড়া আর কোনও option দেখায় না…

akhane to just fnf ase super fnf koi. ata ki vabe korbo. sudhu fnf kora jai r change kora jai. kintu super fnf add kora ba change korar kobo opstion nai. ata ki vabe korbo.

download link ta thik koren.

Level 0

SFC old numb
new numb ai vabe dile kaj hote pare