তিন সিমের স্যামসাং অ্যান্ড্রয়েড স্মার্টফোন

প্রথমবারের মতো তিন সিমের অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করলো কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে, স্যামসাং গ্যালাক্সি স্টার ট্রিওস।
মোটামুটি কম মূল্যে অ্যন্ড্রয়েড জেলিবিনের স্বাদ পাওয়া যাবে ফোনটিতে। ক্যাননয়, ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যন্ড্রয়েড ৪.১.২ ( Android OS v4.1.2 ) অপারেটিং সিস্টেম।

১০৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১ মিলিমিটার। এতে আছে টি.এফ.টি ৩.১৪ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। দামের হিসেবেই হয়ত রেজুলেশনটাও একটু কম, মাত্র ২৪০*৩২০পিক্সেল। সেটটি সাদা এবং কালো রঙে পাওয়া যাবে।

মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ কর্টেক্স এ-৫ প্রসেসর, ৫১২ র্যাম, অ্যাডরিনো২০০ জিপিইউ এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করবে যা দিয়ে এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

এতে আছে মোটামুটি কাজ চলার মত ২মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে না কোনও ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি স্টার এ থাকছে ১৩০০এমএএইচ ব্যাটারি । স্ক্রিন সাইজ ছোট হওয়াই ব্যাকআপ ভালোই পাবার কথা।

সেটটি ২জি নেটওয়ার্ক এর তিনটি সিম সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন তো থাকছেই। আরও থাকছে জিপিএস ,এফএম রেডিও, তবে এইচ.টি.এম.এল৫ সুবিধা নেই।

স্মার্টফোনটি ব্রাজিলিয়ান ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। ব্রাজিলে গ্যালাক্সি স্টার ট্রিওস বিক্রি শুরু হলেও খুব দ্রুত ডিভাইসটি ভারতীয় উপমহাদেশে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট টেকট্রি। সম্ভব্য ১২০০০টাকার আশেপাশে এর দাম হবে। (EUR-120)

পূর্বে প্রকাশিত এখানে।

অ্যান্ড্রয়েড বিষয়ক পোস্ট,রিভিউ,অ্যাপ্স পেতে যোগ দিতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড বিষয়ক ফেসবুক ফ্যানপেজে। ধন্যবাদ।

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুবিধা একটাই ৩ সিম 🙁

Level 0

এখন থ্রি-জি যুগ তাই দুই ক্যামেরাওয়ালা সেট না দিলে এইটাও জি-স্টার, জি-স্টার-২ এর মতো ধরা খাবে…

    @Zahid: 3Gই তো নাই। :p তবে ষ্টার সিরিজ এর আগের ফোন গুলোতেও ফ্রন্ট ক্যামেরা ছিলোনা, সেই ধারাবাহিকতায় এটাতেও না থাকার সম্ভাবনাই বেশী।।।

Level 2

ভালই হয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আবার সুবিধা হচ্ছে ৩ সিম !

ভাই 3G না দিক 3 সিম তো দিয়েছে ।
দেখতে ততটা সুন্দর করতে পারে নাই, এই যা।